IPL 2025: গত বছরটা দুর্দান্ত কেটেছিলো জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah)। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নজর কেড়েছিলেন। আইপিএলেও দুর্ধর্ষ পারফর্ম করেন পেস তারকা। এরপর টি-২০ বিশ্বকাপে জেতেন সেরা ক্রিকেটারের পুরষ্কার। ঝড় তুলেছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফিতেও। কিন্তু ২০২৫-এর শুরুতেই সিডনিতে ব্যাগি গ্রিনদের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট চলাকালীন পিঠের পেশীতে চোট পান বুমরাহ। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলেছে ভারত। ফেব্রুয়ারির গোড়ায় খেলেছে ওয়ান ডে সিরিজ। কিন্তু বোলিং রান-আপে দেখা যায় নি জসপ্রীত বুমরাহ’কে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিলো তাঁকে।, কিন্তু শেষ মুহূর্তে ছিটকে গিয়েছেন সেখান থেকেও। প্রত্যাবর্তনের প্রতীক্ষা সম্ভবত দীর্ঘায়িত হচ্ছে তাঁর, আইপিএলেও (IPL) অনিশ্চিত হয়ে পড়েছেন তারকা পেসার।
Read More: WPL 2025: মাঠেই মেজাজ হারালেন হরমনপ্রীত কৌর, ধুন্ধুমার কাণ্ড মুম্বই-ইউ পি ম্যাচে !!
আইপিএলেও অনিশ্চিত বুমরাহ-

অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর থেকেই বিশ্রামে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। বেঙ্গালুরুর এনসিএ-তে চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে রিহ্যাব। আগের থেকে উন্নতি হয়েছে তাঁর। কিন্তু ম্যাচফিট হতে এখনও সময় লাগবে বলেই খবর সংবাদমাধ্যম সূত্রে। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL)। মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৩ তারিখ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সেখানে বুমরাহ’কে পাওয়া যাবে না, এক প্রকার ধরেই নিয়েছে টিম ম্যানেজমেন্ট। টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত রিপোর্টে দাবী করা হয়েছে যে টুর্নামেন্টের প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হবে তারকা পেসারকে। এই প্রথম নয়, এর আগেও বুমরাহ’র চোট-আঘাত ভুগিয়েছে মুম্বইকে। ২০২৩ সালে পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে গোটা আইপিএল (IPL) মরসুম’ই মাঠের বাইরে ছিলেন তিনি। বিকল্প হিসেবে সন্দীপ ওয়ারিয়ারকে বেছে নিয়েছিলো পাঁচ বারের চ্যাম্পিয়নরা।
ভঙ্গুর পেস আক্রমণ মুম্বইয়ের-

জসপ্রীত বুমরাহ’র পাশাপাশি দীপক চাহার (Deepak Chahar), রিস টপলি, ট্রেন্ট বোল্টের মত টি-২০ দুনিয়ার বেশ কয়েকজন তারকা ফাস্ট বোলার স্কোয়াডে সমর্থকদের থাকলেও চিন্তার ভাঁজ ফেলেছে তাঁদের চোটপ্রবণতা। ২০২২-এর জুলাই থেকে ২০২৩-এর অগস্ট পর্যন্ত স্ট্রেস্ট ফ্র্যাকচারের কারণে মাঠের বাইরে ছিলেন বুমরাহ। এই মুহূর্তেও আহত তিনি। কবে মাঠে ফিরবেন সে সম্পর্কেও কোনো নিশ্চয়তা নেই। গত কয়েক বছরে অন্তত দুই বার বড় চোটের শিকার হয়েছেন চাহার’ও। পিঠে স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে তাঁর, এবং কোয়াড্রিসেপস পেশীতে দেখা গিয়েছে গ্রেড থ্রি টিয়ার। গত তিন বছরের মধ্যে ১৮ মাস তাঁকে কাটাতে হয়েছে রিহ্যাবে। রিস টপলি’র (Reece Topley) চোটপ্রবণতাও সর্বজনবিদিত। এর আগে আইপিএল (IPL) থেকে আহত হয়ে ছিটকে গিয়েছেন তিনি। চোট পেয়েছেন বিশ্বকাপেও। এবারের টুর্নামেন্টেও যদি থাবা বসায় চোট, তাহলে নিঃসন্দেহে কপাল পুড়বে মুম্বইয়ের।
ঘুরে দাঁড়াতে চাইবে মুম্বই ইন্ডিয়ান্স-

গত চার আইপিএল (IPL) মরসুমে কোনো উল্লেখযোগ্য সাফল্য নেই মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। এর মধ্যে দুই বার লীগ তালিকার দশম স্থানে শেষ করেছে তারা। টুর্নামেন্টের সফলতম ফ্র্যাঞ্চাইজির এহেন পারফর্ম্যান্স হতাশ করেছে কর্মকর্তা থেকে সাধারণ সমর্থক, সকলকেই। ব্যর্থতার অন্ধকার কাটিয়ে এবার আলোয় ফেরার লড়াই তাদের সামনে। আসন্ন মরসুম অগ্নিপরীক্ষা অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) কাছেও। গতবার রোহিতকে সরিয়ে তাঁর হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ায় তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছিলেন নীতা আম্বানিরা। গ্যালারি ভরেছিলো হার্দিক বিরোধী স্লোগানে। সমর্থকদের ভালোবাসা ফিরে পেতে মরিয়া হয়ে মাঠে নামবেন তারকা অলরাউন্ডার। গত কয়েক মাসে আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটের আঙিনায় রানের মুখ দেখেন নি সূর্যকুমার যাদব’ও। এবারের আইপিএলে তাঁর সামনেও থাকবে ছন্দে ফেরার চ্যালেঞ্জ।
Also Read: IPL 2025: বেজে গেলো আইপিএলের দামামা, আজ থেকে মিলছে কলকাতা-বেঙ্গালুরু ম্যাচের টিকিট !!