IPL 2024: গতকাল লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লী ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে হারায় খানিক স্বস্তির হাওয়া বয়ে গিয়েছিলো রাজস্থান রয়্যালস (RR) শিবিরে। টানা তিন ম্যাচ হেরেও প্লে-অফে পা রাখা নিশ্চিত হয়েছিলো সঞ্জু স্যামসনদের (Sanju Samson)। গতকালের সুসংবাদের পর অনেকেই মনে করেছিলেন গুয়াহাটির মাঠে আজ নতুন উদ্যমে পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে জয়ের জন্য ঝাঁপাবেন আবেশ খান, যুজবেন্দ্র চাহাল’রা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় আরও একবার ডুবতেই হলো রাজস্থানকে। নিজেদের দ্বিতীয় হোম গ্রাউন্ডে মরসুমের প্রথম ম্যাচেও জয় অধরাই রইলো তাদের। আজ রাজস্থান হারায় লীগ তালিকায় শীর্ষস্থান নিশ্চিত করে ফেললো কলকাতা নাইট রাইডার্স (KKR)।
টসের মুদ্রা পড়েছিলো রাজস্থান রয়্যালসের পক্ষেই। প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু সেই সিদ্ধান্তই ফিরলো ব্যুমেরাং হয়ে। শুরুতেই কাঁপুনি ধরে তাদের ইনিংসে। রিয়ান পরাগ একা কুম্ভ হয়ে লড়াই চালালেন বেশীদূর এগিয়ে নিয়ে যেতে পারেন নি দলকে। ৯ উইকেটের ব্যবধানে ১৪৪ রানেই থামতে হয় তাদের। ব্যাটিং সহায়ক পিচে এই রান যথেষ্ট নয় বলেই মনে করেছিলো বিশেষজ্ঞমহল। কিন্তু শুরুতে উইকেট হারিয়ে রাজস্থানকে ম্যাচে ফিরতে সাহায্য করেছিলো পাঞ্জাবই। তবে তাদের অধিনায়ক স্যাম কারানের দুর্দান্ত অর্ধশতক ম্যাচের পাল্লা ঝুঁকিয়ে দিলো প্রীতি জিন্টার দলের দিকেই। আশুতোষ শর্মা ও জিতেশ শর্মাকে সঙ্গে নিয়ে রাজস্থানকে টানা চতুর্থ হার উপহার দিলেন কারান।
Read More: IPL 2024: ঘরের মাঠে লড়লেন রিয়ান পরাগ, পাঞ্জাবের বিপক্ষে রাজস্থান থেমে গেলো ১৪৪ রানে !!
নড়বড়ে রাজস্থান ব্যাটিং, লড়াই একা রিয়ানের-
রাজস্থান রয়্যালস শিবির ছেড়ে দেশে ফিরেছেন জস বাটলার। পাকিস্তানের বিরুদ্ধে ২২ মে থেকে টি-২০ সিরিজ রয়েছে ইংল্যান্ডের। বাটলারকে ছাড়াই আজ মাঠে নেমেছিলো রাজস্থান। বিশেষ দাগ কাটতে পারলো না তাদের ব্যাটিং। প্রথম ওভারেই আউট হন যশস্বী জয়সওয়াল। ভারতীয় তরুণ করেন মাত্র ৪ রান। স্যাম কারানের বলে উইকেট হারান তিনি। বাটলার ফিরলেও দেশে ফেরেন নি ইংল্যান্ডের স্যাম কারান। আজ দাপুটে বোলিং করলেন তিনি। তিন নম্বরে নেমেছিলেন সঞ্জু স্যামসন। ব্যাট হাতে ভরসা যোগাতে ব্যর্থ অধিনায়ক’ও। ১৫ বলে ১৮ করে আউট হন তিনি। অভিষেক ম্যাচে ওপেন করতে নেমে হতাশ করলেন টম কোহলার ক্যাডমোর। ২৩ বলে ১৮ করে ফেরেন তিনি।
ব্যাটিং অর্ডারে উপরের দিকে পাঠানো হয়েছিলো রবিচন্দ্রণ অশ্বিনকে। চেষ্টা করলেন অভিজ্ঞ অফস্পিনার। ১৯ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে প্রায় ১৪৮ স্ট্রাইক রেটে তিনি করেন ২৮ রান। আর্শদীপ সিং-এর বলে আউট হন অশ্বিন। এরপর কার্যত একা লড়াই চালালেন রিয়ান পরাগ। অসমের তরুণ আজ করেন ৪৮ রান। শেষ ওভারে আউট হন হর্ষল প্যাটেলের বলে। রান পান নি ধ্রুব জুড়েল। করেন ১ বলে ০। রোভম্যান পাওয়েল, ডোনোভান ফেরেইরারাও হতাশ করেছেন আজ। শেষমেশ ট্রেন্ট বোল্টের ৯ বলে ১২ রান রাজস্থানকে ১৪৪-এ পৌঁছে দেয়। আজকের আগে এই মাঠে প্রথম ইনিংসের গড় স্কোর ছিলো ১৯৮। তার থেকে অনেকটা দূরেই থামে রাজস্থান রয়্যালসের ইনিংস।
কারানের অর্ধশতকে জয় পাঞ্জাবের-
রাজস্থানের মতই ব্যাট হাতে ইনিংসের শুরুতে বেকায়দায় পড়েছিলো পাঞ্জাব’ও। প্রথম ওভারের চতুর্থ বলে প্রভসিমরণ সিং-কে আউট করেন ট্রেন্ট বোল্ট। যুজবেন্দ্র চাহালের হাতে ধরা পড়েন তিনি। ৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাঞ্জাব। তিন নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেছিলেন রাইলি রুশো। কিন্তু ১৩ বলে ২২ করার পর তাঁর ইনিংসেও দাঁড়ি পড়ে আজ। আবেশ খানের বলে যশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়েন প্রোটিয়া তারকা। চলতি মরসুমে পাঞ্জাব দলের অন্যতম ভরসা শশাঙ্ক সিং-কে ০ রানের মাথায় ফেরান আবেশ। এরপর বেশীক্ষণ ক্রিজে টেকেন নি জনি বেয়ারেস্টো’ও। ২২ বলে ১৪ রানের মন্থর ইনিংস খেলে যুজবেন্দ্র চাহালের শিকার হন তিনি।
৪৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসা পাঞ্জাব’কে লড়াইতে ফেরত আনেন অধিনায়ক স্যাম কারান ও জিতেশ শর্মা। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন কারান। তাঁর ব্যাট থেকে আজ এলো অধিনায়কোচিত ৪১ বলে ৬৩* রানের ইনিংস। ৫ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। গোটা মরসুম রান না পেলেও আজ কার্যকরী ২২ রানের ইনিংস খেলেন জিতেশ শর্মা। ২টি ছক্কা হাঁকান তিনিও। ৬৩ রানের জুটি গড়েন দুজনে। মূলত তাঁদের যৌথ প্রচেষ্টাতেই জয়ের দিকে এগিয়ে যায় পাঞ্জাব। যুজবেন্দ্র চাহালের বলে জিতেশ ফেরায় ম্যাচের উত্তেজনা ফিরলেও ১৪৪ রানের পুঁজি যথেষ্ট হলো না রাজস্থান বোলারদের জন্য। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে ১৭* রান করেন আশুতোষ শর্মা। ৭ বল বাকি থাকতেই ২ পয়েন্ট পেলো পাঞ্জাব। উঠে এলো নবম স্থানে।