ipl-2025-fans-on-srh-innings-vs-mi

IPL 2025: দিনকয়েক আগে উপ্পলের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৪৬ তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। ওয়াংখেড়ের ব্যাটিং বান্ধব বাইশ গজে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধেও ঝড় তুলবেন অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড’রা, আশাবাদী ছিলেন সমর্থকেরা। কিন্তু বাস্তবে দেখা গেলো উল্টো ছবিটাই। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো মুম্বই। সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না সানরাইজার্সের ব্যাটাররা। অভিষেক শর্মা (Abhishek Sharma) চেষ্টা করেছিলেন ইনিংসের শুরুতে। কিন্তু ২৮ বলে তিনি ৪০ করে আউট হতেই যেন গুটিয়ে গেলো হায়দ্রাবাদ (SRH)। হেড, ঈশান কিষণ’দের পাওয়া গেলো না চেনা ছন্দে। শেষের দিকে হেনরিখ ক্লাসেন ও অনিকেত ভার্মা’র মরিয়া প্রয়াস শেষমেশ নির্ধারিত ২০ ওভারে সানরাইজার্সকে (SRH) পৌঁছে দিলো ৫ উইকেটের বিনিময়ে ১৬২ রানে।

Read More: “পৃথ্বী শ’র দ্বিতীয় ভার্সন…” মুম্বইয়ের বিরুদ্ধে ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরলেন ঈশান কিষান, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

সানরাইজার্সকে প্রথম ধাক্কা দেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ফেরান অভিষেককে। গত ম্যাচে ধুন্ধুমার শতরান করেছিলেন তিনি। আজ ৪০-এ থামলেও তাঁর ব্যাটিং-এর মধ্যে ‘ইনটেন্ট’ দেখছেন নেটিজেনরা। তবে হতাশ করেছেন টপ-অর্ডারের বাকিরা। পুরনো ফ্র্যাঞ্চাইজিকে ‘জবাব’ দিতে ব্যর্থ ঈশান কিষণ। আউট হন মাত্র ২ রান করে। ‘মুম্বই ওকে বাতিল করে কোনো ভুল করে নি,’ লিখেছেন এক নেটনাগরিক। ‘একটা সেঞ্চুরি করেই ফর্মের বারোটা বেজে গেছে,’ ঈশানের (Ishan Kishan) ধারাবাহিক ব্যর্থতাকে কটাক্ষ করে লিখেছেন আরও একজন। হেডের ব্যাটিং-এ অবাক অনেকে। সাধারণত ১৫০-২০০ স্ট্রাইক রেটে খেলে থাকেন অজি বাম হাতি। কিন্তু আজ বেশ কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিলো তাঁকে। ২৯ বলে ২৮ রানের ইনিংসকে ‘স্বভাববিরুদ্ধ’ তকমা দিয়েছে সোশ্যাল মিডিয়া।

রানের গতি বাড়াতে ব্যর্থ নীতিশ কুমার রেড্ডি’ও। গোটা আইপিএল (IPL) জুড়েই ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন বিশাখাপত্তনমের অলরাউন্ডার। আজ ২১ বলে কোনোক্রমে ১৯ করেন তিনি। ‘চার নম্বরে নেমে টি-২০তে এমন ইনিংস খেলা অপরাধ,’ ক্ষোভ উগড়ে দিয়েছেন এক সমর্থক। কঠিন সময়ে ম্যাচের মোড় ঘোরানোর চেষ্টা চালান হেনরিখ ক্লাসেন। ২৮ বলে ৩৭ করেন তিনি। ক্লাসেনকে বোল্ড করেন বুমরাহ (Jasprit Bumrah)। আজ ৪ ওভারে ২১ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন তিনি। তারকা পেসার ফর্মে ফেরায় খুশির হাওয়া নেটদুনিয়ায়। শেষ ওভারে ঝড় তোলেন অনিকেত ভার্মা। অপরাজিত থাকেন ১৮* রান করে। ‘এই ছেলেটির সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে,’ অনিকেতকে নিয়ে লিখেছেন একজন। রায়ান রিকলটন, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা-মুম্বইয়ের ব্যাটিং শক্তির বিরুদ্ধে ১৬২ কি যথেষ্ট? ধন্দ কাটছে না নেটজগতের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: “হারাতেই মাঠে নামে এরা…” সুপার ওভারে দিল্লির কাছে পরাস্ত হলো রাজস্থান, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *