[Video] 'বিশ্বকাপের জন্য প্রস্তুতি...' লাইভ ম্যাচে দীনেশ কার্তিকের সঙ্গে মশকরা শুরু রোহিত শর্মার !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা মরশুম (IPL 2024)। মহা মরশুমে গতকাল মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (MI vs RCB)। ম্যাচে প্রথমে ব্যাটিং করতে এসে ব্যাঙ্গালুরু ১৯৬ রান বানাতে সক্ষম হয়েছিল যদিও সেই রান ২৭ বল বাঁকি থাকতেই তাড়া করে ফেলে মুম্বই ইন্ডিয়ান্স।

তবে RCB দলের কথা বলতে গেলে, দীনেশ কার্তিকের দৌলতেই ব্যাঙ্গালুরু দল তাদের শীর্ষ রানে পৌঁছাতে সক্ষম হয়েছিল। শেষ ওভারগুলিতে ঝড়ো ব্যাটিং করেছিলেন ডিকে। তবে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে দীনেশ কার্তিকের (Dinesh Karthik) সঙ্গে মজা করতে দেখা যায়।

আরও পড়ুন | IPL 2024: বেঙ্গালুরুর বেহাল দশার পিছনে ‘ভিলেন’ বীরেন্দ্র শেহবাগের ভাগ্নে, কোহলির খেতাব জয়ের পথে হচ্ছেন কাঁটা !!

দীনেশ কার্তিকের সঙ্গে মজা করেন রোহিত শর্মা

Rohit Sharma, ipl 2024
Rohit Sharma | Image: Twitter

গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, RCB’র ফিনিশার দিনেশ কার্তিক শেষ কয়েকটি ওভারে প্রচুর চার ও ছক্কা মেরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ১৯৬ রানে পৌঁছে দিয়েছিলেন। যদিও ডিকের শুরুটা ছিল অত্যন্ত ঝিমানো, প্রথম ১০ বলে দীনেশ ২১ রান বানাতেই সক্ষম হন। তবে পরে ২০০’র গতিতে তিনি তার ইনিংস শেষ করেন।

ডিকের দুর্দান্ত ব্যাটিং দেখে, রোহিত শর্মা (Rohit Sharma) তাঁর কাছে যান এবং তাঁকে মনে করিয়ে দেন যে আসন্ন জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে অনুষ্ঠিত হতে চলেছে T20 বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ খেলার জন্য ডিকের প্রস্তুতি দেখে বেশ খুশি রোহিত। কার্তিকের পাশে এসে বলতে থাকেন, “আপনি যদি এভাবে খেলতে থাকেন তবে নির্বাচকরা আপনাকে দলে অন্তর্ভুক্ত করবেন।” একথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা ঈশান কিষাণও (Ishan Kishan) হাসতে থাকে।

ঝড়ো ইনিংস খেলেন দিনেশ কার্তিক

Dinesh Karthik, ipl 2024
Dinesh Karthik | Image: Twitter

দীনেশ কার্তিক চলতি আইপিএলে ফিনিশারের ভূমিকা পালন করছেন। গতকাল মুম্বইয়ের বিরুদ্ধে ২৩ বলে ৫টি চার ও ৪ ছক্কার বিনিময়ে বিধ্বংসী ৫৩ রানের ইনিংস খেলেন। এসময় তার স্ট্রাইক রেট ছিল ২৩০.৪৩। এর আগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৮ ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলের হয়ে জয় সুনিশ্চিত করেছিলেন। গতকাল তার এই দুরন্ত অর্ধশতরানের পর তিনি বুঝিয়ে দিলেন ২০২৪ সালের জুনে অনুষ্ঠিতব্য T20 বিশ্বকাপের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। চলতি আইপিএলে ডিকে ৭১.৫ গড়ে ১৪৩ রান বানিয়েছেন ১৯০.৬৭ স্ট্রাইক রেটে।

এছাড়াও পড়ুন: IPL 2024, MI VS RCB, MATCH 25 HIGHLIGHTS: রুদ্ধশ্বাস ম্যাচে ২৭ বল বাঁকি থাকতে RCB’র বিরুদ্ধে জল ছিনিয়ে নিল MI পল্টন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *