IPL 2025: ২০০৮ সালে আইপিএলের (IPL) উদ্বোধনী মরসুমে চেন্নাই সুপার কিংস-কে ফাইনালে হারিয়ে ট্রফি জিতেছিলো রাজস্থান রয়্যালস (RR)। তখন অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। এরপর কেটে গিয়েছে অনেকগুলো বছর। দ্বিতীয় বার আর ট্রফি জেতা হয় নি তাদের। মালিকানা বদল হয়েছে, বদল এসেছে দলের জার্সির রঙে, কিন্তু ধরা দেয় নি সাফল্য। ২০২২ সালে ট্রফির খুব কাছাকাছি এসেছিলো ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ফাইনালে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হার ভেঙে দেয় সেই স্বপ্নের মিনার। গত দুই বছরে পারফর্ম্যান্স বেশ ভালো তাদের। কিন্তু খেতাব জয়ের আশেপাশে পৌঁছতে পারেন নি সঞ্জু স্যামসনরা। ২০২৩-এ শেষ মুহূর্তে ছিটকে যান প্লে-অফের দৌড় থেকে, আর ২০২৪-এ শেষ চারের ছাড়পত্র আদায় করলেও হারতে হয় দ্বিতীয় কোয়ালিফায়ারে। অন্তিম বাধাটুকু ২০২৫-এ পেরোতে মরিয়া রাজস্থান (RR)। সাফল্যের ভগীরথ হওয়ার দায়িত্ব তারা দিলো রাহুল দ্রাবিড়’কে (Rahul Dravid)।
Read More: বাংলাদেশ সিরিজের আগে বদলে গেল নির্বাচন কমিটি, এই কিংবদন্তির হাতে তুলে দেওয়া হলো দায়িত্ব !!
টিম ইন্ডিয়াকে বিদায় জানিয়েছেন দ্রাবিড়-
গত ২৯ জুন ভারত টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতার পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন রাহুল দ্রাবিড়। ২০২১ সালের নভেম্বরে টিম ইন্ডিয়ার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, প্রায় আড়াই বছর পদে থাকাকালীন সাফল্য-ব্যর্থতা দুই’ই সামনে থেকে দেখেছেন তিনি। এশিয়া কাপ জিতেছেন যেমন, তেমন ওডিআই বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মত টুর্নামেন্টের ফাইনালে হারের সাক্ষীও থেকেছেন তিনি। শেষটা যদিও করেছেন সাফল্যের শিখর স্পর্শ করেই। সাধারণত আবেগতাড়িত হন না তিনি। তাও বিদায়বেলায় আবেগ বাসা বেঁধেছিলো তাঁর গলায়। জীবনের এই অধ্যায়টুকু যে তাঁর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে তা জানান ক্রিকেট তারকাদের। ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিততে পারেন নি। জিতলেন কোচ হিসেবে। ট্রফি হাতে নেওয়ার পরেও খানিক স্বভাববিরুদ্ধ ভাবেই উচ্ছ্বাসে মাততে দেখা গিয়েছিলো তাঁকে।
রাজস্থানের কোচিং-এ ফিরলেন রাহুল দ্রাবিড়-
বার্বাডোজের কেনসিংটন ওভালে দাঁড়িয়ে যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন সাংবাদিকদের, তখন মজা করে দ্রাবিড়
(Rahul Dravid) বলেছিলেন, “আগামী সপ্তাহ থেকে তো বেকার হয়ে পড়বো। কারও হাতে কোনো চাকরি আছে?” কিংবদন্তির রসিকতায় তখন হেসে ফেলেছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। টিম ইন্ডিয়াকে (Team India) বিদায় জানালেও বেশীদিন ‘বেকার’ যে তিনি থাকবেন না, সে ব্যপারে নিশ্চিত ছিলেন সকলেই। বাস্তবেও ঘটলো তেমনটাই। সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোতে প্রকাশিত রিপোর্টে দাবী করা হয়েছে যে রাজস্থান রয়্যালসের (RR) কোচ হিসেবে আসন্ন আইপিএলে দেখা যাবে রাহুল দ্রাবিড়’কে। রাজস্থান রয়্যালসের মেন্টর হিসেবেই প্রশিক্ষক জীবনে হাতেখড়ি হয়েছিলো তাঁর। পরে যোগ দিয়েছিলেন দিল্লী ডেয়ারডেভিলস (ক্যাপিটালস)-এ। সেই রাজস্থানের হয়েই আইপিএলে (IPL) প্রত্যাবর্তন ঘটালেন তিনি।
এখনও সরকারী ভাবে তাঁর যোগদানের খবর ঘোষণা করে নি রাজস্থান রয়্যালস (RR) ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে। আগামী মরসুমের রিটেনশন ও রিলিজ সংক্রান্ত নানা বিষয় নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সাথে আলাদা করে আলোচনাও করেছেন দ্রাবিড়। তিনি মেন্টর থাকাকালীনই অনুর্দ্ধ-১৯ তারকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। আজ রাজস্থান রয়্যালসের অধিনায়ক তিনি। গুরু-শিষ্যের রসায়ন এখন থেকেই স্বপ্ন দেখাতে শুরু করেছে সমর্থকদের। দ্রাবিড় কোচথাকাকালীন টিম ইন্ডিয়ার ব্যাটিং পরামর্শদাতা ছিলেন বিক্রম রাঠৌর (Vikram Rathour)। রাজস্থানেও তাঁর কোচিং স্টাফের অংশ হতে চলেছেন তিনি। টি-২০ বিশ্বকাপজয়ী কোচের আগমনে প্রাক্তন প্রশিক্ষক কুমার সাঙ্গাকারার (Kumar Sangakkara) সাথে সম্পর্ক অবশ্য ছিন্ন করছে না রয়্যালস শিবির। তাদের মালিকানাধীন পার্ল রয়্যালস ও বার্বাডোজ রয়্যালস দল দু’টির দায়িত্ব সামলাবে শ্রীলঙ্কান প্রাক্তনী।
Also Read: IPL 2025: শ্রেয়সে সায় নেই, বরং পছন্দের পাত্রের হাতে অধিনায়কত্ব তুলে দিচ্ছেন KKR কোচ চন্দ্রকান্ত পণ্ডিত !!