ipl-2025-gt-vs-mi-stats-review

IPL 2025: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গত মঙ্গলবার ২৩২ রান করেও হারতে হয়েছিলো গুজরাত টাইটান্সকে। প্রতিপক্ষের স্কোর থেকে ১১ রান দূরে থমকে গিয়েছিলো শুভমান গিলদের ইনিংস। সেই ব্যর্থতার ক্ষতে আজ প্রলেপ লাগালো ২০২২-এর চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের সফলতম ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সকে তারা হারালো ৩৬ রানের ব্যবধানে। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে আজ আবারও জ্বলে উঠলেন সাই সুদর্শন। ৪১ বলে ৬৩ করেন তিনি। কার্যকরী ইনিংস খেলেন শুভমান, বাটলাররাও। ১৯৬ রান শেষমেশ স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়েছিলো গুজরাত শিবির। রান তাড়া করতে নামা মুম্বইকে বেশ নড়বড়ে লাগলো আগাগোড়াই। রোহিত শর্মা, রায়ান রিকলটন, হার্দিক পান্ডিয়া-ব্যর্থ সকলেই। তিলক-সূর্যকুমারের প্রতিরোধও যথেষ্ট হলো আজ। ১৬০-এই থামলো মুম্বইয়ের ইনিংস।

Read More: IPL 2025 GT vs MI: দুঃস্বপ্ন কাটলো না মুম্বইয়ের, গুজরাতের বিরুদ্ধে ৩৬ রানে হারলেন হার্দিকরা !!

১) দুর্দান্ত ফর্মে রয়েছেন সাই সুদর্শন। আইপিএলের আসরে শেষ ছয়টি ইনিংসের মধ্যে এই নিয়ে পঞ্চম বার অর্ধশতকের গণ্ডী পেরোলেন তামিলনাড়ুর তরুণ। শেষ ছয় ম্যাচে তাঁর স্কোর নিম্নরূপ-

  • ৬৫(৩৯)
  • ৮৪* (৪৯)
  • ৬ (১৪)
  • ১০৩ (৫১)
  • ৭৪* (৪১)
  • ৬৩ (৪১)*
B. Sai Sudharsan and Jos Buttler | IPL | Image: Getty Images
B. Sai Sudharsan and Jos Buttler | IPL | Image: Getty Images

২) আহমেদাবাদের মাঠ যেন রানের খনি হয়ে উঠেছে সাই সুদর্শনের জন্য। গুজরাত টাইটান্সের হোমগ্রাউন্ডে তিনি শেষ চার ইনিংসের প্রত্যেকটিতে অন্তত অর্ধশতকের মাইলস্টোন ছুঁয়েছেন। রয়েছে একটি শতরানও।

  • ৮৪* (৪৯)
  • ১০৩ (৫১)
  • ৭৪ (৪১)
  • ৫০ (৩৩)

৩) আজ হার্দিক পান্ডিয়ার বলে ফের একবার উইকেট খোয়ালেন শুভমান গিল। এই নিয়ে আইপিএলের আঙিনায় পাঁচ ইনিংসে চার বার শুভমানকে আউট করলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। দেখে নিন পরিসংখ্যান-

  • ইনিংস- ৫
  • রান সংখ্যা- ১১
  • বল- ১৮
  • আউট হয়েছেন- ৪ বার
  • গড়- ২.৭৫
  • স্ট্রাইক রেট- ৬১.১১
Hardik Pandya and Shubman Gill | Image: Getty Images
Hardik Pandya and Shubman Gill | Image: Getty Images

৪) আজ ২৭ বলে ৩৮ করেন শুভমান গিল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১০০০ রানের মাইলস্টোন পেরোলেন তিনি। এক ভেন্যুতে দ্রুততম ১০০০ রানের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। দেখে নিন সংক্ষিপ্ত পরিসংখ্যান-

  • ১৯ ইনিংস- ক্রিস গেইল, বেঙ্গালুরু
  • ২০ ইনিংস- শুভমান গিল, আহমেদাবাদ*
  • ২২ ইনিংস- ডেভিড ওয়ার্নার, হায়দ্রাবাদ
  • ২৬ ইনিংস- শন মার্শ, মোহালি

৫) আজ ইনিংসের শুরুতে দুটি চার মারেন রোহিত শর্মা। আইপিএলের আঙিনায় ৬০০টি বাউন্ডারি মারার নজির গড়লেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ চার-এর মালিক এখন হিটম্যান। দেখুন সংক্ষিপ্ত পরিসংখ্যান-

  • ৭৬৮টি চার- শিখর ধাওয়ান
  • ৭১১টি চার- বিরাট কোহলি
  • ৬৬৩টি চার-ডেভিড ওয়ার্নার
  • ৬০১টি চার- রোহিত শর্মা*

৬) প্রসিদ্ধ কৃষ্ণা’র বিরুদ্ধে তিলক বর্মা’কে ফের একবার নড়বড়ে দেখালো। সম্মুখসমরে এখনও এক রান’ও করতে পারেন নি হায়দ্রাবাদের তরুণ। দেখুন দ্বৈরথের পরিসংখ্যান-

  • ইনিংস- ০৩
  • রান সংখ্যা- ০০
  • বল- ০৭
  • আউট হয়েছেন- ২ বার
Shubman Gill and Rashid Khan | IPL | Image: Getty Images
Shubman Gill and Rashid Khan | IPL | Image: Getty Images

৭) আইপিএল (IPL) কেরিয়ারে ১২৩টি ম্যাচ খেলেছেন আফগান তারকা রশিদ খান। যেও কয়টি ম্যাচ সম্পূর্ণ ২০ ওভার খেলা হয়েছে তার মধ্যে এই প্রথমবার নিজের ৪ ওভারের বোলিং ‘কোটা’ শেষ করলেন না তিনি। আজ ২ ওভার হাত ঘুরিয়ে ১০ রান খরচ করেছেন রশিদ।

Also Read: IPL 2025 DC vs SRH: রাহুল ফিরতেই বাদ পড়ছেন এই দুর্দান্ত ‘ফিনিশার’, সানরাইজার্সের বিরুদ্ধে দিল্লীর একাদশ এলো প্রকাশ্যে !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *