ipl-2025-dhoni-stumps-surya-at-chepauk
CSK vs MI | Image: Getty Images

IPL 2025: আইপিএলের (IPL) আসরে আজ এল-ক্লাসিকো। মুখোমুখি টুর্নামেন্টের দুই সফলতম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। ‘বেস্ট বনাম বেস্ট’-এর যুদ্ধ নিয়ে তুঙ্গে উত্তেজনা। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নেন ঋতুরাজ গায়কোয়াড়। কঠিন পিচে চেন্নাই সুপার কিংসের (CSK) স্পিন আক্রমণ সামলাতে গিয়ে নাজেহাল হতে হলো মুম্বই ব্যাটারদের। ক্রিকেটজনতার নজর ছিলো মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দিকে। তাঁর বয়স ইতিমধ্যে পেরিয়েছে ৪৩। আগামী জুলাইতে ৪৪ সম্পূর্ণ করবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি সরে দাঁড়িয়েছিলেন ২০১৯-এর ওয়ান ডে বিশ্বকাপের পর।  জোর গুঞ্জন যে এবারের টুর্নামেন্ট শেষেই আইপিএলকেও (IPL) চিরবিদায় জানাবেন কিংবদন্তি তারকা। অন্তিম মরসুমেও নিজের দক্ষতার স্বাক্ষর মাঠে রেখে গেলেন তিনি।

Read More: IPL 2025 DC vs LSG Match Preview: ভিন্ন দলের জার্সিতে মুখোমুখি পান্থ এবং রাহুল, হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টির সতর্কতা !!

একাদশতম ওভারে বোলিং করছিলেন নূর আহমেদ (Noor Ahmed)। শরীর সামনের দিকে ঝুঁকিয়ে তৃতীয় ডেলিভারিটিকে রুখে দিতে চেয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) কার্যনির্বাহী অধিনায়ক। পা দিয়ে বসেন আফগান স্পিনারের ফাঁদে। সূর্যকুমারের বাড়িয়ে দেওয়া ব্যাট এড়িয়ে বল জমা পড়ে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নির্ভরযোগ্য দস্তানায়। মুহূর্তের মধ্যে স্টাম্প ভেঙে দেন তিনি। এলইডি সমৃদ্ধ জিং বেলের আলো যখন জ্বলে উঠেছে ততক্ষণে নিজের ব্যাট স্যুইংটুকু সম্পূর্ণ করতে পারেন নি সূর্যকুমার। আইপিএলের (IPL) দুই মাস ছাড়া ক্রিকেট মাঠে দেখাই যায় না তাঁকে। তা সত্ত্বেও তাঁর ফিটনেস, ক্ষিপ্রতায় যে বিন্দুমাত্র মরচে ধরে নি তা স্পষ্ট হয়ে গেলো আজকের স্টাম্পিং থেকে। কেরিয়ারের সায়াহ্নে পৌঁছেও যে স্টাম্পের পিছন থেকে ম্যাচের মোড় ঘোরাতে পারেন তিনি, বুঝিয়ে দিলেন তা।

আজ বল হাতে নজর কাড়ন নূর আহমেদ (Noor Ahmed)। আফগানিস্তানের চায়নাম্যান স্পিনারের বিপক্ষে কোনো রকম প্রতিরোধই গড়ে তুলতে পারেন নি মুম্বইয়ের ব্যাটাররা। সূর্যকুমারকে সাজঘরে ফেরানোর পর রবিন মিঞ্জ ও তিলক বর্মাকে (Tilak Varma) একই ওভারে আউট করেন তিনি। লোয়ার অর্ডারে প্রত্যাঘাতের চেষ্টা করেছিলেন নমন ধীর। তাঁকেও বেশীদুর এগোতে দেন নি নূর। ৪ ওভার হাত ঘুরিয়ে আজ ১৮ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। বাম হাতি পেসার খলিল আহমেদও সাফল্য পেয়েছেন চেপকের মন্থর উইকেটে। রোহিত শর্মা’কে প্রথম ওভারে আউট করেছিলেন তিনি। তৃতীয় ওভারে আউট করেন আরেক ওপেনার রায়ান রিকলটনকে। ডেথ ওভারে খলিলের শিকার হন ট্রেন্ট বোল্ট। একটি করে উইকেট পেয়েছেন নাথান এলিস ও রবিচন্দ্রণ অশ্বিন।

দেখে নিন ধোনির স্টাম্পিং-

Also Read: IPL 2025 CSK vs MI: স্পিন স্বর্গে নাজেহাল দশা মুম্বইয়ের, ১৫৫ রানেই থামতে হলো চেন্নাইয়ের বিরুদ্ধে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *