ipl-2025-gt-vs-mi-match-report

IPL 2025: চেপকের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে আইপিএল (IPL) অভিযান শুরু করেছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও সাফল্যের মন্ত্র খুঁজে পেলো না তারা। গত ম্যাচে ছিলেন না অধিনায়ক হার্দিক পান্ডিয়া। স্লো ওভার-রেটের কারণে নির্বাসিত ছিলেন তিনি। আজ ফিরলেন একাদশে। কিন্তু জয় এনে দিতে পারলেন না দলকে। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো মুম্বই। সাই সুদর্শনের অর্ধশতক, শুভমান-বাটলারদের ইনিংসে ভর করে ২০০’র কাছাকাছি পৌঁছে যায় গুজরাত টাইটান্স (GT)। সেই রান তাড়া করতে নেমে বেশ দিশাহারা দেখালো মুম্বইকে। রোহিত শর্মা’র অফ ফর্ম চলছেই। সুবিধা করতে পারেন নি রিকলটন, হার্দিকরাও। সূর্যকুমার যাদব, তিলক বর্মারা চেষ্টা করেছিলেন, কিন্তু যথেষ্ট ছিলো না তা। ১৬০-এ থামতেই হয় মুম্বই ইন্ডিয়ান্সকে। হারতে হলো ৩৬ রানের ব্যবধানে।

Read More: IPL 2025: গনগনে মেজাজে হার্দিক পান্ডিয়া, মুম্বই অধিনায়ককে চোখ রাঙালেন সাই কিশোরও !!

অর্ধশতক সাইয়ের, সফল হার্দিক-

Sai Sudharsan and Jos Buttler | IPL |  Image: Getty Images
Sai Sudharsan and Jos Buttler | Image: Getty Images

ডান হাতি-বাম হাতি কম্বিনেশনের জন্যই জস বাটলার নয়, বরং সাই সুদর্শনকে ওপেনিং পার্টনার বেছে নিয়েছেন, টসের সময় জানিয়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। আজ আহমেদাবাদে সেই স্ট্র্যাটেজি সাফল্যই দিলো গুজরাত টাইটান্সকে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্রুত গতিতে ইনিংস শুরু করেছিলেন তাঁরা। চাপে পড়ে গিয়েছিলেন ট্রেন্ট বোল্ট, দীপক চাহাররা। শেষমেশ নবম ওভারে আসে সাফল্য। ব্যক্তিগত ৩৮ রানের মাথায় সাজঘরে ফেরেন শুভমান গিল। এই নিয়ে পাঁচ ইনিংসে চারবার হার্দিক পান্ডিয়ার শিকার হলেন তিনি। এরপর লড়াই চালিয়ে যান সাই সুদর্শন। টানা দ্বিতীয় অর্ধশতক করলেন তিনি। আজ ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৬৩ রান করেছেন তিনি। ৩৯ রানের কার্যকরী ইনিংস বাটলারের। একটা সময় মনে হয়েছিলো যে ২২০ অবধি পৌঁছতে পারে গুজরাত। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় থামতে হয় ১৯৬তে।

ধরাশায়ী রোহিত, বার্তা দিলেন সিরাজ-

Rohit Sharma | IPL | Image: Getty Images
Rohit Sharma | IPL | Image: Getty Images

‘ও কার্যকরী নয়,’ মাসখানেক আগে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) বাদ পড়ায় বলেছিলেন রোহিত শর্মা। আজ আহমেদাবাদের মাঠে যেন মন্তব্যের জবাব দিলেন হায়দ্রাবাদের পেসার। প্রথম ওভারের দ্বিতীয় ও তৃতীয় ডেলিভারিতে চমকপ্রদ দু’টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন হিটম্যান। অফস্টাম্পের ঠিক বাইরে পিচ করা চতুর্থ বল’টি অনেকখানিক ভিতরের দিকে স্কিড করে এসে ভেঙে দেয় মুম্বই ওপেনারের রক্ষণ। ব্যাটের নাগাল এড়িয়ে আছড়ে পড়ে অফস্টাম্পে। আট রান করেই সাজঘরে ফেরেন রোহিত (Rohit Sharma)। বেশীক্ষণ টেকেন নি মুম্বই ইন্ডিয়ান্সের আরেক ওপেনার রায়ান রিকলটন’ও। চলতি আইপিএলে টানা দ্বিতীয় ম্যাচে রানের মুখ দেখলেন না দক্ষণ আফ্রিকান তারকা। ৯ বলে আজ ৬ করেন তিনি। পাওয়ার-প্লে’তে পরপর দুটি উইকেট তুলে নিয়ে মুম্বইকে ব্যাকফুটে ঠেলে দেন সিরাজ’ই।

প্রসিদ্ধের স্পেলে হার মুম্বইয়ের-

Prasidh Krishna, Mohammed Siraj and Shubman Gill | IPL | Image: Getty Images
Prasidh Krishna, Mohammed Siraj and Shubman Gill | IPL | Image: Getty Images

পাওয়ার প্লে’র ব্যর্থতার পর মুম্বইয়ের হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিলক বর্মা ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। গুজরাতের যাবতীয় প্রতিরোধ রুখে স্কোরবোর্ডকে সচল রেখেছিলেন দু’জনে। কিন্তু দাঁড়িপাল্লায় ম্যাচ যখন আস্তে আস্তে হার্দিক বাহিনীর দিকে ঝুঁকছে, তখনই ছন্দপতন ঘটান প্রসিদ্ধ কৃষ্ণা। ফিরিয়ে দেন তিলক’কে। ৩৬ বলে ৩৯ করে আজ থামতে হলো হায়দ্রাবাদের তরুণকে। কিছুক্ষণ পর সূর্যকুমারের উইকেটও তুলে নেন প্রাক্তন কেকেআর পেসার। আজ অনবদ্য বোলিং করলেন তিনি। ১৮ রানের বিনিময়ে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। লোয়ার মিডল অর্ডারে রবিন মিঞ্জ, হার্দিক পান্ডিয়াদের আজ পাওয়া যায় নি কার্যকরী ভূমিকায়। যথাক্রমে ৩ ও ১১ রান করে আউট হন তাঁরা। শেষ দিকে ঝড় তোলার চেষ্টা চালিয়েছিলেন নমন ধীর ও মিচেল স্যান্টনার, কিন্তু ততক্ষণে দেরী হয়ে গিয়েছে অনেকে।

Also Read: IPL 2025 DC vs SRH: রাহুল ফিরতেই বাদ পড়ছেন এই দুর্দান্ত ‘ফিনিশার’, সানরাইজার্সের বিরুদ্ধে দিল্লীর একাদশ এলো প্রকাশ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *