IPL 2025: মরসুমের শুরুতে তারকাখচিত ব্যাটিং নিয়ে স্বপ্ন দেখছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড’রা ২০ ওভারে ৩০০ তুলতে পারেন, ভেবেছিলেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু আইপিএল (IPL) যত এগোচ্ছে, ততই ফুটে উঠছে সেই দাবীর অবাস্তবতা। ৩০০ নয়, আজ তার অর্ধেক অর্থাৎ ১৫০’ও তুলতে পারলো না ‘অরেঞ্জ আর্মি।’ টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স (MI) অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ট্রেন্ট বোল্ট, দীপক চাহারের ওপেনিং স্পেল’ই হায়দ্রাবাদকে পাঠিয়ে দিয়েছিলো ব্যাকফুটে। সাফ হয়ে গিয়েছিলো টপ-অর্ডার। এর পর প্রতিরোধের প্রয়াস জারি রাখেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। অর্ধশতক করেন প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটার। ৪৩ রানের কার্যকরী ইনিংস খেলেন অভিনব মনোহর’ও। তাঁদের দু’জনের প্রচেষ্টায় শেষমেশ হায়দ্রাবাদ থামে ১৪৩ রানে।
বাম হাতি পেসারের বিরুদ্ধে ফের ব্যর্থ ট্র্যাভিস হেড (Travis Head)। আজ দ্বিতীয় ওভারের শুরুতেই তাঁকে ফিরিয়ে দেন ট্রেন্ট বোল্ট। ‘জারিজুরি খতম,’ অজি তারকাকে কটাক্ষ করে ট্যুইট করেছেন একজন। এরপরেই আউট হন ঈশান কিষণ (Ishan Kishan)। পুরনো ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ওয়াংখেড়তে ব্যর্থ হয়েছিলেন তিনি। সফল হলেন না উপ্পলেও। ৪ বলে ১ করে দীপক চাহারের শিকার হন তিনি। যেভাবে আউট হলেন ঝাড়খণ্ডের তরুণ তা রীতিমত চমকে দিয়েছে নেটজনতাকে। চাহারের বল ছিলো লেগস্টাম্প লাইনেরও অনেকটা বাইরে। ফ্লিক করার চেষ্টা করেছিলেন ঈশান (Ishan Kishan)। সঠিক সংযোগ ঘটাতে পারেন নি। বল দস্তানাবন্দী করেন উইকেটরক্ষক রিকলটন। মুম্বইয়ের কেউ কোনো আপিল করেন নি। আম্পায়ার নিজে থেকেই খানিক ইতস্তত করার পর আঙুল তুলে দেন। ‘রিভিউ’ না নিয়ে হাঁটা লাগান ঈশান’ও।
Read More: বিসিসিআই বেকার টাকা নষ্ট করছে..”, মুম্বাইয়ের বিপক্ষে বিতর্কিত আউট হয়ে সমালোচনার মুখে ঈশান কিষাণ !!
বোল্ট’কে কুর্নিশ নেটদুনিয়ার-

ঈশানের আউটের ঘটনাকে কেন্দ্র করে ঘনিয়েছে প্রশ্নের মেঘ। ম্যাচ ফিক্সিং-এর ভূত দেখছেন নেটদুনিয়ার অনেকেই। ‘ঈশান জানত ওকে আউট হতে হবে। না হলে নিজে থেকে হাঁটা দিলো কেন?’ লিখেছেন একজন। ‘আম্পায়ারকে জেরা করা উচিৎ,’ লিখেছেন আরও একজন। রান পান নি অভিষেক শর্মা’ও। ৮ বলে ৮ করে বোল্টের দ্বিতীয় শিকার হন তিনি। ব্যর্থ নীতিশ রেড্ডি ও অনিকেত ভার্মা’ও। ৩৫ রানে ৫ উইকেট খুইয়ে বসেছিলো হায়দ্রাবাদ (SRH)। তাদের লড়াইতে ফেরান হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। একা কুম্ভ হয়ে লড়াই করে আজ ৭১ রান করেন তিনি। ‘ওকে দেখে মনে হচ্ছিলো যেন সম্পূর্ণ অন্য একটা পিচে ব্যাটিং করছে,’ লিখেছেন একজন। ’২৩ কোটি টাকা এমনি এমনি যে নিচ্ছে না তা বোঝালো,’ মন্তব্য অন্য এক ক্রিকেটপ্রেমীর। ‘কঠিন ম্যাচেও যেভাবে খেললো, তাতে জাত বুঝিয়ে দিলো,’ লিখেছেন এক অনুরাগী।
ক্লাসেনের সঙ্গী হিসেবে উইকেট আঁকড়ে রইলেন অভিনব মনোহর (Abhinav Manohar)। তাঁর ৩৭ বলে ৪৩ রানের ইনিংসকে ‘দরকারী’ আখ্যা দিয়েছে নেটজনতা। তবে স্ট্রাইক রেট আরও বেশী হতে পারত বলে মনে করছেন তাঁরা। আজ বল হাতে মুম্বইয়ের সুপারস্টার ট্রেন্ট বোল্ট (Trent Boult)। ২৬ রান খরচ করে ৪ উইকেট নেন তিনি। ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ঠিকই, কিন্তু ফুরিয়ে যান নি,’ কিউই তারকাকে নিয়ে উচ্ছ্বাস সমর্থকদের। ‘বাঁ হাতের জাদু এখনও একই রকম আছে,’ মন্তব্য আরেক জনের। ‘ক্রিকেট মাঠে ফুটবল খেলাতে একজনই পারেন, সেটা বোল্ট,’ লিখেছেন অন্য এক নেটিজেন। জোড়া সাফল্য দীপক চাহারের (Deepak Chahar)। একটি করে উইকেট পেয়েছেন বুমরাহ (Jasprit Bumrha) ও হার্দিক পান্ডিয়া। সাফল্যের জন্য শুভেচ্ছা কুড়িয়েছেন তাঁরাও।
দেখে নিন ট্যুইট চিত্র-
It’s not all franchises, but it’s always Mumbai who fix the matches. pic.twitter.com/mXM5oOsqmz
— Clutch GOD (@clutchgod018) April 23, 2025
It is better to be trophyless than winning 5-5 trophies through fixing. pic.twitter.com/mK2aQ6aJ0W
— Tarun🏏 (@Tarun113344) April 23, 2025
Clear fixing by ambani
Congratulations for 6th🏆, fixers @mipaltan
— SumitMSDian™ (@UMITGmer151174) April 23, 2025
ambani, fixing, umpire all jokes are back ,2013 – 2015 Days 🤤💉pic.twitter.com/h9tHjHYDm0
— ⩎៩ƬϦ♬ɉɨ 💙 (@NethajiNagu) April 23, 2025
If you still think IPL isn’t fixed for Mumbai/CSK you have serious mental issues lalit modi was so right!! pic.twitter.com/AnZ8NNrb8y
— Kevin (@imkevin149) April 23, 2025
A glimpse of match fixing!
#SRHvsMI #IPLT20 pic.twitter.com/YJvcuQGDnb— Vincenzo Cassano (@Vcassano11) April 23, 2025
Hasna bhi script me tha kya ishu🤣
Ishan Kishan still playing for Mumbai Indians#SRHvMI #SRHvsMI pic.twitter.com/eap3miWJvd
— Kᴀᴍʀᴀɴ (@lazy_boy_k) April 23, 2025
#SRHvsMI pic.twitter.com/zy7q8txcUO
— Vicky (@Ruthless_Cultt) April 23, 2025
That moment when only the Umpire and Ishan Kishan remembered the script but other Mumbai players forgot and didn’t appeal. Chaos 🤣🤣😭#SRHvsMI pic.twitter.com/CMwoh0e4r0
— RK || CSK 🦁 (@RKkundrra) April 23, 2025