আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত এবং বাংলাদেশের (IND vs BAN) মধ্যে টেস্ট সিরিজ দুই দলের মধ্যে দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ লক্ষ্য করা যাবে। এই সিরিজের আগেই ভারতীয় নির্বাচন কমিটিতে দেখা গেল মস্ত বড় পরিবর্তন। ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটারকে নতুন ভূমিকায় দেখতে পাওয়া যাবে এবার। অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিতে যোগ দিলেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক ও কোচ অজয় রাত্রা (Ajay Ratra)। বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) আসন্ন টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের আগেই দল নির্বাচনে অজিতকে সাহায্য করবেন তিনি।
অজয় রাত্ৰা পেলেন গুরুদায়িত্ব
২০০০ সালে মোহাম্মদ কাইফের (Mohammed Kaif) নেতৃত্বাধীন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন অজয়। ভারতের জার্সিতে মোট ছ’টি টেস্ট এবং ১২টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে রাতরার। তিনি ২০০২-০৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছিলেন। টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ উইকেটরক্ষক ব্যাটসম্যান হয়ে ওঠেন তিনি, তাছাড়া বিদেশের মাটিতে সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় উইকেটরক্ষকও ছিলেন তিনি।
Read More: IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের দল ঘোষণা করলো ভারত, রোহিতকে সরিয়ে বুমরাহকে দেওয়া হলো দায়িত্ব !!
আন্তর্জাতিক ক্রিকেটে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও তিনি ঘরোয়া ক্রিকেটে ৯৯ টি ম্যাচ খেলেছেন তিনি ৩০.৩ গড়ে ৪০২৯ রান বানিয়েছেন তিনি পাশাপাশি ৮৯ টি লিস্ট এ ম্যাচে ২২.৬ গড়ে ১৩৮১ রান রয়েছে তার নামে। অজয় রাত্রা এর আগে অসম, পাঞ্জাব, উত্তর প্রদেশের প্রধান কোচের ভূমিকাও পালন করেছিলেন। এমনকি, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে তাকে ভারতীয় দলের কোচ হিসাবেও দেখা গিয়েছে। সলিল আঙ্কোলার পরিবর্তে অজয় রাত্রাকে ভারতের নির্বাচক কমিটির সদস্য হিসেবে বেছে নিলেন উপদেষ্টা কমিটির তিন সদস্য সুলক্ষণা নায়েক, যতীন পরাঞ্জপে এবং অশোক মালহোত্রা।
আঙ্কোলার বদলে নেবেন এন্ট্রি
ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, ভিন্ন অঞ্চল থেকেই নির্বাচন কমিটিতে প্রতিনিধি থাকবেন। নর্থ জোনের প্রতিনিধি হিসেবেই নির্বাচন কমিটিতে যোগ দিলেন অজয় রাত্রা। গতকাল বিসিসিআই সমাজমাধ্যমে একটি বিবৃতিতে জানিয়েছে, ‘‘জাতীয় নির্বাচক কমিটির অন্য সদস্যদের সঙ্গে এখন থেকে অজয় রাতরাও দল নির্বাচনের দায়িত্ব সামলাবেন। আগামী দিনে ভারতীয় ক্রিকেটকে উন্নতিতে তিনি বড় অবদান রাখবেন এবং তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন।”