ipl-2025-harry-brook-can-be-banned

IPL 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি মিটতেই ক্রিকেটদুনিয়ার ফোকাসে আইপিএল (IPL)। দুই মাসব্যপী ক্রিকেট কার্নিভালে মাততে মুখিয়ে আট থেকে আশি। দিনকয়েক আগে সম্পূর্ণ সূচি ঘোষণা করেছে বিসিসিআই। আগামী ২২ তারিখ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের অষ্টাদশতম মরসুম। গতবার ট্রফি জেতার সুবাদে এবার উদ্বোধনী ম্যাচটি নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ পাবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ইডেনে বেগুনি-সোনালী বাহিনীর প্রতিপক্ষ হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল আয়োজনের সুযোগও পাচ্ছে ক্রিকেটের নন্দনকানন। গতবারের মত এবারও মোট ৭৪টি ম্যাচ থাকছে টুর্নামেন্টে। কলকাতা, লক্ষ্ণৌ, হায়দ্রাবাদ, দিল্লী, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ, মুল্লানপুর ও জয়পুরের পাশাপাশি ম্যাচ হবে ধর্মশালা, গুয়াহাটি ও বিশাখাপত্তনমেও।

Read More: জানেন কি শামির প্রাক্তন স্ত্রীর সম্পত্তির পরিমাণ কতো? জানুন হাসিন জাহানের আয়ের উৎস

প্রথম ম্যাচে নেই হার্দিক পান্ডিয়া-

Hardik Pandya | IPL | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

২৩ এপ্রিল আইপিএলে (IPL) প্রথম ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। সফলতম দুই ফ্র্যাঞ্চাইজির দ্বৈরথে খানিকটা পিছিয়ে থেকেই মাঠে নামবে মুকেশ আম্বানির দল। অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে পাবে না তাঁরা। স্লো ওভার-রেটের জন্য শাস্তির মুখে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রথমবার শুধুমাত্র অধিনায়ক হার্দিকের জরিমানা হয়েছিলো। দ্বিতীয়বার ক্যাপ্টেনের সাথে জরিমানা দিতে হয়েছিলো দলের বাকি সদস্যদেরও। কিন্তু মরসুমের শেষ ম্যাচটিতে তৃতীয়বার স্লো ওভার-রেটের ‘অপরাধ’ করে বসে মুম্বই ইন্ডিয়ান্স। সেই কারণেই একটি ম্যাচে নির্বাসিত হন হার্দিক। এবারের প্রথম ম্যাচটিতে তাই মাঠে নামা সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে। একা হার্দিক পান্ডিয়া নয়, দিল্লী’র পূর্ববর্তি অধিনায়ক ঋষভ পন্থ’ও স্লো ওভার-রেটের জন্য নির্বাসিত হয়েছিলেন ২০২৪-এর আইপিএলে। তাঁর বদলে একটি ম্যাচে দায়িত্ব সামলেছিলেন অক্ষর প্যাটেল।

নির্বাসিত হতে পারেন ব্রুক-

Harry Brook | Image: Getty Images
Harry Brook | Image: Getty Images

২০২৪-এর আইপিএলের (IPL) ঠিক আগে ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছিলেন হ্যারি ব্রুক (Harry Brook)। শেষ মুহূর্তে তাঁর বদলি খুঁজতে বাধ্য হয়েছিলো দিল্লী ক্যাপিটালস (DC)। এরপরেও ২০২৫-এর মেগা নিলামে ব্রুকের উপর আস্থা রেখেছিলেন দিল্লী কর্তারা। ৬.২৫ কোটিতে নিয়েছিলেন দলে। কিন্তু ফের একবার তাঁদের হতাশই করলেন ইংল্যান্ড ক্রিকেটার। আজ এক বিজ্ঞপ্তিতে আইপিএল (IPL) থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন তিনি। তারকাদের এহেন খামখেয়ালি আচরণ বন্ধ করতে এবার কড়া সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। নিলামে দল পাওয়ার পরেও অহেতুক সরে দাঁড়ালে পরবর্তী দুই বছর টুর্নামেন্ট থেকে নির্বাসিত করা হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে। অনুপস্থিতির জন্য ভারতীয় বোর্ডকে কি জবাবদিহি ব্রুক করেন, সেদিকে তাকিয়ে সকলে। যদি আইপিএল কর্মকর্তাদের তা অযৌক্তিক মনে হয় তাহলে ২০২৭ অবধি নিষেধাজ্ঞা জারি হতে পারে তাঁর উপর।

নেই বুমরাহ, লিজাডের পরিবর্ত বশ-

Jasprit Bumrah | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

মুম্বই ইন্ডিয়ান্সের চিন্তা বাড়িয়েছে তারকা পেসার জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) চোট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে টেস্ট চলাকালীন পিঠের পেশীতে আঘাত পেয়েছিলেন তিনি। এরপর থেকে মাঠের বাইরেই রয়েছেন বুমরাহ। ইংল্যান্ড সিরিজ বা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেন নি। এই মুহূর্তে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে তাঁর। বিসিসিআই সূত্র মারফত খবর যে অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে ঠিকই কিন্তু মাঠে ফিরতে এখনও কিছুটা সময় লাগবে বুমরাহ’র। আইপিএলের (IPL) প্রথম দুই সপ্তাহ হয়ত পাওয়া যাবে না তাঁকে। চোটের কারণে ছিটকে গিয়েছেন মুম্বইয়ের আরেক পেসার লিজাড উইলিয়ামস’ও। দক্ষিণ আফ্রিকার করবিন বশ’কে (Corbin Bosch) বদলি হিসেবে বেছে নেওয়া হয়েছে। পিএসএল-এ পেশওয়াল জালমি’র হয়ে খেলার কথা ছিলো বশের। কিন্তু আইপিএলের ডাক আসায় পাক সুপার লীগকে বিদায় জানিয়েছেন তিনি।

Also Read: IPL 2025: ঋষভ পন্থকে ক্যাপ্টেনসি দিয়ে ভুল করলো LSG, ট্রফি জয়ী অধিনায়ককে সরাসরি না !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *