IPL

IPL 2025: গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স, দুই দলই হার দিয়ে আইপিএল (IPL) অভিযান শুরু করেছে। টাইটান্স শিবিরকে দিনকয়েক আগে তাদের ঘরের মাঠেই পরাজিত করেছে পাঞ্জাব কিংস। ২৪৪ তাড়া করতে নেমে ২৩২-এ থামতে হয়েছে শুভমান গিলদের। আর অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাইয়ের বিরুদ্ধে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। চেপকে নূর আহমেদ, খলিল আহমেদের সামলাতে গিয়ে হিমশিম খেয়েছে তাদের ব্যাটিং লাইন আপ। আজ আক্ষরিক অর্থেই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ দুই শিবিরের জন্যই। ‘হোম টিম’কে ভরসা দেবে তাদের ব্যাটারদের ফর্ম। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ হারলেও ভালো খেলেছিলেন সাই সুদর্শন, জস বাটলাররা। প্রতিপক্ষকে বেঁধে রাখতে রশিদ খানের স্পিনও বড় ভূমিকা নিতে পারেন। আজ ছন্দে ফিরতে চাইবেন রোহিত শর্মা। নির্বাসন কাটিয়ে অধিনায়ক হার্দিকের প্রত্যাবর্তন আত্মবিশ্বাস যোগাতে পারে মুকেশ আম্বানির দলকে। উইল জ্যাকসকে বাদ দিয়েছে তারা।

Read More: IPL 2025: টুর্নামেন্টের শুরুতেই কোহিনুর হীরা হাতে পেলেন ঋষভ পান্থ, LSG’কে ট্রফি জিতেয়েই নেবেন দম!!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

গুজরাত টাইটান্স (GT) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI)

ম্যাচ নং- ০৯

তারিখ- ২৯/০৩/২০২৫

ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Narendra Modi Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Narendra Modi Stadium, Ahmedabad | Image: Getty Images
Narendra Modi Stadium, Ahmedabad | Image: Getty Images

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সম্মুখসমরে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। সাম্প্রতিক অতীতে এখানে টি-২০তে রানের পাহাড় দেখা গিয়েছে। চলতি আইপিএলের প্রথম ম্যাচটিতেও দুই ইনিংস মিলিয়ে প্রায় ৫০০ রান উঠেছে আহমেদাবাদে। আজও ব্যাটিং সহায়ক পিচই আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পরিসংখ্যান বলছে যে এই মাঠে এখনও অবধি আইপিএলের ৩৬টি ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে ১৬টি ম্যাচে প্রথম ব্যাটিং করা দল জিতেছে। বাকি ২০টি ম্যাচে জয় পেয়েছে পরে ব্যাটিং করা দল। আজকের ম্যাচে বড় ভূমিকা নিতে পারে শিশির। সিদ্ধান্ত নেওয়ার সময় নিঃসন্দেহে বিষয়টি মাথায় রাখবেন টসজয়ী অধিনায়ক।

Ahmedabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Ahmedabad Weather Forecast | Image: Twitter
Ahmedabad Weather Forecast | Image: Twitter

আহমেদাবাদে আজ মুখোমুখি গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। ক্রিকেটের বাইশ গজে বাধা হয়ে দাঁড়াবে না প্রকৃতি, স্বস্তির বাণী শুনিয়েছে হাওয়া অফিস। পরিষ্কার আকাশের পূর্বাভাস রয়েছে আজ। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২২ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে ৮ শতাংশ। ম্যাচ চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ থাকতে পারে ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা।

GT vs MI হেড টু হেড পরিসংখ্যান-

GT vs MI | Image: Getty Images
GT vs MI | Image: Getty Images
  • মোট ম্যাচ- ০৫
  • গুজরাতের জয়- ০৩
  • মুম্বইয়ের জয়- ০২
  • অমীমাংসিত- ০০
  • শেষ সাক্ষাতে ফলাফল- গুজরাত ৬ রানে জয়ী

IPL 2025 লাইভ স্ট্রিমিং-

গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। এছাড়া জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে চোখে রাখলেও দেখা যাবে ম্যাচ।

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Shubman Gill and Hardik Pandya | Image: Getty Images
Shubman Gill and Hardik Pandya | Image: Getty Images

শুভমান গিল-

এখানে বহুবারই প্রথমে ব্যাটিং করেছি। নতুন কিছু নয়। পরিস্থিতি বুঝে কি লক্ষ্য স্থির করতে পারি সেটা ভাবাই আসল। রান তাড়া করার ক্ষেত্রে কি করে লক্ষ্যে পৌঁছতে হয় সেটা বুঝে নিতে হয়। গত ম্যাচে অনেক ইতিবাচক দিক ছিলো। শুধু মাঝের দিকে খানিক মন্থর হয়ে পড়েছিলাম, সেটাই ভোগালো। তার পরেও আমরা কিন্তু ১৪ ওভারে ২০০’র কাছাকাছি স্কোর করতে পেরেছিলাম। আমরা একই দল খেলাচ্ছি, বোলিং-এর সময় একটা বদল দেখা যেতে পারে। আমরা একটা ডান হাতি-বাম হাতি জুটি চাইছি, তাই আমি আর সাই (সুদর্শন) ওপেন করছি। জস (বাটলার) ইংল্যান্ডের হয়েও তো তিনে খেলছে, তো ওর জন্য কিছুই বদলাচ্ছে না।

হার্দিক পান্ডিয়া-

আমরা প্রথমে বোলিং করবো। সহজ কারণটা হলো যে আমরা জানি না পিচ কেমন আচরণ করবে। তার উপর শিশিরের বিষয়টাও মাথায় রাখতে হবে। গত বছর কেবল আমরা কৃষ্ণমৃত্তিকার পিচে খেলেছিলাম। নাহলে এখানে বরাবর লাল মাটির পিচেই খেলেছি। গত বছর আমাদের হাতের মুঠোয় ছিলো ম্যাচ, কিন্তু শেষরক্ষা করতে পারি নি। এবার প্রস্তুতি ভালো হয়েছে। ছেলেরা মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে। আমরা একে অপরকে সমর্থন যোগাচ্ছি, পাশে থাকছি। আমি খুব খুশি। আজ দলে ফিরছি, অন্য বিকল্পগুলো খোলা রাখছি। আমরা ভালো ক্রিকেট সবসময় খেলতে চাই। সঠিক পরিকল্পনা করতে চাই আর খেলাটা উপভোগ করতে চাই।

দুই দলের প্রথম একাদশ-

GT vs MI | Image: Getty Images
GT vs MI | Image: Getty Images

 

গুজরাত টাইটান্স (GT)-

শুভমান গিল (অধিনায়ক), বি.সাই সুদর্শন, জস বাটলার (উইকেটরক্ষক), শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, শেরফেন রাদারফোর্ড, সাই কিশোর,  রশিদ খান, মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণা।

ইমপ্যাক্ট প্লেয়ার- মহীপাল লোমরোর, গ্লেন ফিলিপস, ঈশান্ত শর্মা, অনুজ রাওয়াত, ওয়াশিংটন সুন্দর।

মুম্বই ইন্ডিয়ান্স (MI)-

রোহিত শর্মা, রায়ান রিকলটন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর,  মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, মুজিব উর রহমান, সত্যনারায়ণ রাজু।

ইমপ্যাক্ট প্লেয়ার-  রবিন মিঞ্জ, অশ্বিনী কুমার, রাজ অঙ্গদ বাওয়া, উইল জ্যাকস, কর্ণ শর্মা।

GT vs MI টস রিপোর্ট-

টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে গুজরাত টাইটান্স/মুম্বই ইন্ডিয়ান্স।

Also Read: IPL 2025 Points Table Update: CSK’র বিপক্ষে ঐতিহাসিক জয়,পয়েন্ট তালিকায় একাধিক পরিবর্তন ঘটালো RCB!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *