ipl-2025-fans-on-pbks-innings-vs-rcb

IPL 2025: দিনদুয়েক আগে বেঙ্গালুরুর ঘরের মাঠে তাদের গুঁড়িয়ে দিয়েছিলো পাঞ্জাব কিংস (RCB vs PBKS)। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র ৯৫ রানেই থেমেছিলো কোহলি-সল্ট-পাটিদারদের ইনিংস। সেই ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স। টস ভাগ্য সুপ্রসন্ন হয়েছে তাদের। দুপুরের ম্যাচ হলেও প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রভসিমরণ সিং ও প্রিয়াংশ আর্য যেভাবে শুরুটা করেছিলেন ইনিংসের তাতে একটা সময় মনে হয়েছিলো হাসতে হাসতে ২০০ পেরিয়ে যাবে পাঞ্জাব কিংস (PBKS)। কিন্তু স্পিনাররা আক্রমণে আসতেই ঘুরে যায় ম্যাচের মোড়। অনবদ্য বোলিং করলেন ক্রুণাল পাণ্ডিয়া, সুয়শ শর্মা’রা। তাঁদের নিয়ন্ত্রিত স্পেলই শেষমেশ ‘কিংস’দের রুখে দিলো ১৫৭ রানে। অযথা তাড়াহুড়ো না করে, পরিস্থিতি অনুযায়ী খেললে ‘বদল’ নেওয়া সম্ভব, মনে করছেন বেঙ্গালুরু ভক্তেরা।

Read More: IPL 2025: ধোনি’র হাতে নেতৃত্ব সঁপে ভুল করেছে চেন্নাই, ঋতুরাজের বিকল্প হতে পারতেন এই তারকা ক্রিকেটার !!  

লক্ষ্ণৌতে যখন ছিলেন তখন পাদপ্রদীপের আলো থেকে বেশ দূরেই সরে গিয়েছিলেন ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya)। বেঙ্গালুরুতে নতুন করে জাত চেনাচ্ছেন তিনি। ব্যাট হাতে এখনও বিশেষ সুবিধা করে উঠতে পারেন নি। কিন্তু বল হাতে প্রায়শই নিচ্ছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আজও ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করে ২ উইকেট তুলে নিলেন তিনি। দুই ওপেনারকে সাজঘরে ফিরিয়ে পাঞ্জাবের রানের স্রোতে বাঁধ লাগান তিনিই। ‘অসামান্য পারফর্ম করছে ক্রুণাল,’ লিখেছেন একজন নেটনাগরিক। ‘আইপিএল মিটলেই ফের ভারতীয় টি-২০ দলে সুযোগ দেওয়া উচিৎ,’ মন্তব্য অন্য একজনের। বাম হাতি অর্থোডক্স স্পিনারের পাশাপাশি চর্চায় সুয়শ শর্মা’ও। নাইট রাইডার্স প্রাক্তনীও আজ ২৬ রান খরচ করে তুলে নেন ২ উইকেট। ‘যত দিন যাচ্ছে ততই পরিণত হয়ে উঠছে ও। ভারতীয় ক্রিকেটের আগামী দিনের তারকা হয়ে উঠতে পারে,’ প্রশংসা এক নেটিজেনের।

আজ অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাটে রান চেয়েছিলেন পাঞ্জাব সমর্থকেরা। কিন্তু পূরণ হলো না সেই আশা। ১০ বল খেলে ৬ রান করে ফেরেন সাজঘরে। ‘হঠাৎ ওর হলো টা কি?,’ আইপিএলের (IPL) শুরুটা দারুণ করেও কেন রান খরার শিকার শ্রেয়স? উত্তর খুঁজেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ‘ফিনিশার’ শশাঙ্ক সিং আজ ৩১ রান করলেও খরচ করেছেন ৩৩ বল। তাঁর ইনিংস নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটজনতা। কেউ কেউ শশাঙ্ককে (Shashank Singh) সময়োপযোগী ইনিংস খেলার জন্য সাধুবাদ দিয়েছেন। আবার অনেকেই মন্থর ক্রিকেটকে রীতিমত তুলোধোনা করেছেন ট্যুইটারের দেওয়ালে। ‘টি-২০ খেলছ, টেস্ট বা একদিনের ম্যাচ নয়,’ লিখেছেন একজন। নেহাল ওয়াধেরা, মার্কাস স্টয়নিসরা ব্যাট হাতে ব্যর্থ হলেও ২৫* করেছেন ইয়ানসেন। ‘মরসুমের অন্যতম সেরা বিনিয়োগ,’ দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার সম্পর্কে জানিয়েছেন এক অনুরাগী।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025 MI vs CSK Match Preview: ওয়াংখেড়েতে বদলা নেওয়ার ম্যাচে প্রস্তুত মুম্বাই, পরিসংখ্যানে এগিয়ে এই দল মারবে বাজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *