ipl-2025-3-franchises-want-kl-rahul

IPL 2025: ২০২৪-এর আইপিএল (IPL) শেষ হয়েছে মে মাসে। তারপর কেটেছে মাত্র ২ মাস। কিন্তু এখন থেকেই পরবর্তী মরসুমের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সামনেই রয়েছে মেগা অকশন। নতুন উদ্যমে দল গঠনের লক্ষ্যে ছক কষছে সব দলের থিঙ্কট্যাঙ্ক। নিলামের টেবিলে যে সকল ভারতীয় তারকাকে নিয়ে দড়ি টানাটানি হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা, তাঁদের মধ্যে শীর্ষেই রয়েছেন কে এল রাহুল (KL Rahul)। আইপিএল (IPL) কেরিয়ারে ১৩২ ম্যাচে ৪৫.৪৭ গড়ে ৪৬৮৩ রান রয়েছে তাঁর। একমাত্র ক্রিকেটার হিসেবে টানা চার মরসুমে ৬০০’র বেশী রান করেছেন তিনি। রয়েছে চারটি শতরান’ও। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) সাথে সম্পর্কের অবনতির কারণে দল ছাড়তে পারেন তিনি। এই সুযোগটাই কাজে লাগাতে মরিয়া অন্তত তিন ফ্র্যাঞ্চাইজি।

Read More: “বাপ কো মত শিখা…” অশ্বিনকে ম্যাঙ্কডিং আউট করা বোলারকে দিলেন শিক্ষা !!

লক্ষ্ণৌ ছাড়ছেন কে এল রাহুল-

KL Rahul | IPL | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক তলানিতে কে এল রাহুলের (KL Rahul)। তাঁর পারফর্ম্যান্স, অধিনায়কত্ব নিয়ে খুশি নয় কর্মকর্তারা। গত মরসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হতশ্রী পরাজয়ের পর মাঠে দাঁড়িয়েই রাহুলকে (KL Rahul) কড়া কথা শোনান দলমালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। দুজনের বচসার ঘটনা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিলো সেই সময়। পরে গোয়েঙ্কা নিজের বাসভবনে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুল’কে। তবে তা নেহাৎ ড্যামেজ কন্ট্রোল বলেই মনে করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সম্পর্কের ভাঙন জোড়া লাগার সম্ভাবনা যে নেই তা জানা গিয়েছিলো রাহুলের ঘনিষ্ঠমহল সূত্রেও।

দল ও সতীর্থদের উপর অধিনায়ক রাহুলের (KL Rahul) নিয়ন্ত্রণ কতদূর তা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁর সতীর্থ অমিত মিশ্র (Amit Mishra) একাদশে জায়গা না পাওয়া নিয়ে একটি পডকাস্ট অনুষ্ঠানে প্রকাশ্যে দুষেছিলেন কর্ণাটকের ক্রিকেটারকে। এমনকি লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি (LSG) যে আসন্ন মরসুমের জন্য ‘উন্নততর’ অধিনায়ক খুঁজবে, তাও জানান তিনি। মিশ্রের বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিলো যে রাহুল ‘রিলিজ’ চাইলে তাঁকে আইপিএল (IPL) মেগা অকশনের আগেই ছেড়ে দেবে ফ্র্যাঞ্চাইজি। নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নিকোলাস পুরান (Nicholas Pooran) ও মার্কাস স্টয়নিস (Marcus Stoinis) রয়েছেন দৌড়ে। অথবা নিলাম থেকে দলে যোগ দেওয়া কাউকে অধিনায়ক করতে পারেন গোয়েঙ্কারা।

রাহুলকে নিতে আগ্রহী তিন ফ্র্যাঞ্চাইজি-

KL Rahul and Virat Kohli | IPL | Image: Getty Images
KL Rahul and Virat Kohli | Image: Getty Images

আইপিএলের (IPL) ইতিহাসে অন্যতম সফল ক্রিকেটার কে এল রাহুল। তাঁর ব্যাটিং রেকর্ড পিছনে ফেলবে বহু তারকা খেলোয়াড়কে। লক্ষ্ণৌ থেকে সরে গেলেও তাই দলের অভাব সম্ভবত হবে না তাঁর। সূত্রের খবর যে রাহুল’কে দলে নিতে ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে তিনটি ফ্র্যাঞ্চাইজি। তালিকায় প্রথমেই রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ২০১৬ সালে আরসিবি’র হয়ে খেলেছেন রাহুল। ২০২৫-এ তাঁকে দলে ফিরিয়ে একই ঢিলে তিন পাখি মারতে চায় বিরাটদের ফ্র্যাঞ্চাইজি। উইকেটরক্ষক ও ওপেনিং স্লটে শূন্যস্থান পূরণ করতে পারেন তিনি। এছাড়াও হতে পারেন অধিনায়ক’ও। উইকেটরক্ষক-ব্যাটার প্রয়োজন গুজরাত টাইটান্সেরও (GT)। আগ্রহী তারাও। এছাড়াও রাহুলের আরেক পুরনো দল পাঞ্জাব কিংস’ও (PBKS) তাঁকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে বলে জানা গিয়েছে।

Also Read: IPL 2025: সরতেই হচ্ছে ধোনি’কে, BCCI-এর সিদ্ধান্তের কারণেই দল ছাড়ছেন CSK মহাতারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *