ipl-2024-rcb-predicted-xi
Royal Challenges Bangalore | Image: Getty Images

IPL 2024: ক্রিকেটমহলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। আগামী ১৯ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের দুবাইতে আয়োজিত হওয়ার কথা সপ্তদশ মরসুমের ‘মিনি নিলাম।’ তাঁর আগেই দল গুছিয়ে নিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি। আজ অবধি খোলা ছিলো ট্রেডিং উইন্ডো। নিজেদের মধ্যে ক্রিকেটার অদলবদল করার সুযোগ ছিলো দশ দলের। আজই দলগুলোকে প্রকাশ করতে হয়েছে নিজেদের রিলিজ-রিটেনশন তালিকা। অর্থাৎ কোন ক্রিকেটারদের আগামী মরসুমের জন্য তারা ধরে রাখছে, এবং কাদের পাঠাচ্ছে নিলামের অনিশ্চয়তায় ভরা সরণিতে, তা বোর্ডকে জানাতে হত। একে একে সব ফ্র্যাঞ্চাইজিই সেই তালিকা সামনে এনেছে। দেখা গিয়েছে বেশ কিছু চমক।

গত ১৬ বছরে একবারও ট্রফির মুখ দেখে নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB))। সপ্তদশ মরসুমে তাই খেতাবই ‘পাখির চোখ।’ গত বছর ষষ্ঠ স্থানে শেষ করলেও দলের প্রধান তারকাদের ধরেই রেখেছে তারা। বেঙ্গালুরুতেই থাকছেন বিরাট কোহলি (Virat Kohli), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), ফাফ দু প্লেসি’রা (Faf Du Plessis)। এমনকি ব্যর্থতার পরেও থেকে যাচ্ছে দীনেশ কার্তিক (Dinesh Karthik)। বোলিং বিভাগে বড় বদল করতে চলেছে আরসিবি। তারা একই সাথে ছেড়ে দিয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga), জশ হ্যাজেলউড (Josh Hazlewood) এবং হর্ষল প্যাটেল’কে (Harshal Patel)। এই তিন তারকাকে ছেড়ে দেওয়ায় বেঙ্গালুরু’র ‘অকশন পার্স’ও বৃদ্ধি পেয়েছে অনেকখানি। যা ব্যবহার করে আগামী নিলামে শক্তিশালী দল গড়তে চাইবে তারা।

Read More: IPL 2024: ‘বহু যুদ্ধের নায়ক’কে ছেঁটে ফেললো নাইট রাইডার্স, কলকাতার রিলিজ-রিটেনশন তালিকায় স্তম্ভিত ক্রিকেটদুনিয়া !!

বেঙ্গালুরুর সম্পূর্ণ রিলিজ-রিটেনশন তালিকা-

Royal Challengers Bangalore | IPL 2024 | Image: Getty Images
Royal Challengers Bangalore | Image: Getty Images

আগামী IPL-এ বেঙ্গালুরু ধরে রাখলো যাঁদের-

বিরাট কোহলি, ফাফ দু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, রজিত পতিদার, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, সুয়শ প্রভুদেশাই, উইল জ্যাকস, মহীপাল লোমরোর, কর্ণ শর্মা, মনোজ ভাণ্ডাগে, মায়াঙ্ক ডাগার (ট্রেডিং), বিজয়কুমার বৈশাখ, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, রিস টপলি, হিমাংশু শর্মা, রাজন কুমার।

RCB ছাড়ছেন যে তারকা’রা-

ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, জশ হ্যাজেলউড, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ওয়েন পার্নেল, সনু যাদব, অবিনাশ সিং, সিদ্ধার্থ কৌল, কেদার যাদব।

*শাহবাজ আহমেদ (ট্রেডিং উইন্ডো’তে গিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদে)

বেঙ্গালুরুর ‘অকশন পার্স’- ৪০.৭৫ কোটি।

Also Read: IPL 2024: গতবারের সাফল্য ধরে রাখতে দলে রূপ পাল্টে দিল চেন্নাই, ছাড়লো এই তারকা খেলোয়াড়কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *