ipl-2025-chatgpt-selects-best-mi-xi

IPL 2025: পাঁচ বারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) জন্য গত কয়েকটি মরসুম বয়ে আনে নি কোনো সুখস্মৃতি। ২০২০ সালে শেষবার ট্রফি জিতেছে তারা। এরপর ক্রমাগত জুটেছে ব্যর্থতা। শেষ তিন বছরের মধ্যে দুই বার লীগ তালিকায় শেষতম স্থানেও থেকেছে মুকেশ আম্বানির দল। অন্ধকার এই অধ্যায়কে পিছনে ফেলে আপাতত সামনে তাকাতে চায় মুম্বই। তারা রিটেন করেছে পাঁচ জন’কে। আসন্ন মেগা নিলামে তাদের হাতে রয়েছে ৪৫ কোটি টাকা। এই পরিমাণ টাকা দিয়েই ২৪ ও ২৫ তারিখ সম্পূর্ণ স্কোয়াড গড়তে হবে তাদের। যেহেতু একাদশের ‘কোর গ্রুপ’টি অটুট রাখতে সক্ষম হয়েছে মুম্বই (MI), সেহেতু এক বা দুই জন তারকাকে দলে সামিল করতে পারলেই শক্তিশালী স্কোয়াড নির্মাণ সম্ভব তাদের পক্ষে, মত বিশেষজ্ঞদের।

Read More: IND vs AUS 1st Test Preview: ধুন্ধুমার টেস্টের জন্য প্রস্তুত পারথ্‌, ‘ফেভারিট’ অজিদের বিপক্ষে মরণপণ লড়তে মুখিয়ে টিম ইন্ডিয়া !!

অধিনায়ক রোহিত, নজর বাটলারে-

Hardik Pandya and Rohit Sharma | IPL | Image: Getty Images
Hardik Pandya and Rohit Sharma | Image: Getty Images

আধুনিক দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। জনপ্রিয় AI চ্যাটজিপিটি’র কাছে মুম্বই ইন্ডিয়ান্সের (MI)  আদর্শ একাদশ জানতে চেয়েছিলেন একদল ক্রিকেটপ্রেমী। নিজের পছন্দ জানিয়েছে সে। সেই স্কোয়াডের দিকে তাকিয়ে কাজ কিছুটা সহজ হলেও হতে পারে মুকেশ আম্বানি, নীতা আম্বানিদের পক্ষে। এআই মুম্বই ইন্ডিয়ান্স (MI) দলের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া নয়, বরং তাদের পাঁচ বার আইপিএল (IPL) জেতানোর অন্যতম কারিগর রোহিত শর্মাকেই (Rohit Sharma) চাইছে। ১৪ কোটি টাকায় রিটেন হয়েছেন হিটম্যান। ফলে নিলামে তাঁর জন্য বাড়তি কোনো অর্থ খরচ করতে হচ্ছে না। রোহিতের ওপেনিং পার্টনার হিসেবে দুই ইংল্যান্ড তারকা জস বাটলার (Jos Buttler) ও ফিল সল্টের (Phil Salt) মধ্যে একজনের জন্য ঝাঁপানো উচিৎ ফ্র্যাঞ্চাইজি’র, বলছে এআই। বাটলারের জন্য ১২-১৩ কোটি খরচ হতে পারে, সল্টকে ৭-৮ কোটিতেই পাওয়া যেতে পারে।

ব্যাটিং অর্ডারে এর পরের তিনটি স্লট তিলক বর্মা (Tilak Varma), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দেওয়া উচিৎ বলে জানিয়েছে চ্যাটজিপিটি। তিনজনকেই রিটেন করেছে মুম্বই (MI)। সুতরাং হাত পড়ছে না অকশন পার্সে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া শতরান করেছেন তিলক। টি-২০ বিশ্বর‍্যাঙ্কিং-এ অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন হার্দিক‘ও। তাঁদের আগুনে ফর্ম আশার আলো জাগাতে পারে মুম্বই শিবিরে। তবে ছন্দ হারানো সূর্যকুমার চিন্তার কারণ হতে পারেন। আইপিএলের (IPL) আগে চেনা অবতারেই দেখা যাবে তাঁকে, আশা ছাড়ছেন না সমর্থকেরা। মিডল অর্ডারে অভিজ্ঞতা যোগানোর জন্য ডেভিড মিলারকে (David Miller) নিশানা করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। বলছে চ্যাটজিপিটি। প্রাক্তন পাঞ্জাব, গুজরাত তারকার জন্য ২ থেকে ৪ কোটি খরচ হতে পারে।

বোলিং আক্রমণের মুখ বুমরাহ’ই-

Rohit Sharma and Jasprit Bumrah | IPL | Image: Getty Images
Rohit Sharma and Jasprit Bumrah | Image: Getty Images

গত বছর বিপুল অর্থের বিনিময়ে দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড ক্যুৎসিয়েকে (Gerald Coetzee) স্কোয়াডে সামিল করেছিলো মুম্বই ইন্ডিয়ান্স। এবার রিলিজ করে দেওয়া হয়েছে তাঁকে। সম্ভব হলে ফেরানো হোক তাঁকে, চাইছে চ্যাটজিপিটি। তবে তরুণ তারকার প্রাইস ট্যাগ অগ্নিমূল্য হওয়ার সম্ভাবনা যে রয়েছে তা অনুধাবন করতে পারছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সেই কারণেই বিকল্প হিসেবে ওয়ানিন্দু হাসারাঙ্গার (Wanindu Hasaranga) নাম প্রস্তাব করেছে সে। গত মরসুমে সানরাইজার্স হায়দ্রাবাদে ছিলেন তিনি। লঙ্কান অলরাউন্ডারকে ২-৩ কোটিতে পাওয়া যেতে পারে। দ্বিতীয় স্পিনার হিসেবে প্রস্তাব করা হয়েছে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) নাম। মুম্বইয়ের হয়েই আইপিএল (IPL) যাত্রা শুরু করেছিলেন হরিয়ানার লেগস্পিনার। এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। তাঁকে পেতে হলেও অন্তত ৮-১০ কোটি খরচ করতে হবে।

পেস আক্রমণে অবশ্যই থাকছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ডান হাতি ফাস্ট বোলারকে সর্বোচ্চ ১৮ কোটি টাকা মূল্যে রিটেন করেছে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। এক দশকেরও বেশী সময় ধরে নীল-সোনালী জার্সি গায়ে চাপাচ্ছেন তিনি। গত মরসুমে অবিশ্বাস্য ৬.৪৮ ইকোনমি রেটে ২০ উইকেট পেয়েছিলেন তিনি। দল ভালো না করলেও নজর কেড়েছিলেন বুমরাহ (Jasprit Bumrah)। এবারও তাঁর উপর থাকবে গুরুদায়িত্ব। নতুন বল হাতে বুমরাহ’র সঙ্গী হিসেবে চ্যাটজিপিটি চাইছে আর্শদীপ সিং-কে (Arshdeep Singh)। বাম হাতি পেসার চলতি বছরে দুর্ধর্ষ ফর্মে আছে। টি-২০ বিশ্বকাপে ১৭ উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক টি-২০তে ১০০ উইকেটের মাইলস্টোনের দোরগোড়ায় তিনি। অকশনের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় তিনি। ২ কোটির বেস প্রাইস ছাড়িয়ে ১২-১৫ কোটি পেরোতে পারে তাঁর মূল্য। ফলে চ্যাটজিপিটি চাইলেও আদৌ মুম্বই তাঁকে নিতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ।

এক নজরে মুম্বইয়ের DREAM 11-

রোহিত শর্মা (অধিনায়ক), জস বাটলার/ফিল সল্ট (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, ওয়ানিন্দু হাসারাঙ্গা/জেরাল্ড ক্যুৎসিয়ে, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং।

Also Read: IPL 2025: “দাম পাবে না শামি…” বেফাঁস মন্তব্য মঞ্জরেকরের, ইন্সটাগ্রামে একহাত নিলেন তারকা পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *