IPL 2025: আইপিএলের (IPL) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সামনে কার্যত দাঁড়াতেই পারলো না পাঞ্জাব কিংস (PBKS)। ঘরের মাঠ মুল্লানপুরে খেলার সুযোগ পেয়েছিলো প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। সেই ফায়দাও তুলতে পারলো না তারা। আজ টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পাটিদার। হ্যাজেলউড, সুয়শ শর্মাদের অনবদ্য স্পেলের সৌজন্যে মাত্র ১০১ রানে গুটিয়ে যায় পাঞ্জাব কিংস। প্রভসিমরণ সিং, মার্কাস স্টয়নিস আর আজমাতুল্লাহ ওমরজাই ছাড়া দুই অঙ্কের রানেই পৌঁছতে পারেন নি কেউ। ১০২ তাড়া করতে নেমে শুরুটা ধুন্ধুমার গতিতে করেছিলো বেঙ্গালুরু। বিরাট কোহলি ও মায়াঙ্ক আগরওয়াল সাজঘরে ফিরলেও ম্যাচ জেতানো অর্ধশতক করেন ফিল সল্ট। তাঁর দাপটে ৬০ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেললো রয়্যাল চ্যালেঞ্জার্স। সরাসরি পৌঁছে গেলো আইপিএলের (IPL) ফাইনালে।
Read More: “বড় ম্যাচে সেই ডুবিয়ে দিলো…” পাঞ্জাবের বিরুদ্ধে ১২ রানে আউট বিরাট কোহলি, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
আইপিএল (IPL) ছেড়ে জাতীয় দলের অনুশীলন শিবিরে যোগ দিতে পারতেন হ্যাজেলউড (Josh Hazlewood)। কিন্তু দায়বদ্ধতার খাতিরে চোট সারিয়ে ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে মাঠে ফিরেছেন তিনি। আজ পাঞ্জাবের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে নায়কের মর্যাদা পাচ্ছেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার। ‘পেশাদারিত্বের নতুন নজির গড়েছে ও। শুভেচ্ছা ওকে,’ লিখেছেন এক বেঙ্গালুরু ভক্ত। ‘এই মরসুমের সাফল্যের জন্য আমরা হ্যাজেলউডের কাছে ঋণী,’ লিখেছেন আরও একজন। আজ ৩ উইকেট গিয়েছে সুয়শ শর্মা’র ঝুলিতেও। তরুণ লেগস্পিনারকে কুর্নিশ জানিয়ে এক ক্রিকেট অনুরাগী লিখেছেন, ‘আজ সুয়শকে দেখা সাক্ষাৎ শেন ওয়ার্নের কথা মনে পড়ে গেলো।’ ব্যাটিং যে পাঞ্জাবকে (PBKS) ডুবিয়ে দিয়েছে আজ তাও ট্যুইটারের দেওয়ালে লিখেছেন অনেকে। ‘এই পারফর্ম্যান্স করে ফাইনালে যাওয়া যায় না,’ স্পষ্ট মত তাঁদের।
এই মুল্লানপুরের মাঠে ১১২ তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়েছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। গত বারের চ্যাম্পিয়নরা পাঞ্জাবের ফাঁদে পড়লেও আজ বেঙ্গালুরু (RCB) কিন্তু কোনো সুযোগই দিলো না শ্রেয়স আইয়ারদের (Shreyas Iyer)। কাইল জেমিসনের বলে ১২ করে কোহলি (Virat Kohli) ফেরেন। আগরওয়ালের ঝুলিতে ১৯ রান। কিন্তু ১০১ রানের পুঁজি নিয়ে বেশীদূর লড়াই করতে পারেন নি আর্শদীপ, আজমাতুল্লাহ ওমরজাই’রা। রীতিমত তাণ্ডব চালাতে দেখা গেলো ফিল সল্টকে। ইংল্যান্ড তারকা ২৭ বলে অপরাজিত রইলেন ৫৬ করে। ‘পিচে যে কোনো জুজু ছিলো না তা সল্টের ইনিংস থেকেই পরিষ্কার,’ লিখেছেন এক নেটনাগরিক। ‘যেভাবে আক্রমণের পথে হাঁটলো সল্ট, সেটাই তফাৎ গড়ে দিলো,’ মন্তব্য আরেকজনের। আর এক ধাপ এগোতে পারলেই আসবে প্রথম ট্রফি। খেতাব স্বপ্নে বিভোর বেঙ্গালুরু সমর্থকদের মন্ত্র এখন-‘ই সালা কাপ নামদে।’
দেখুন ট্যুইট চিত্র-
PHIL SALT 🔥🔥
Congratulations RCB 🎉 #RCBvsPBKS | #Qualifier1 pic.twitter.com/VwFwwrJbGs
— Shruti Pandey 🚩 (@Pandeyshruti252) May 29, 2025
Punjab walo ye kya ho gaya??😭😭😭
Congratulations RCB#RCBvsPBKS #Qualifier1
RCB RCB pic.twitter.com/QCzKyfT0TA— XYZ (@urs_099) May 29, 2025
E sala cup naam de : RCB RCB 👍
Congratulations RCB 😎#RoyalChallengersBengaluru #RCBvsPBKS pic.twitter.com/Ez2FQAymYC
— Sourabh (@vellasrv) May 29, 2025
RCB into the finals #RCBvsPBKS 🔥😎
Congratulations RCB #RCBvsPBKS #Qualifier1 RCB RCB pic.twitter.com/DyuoJfveXs
— Adi Narayana (@50Aadhi) May 29, 2025
🏆 bass ek kadam door
( Into the finals, Congratulations RCB, #RCBvsPBKS ) pic.twitter.com/7yjwgYWuLm
— Comedyculture.in (@ComedycultureIn) May 29, 2025
The Goat witnessing his team into the FINALS 🥺#RCBvsPBKS pic.twitter.com/Q4ECyN8wVR
— Spontaneous (@AjazHameed6) May 29, 2025
RCB into the FINALS @RCBTweets 🤩💥#RCBvsPBKS pic.twitter.com/pUkzanyUpn
— NTR EDITS (ĐʀᴀɢᴏƝ) (@Movies_NTR) May 29, 2025
Finally after long wait Rcb into the finals 🥹❤️🥳.
One step away from 🏆#RCBvsPBKS pic.twitter.com/jzfaufqV9e— S. (@vkf_133) May 29, 2025
🔥🔥MOST AWAITED DAY🔥🔥
VERY CONGRATULATIONS RCB FROM BOTTOM OF MY HEART ❤️ ❤️
RCB QUALIFIED INTO THE FINAL OF IPL AFTER 9 YEARS 🎉🎉🎉#RCBvsPBKS pic.twitter.com/2xJpCmANk6
— Shruti Pandey 🚩 (@Pandeyshruti252) May 29, 2025
People who were supporting PBKS today because of RCB 😭🤣 #RCBvsPBKS pic.twitter.com/8vAX4gc1AE
— XYZ (@urs_099) May 29, 2025
Dream alive. 💫
We are in finals!#ನಮ್ಮRCB #RCBvsPBKS #playbold pic.twitter.com/8mihYadFir— Rajat Patidar (@rjjtt_01) May 29, 2025