IPL 2024: ট্রফি খরা কাটাতে এবার দুর্দান্ত চমক দিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বিরাটের সঙ্গে জুটি বাঁধছেন শাস্ত্রী !! 1

IPL 2024: বিরাট কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আজ পর্যন্ত কখনও আইপিএল জিততে পারেনি। তবে তারা তিনবার ফাইনালে পৌঁছেছে এবং আইপিএলের অন্যতম জনপ্রিয় দল। যদিও, এখন এই দলটির অধিনায়ক ফাফ ডু প্লেসিস, তবুও লোকজন এটিকে বিরাট কোহলির দল বলে। এই দলটি আইপিএল ২০২৪ নিলামের আগে তার কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। তবে ঘর গোছতে নিলামে তারা যে বেশ কিছু খেলোয়াড়কে তুলেও নেবে সেই বিষয়ে কোন সন্দেহ নেই। তবে কোচের পদেও এবার বড় পরিবর্তন আনতে পারে তারা। আসলে, এখনও পর্যন্ত ট্রফি জিততে না পারার খেলোয়াড়দের পাশাপাশি কোচেরও একটা ভূমিকা রয়েছে। প্রতি বছর দুর্দান্ত দল গড়েও বারবার ফ্লপ হয়েছে আরসিবি ব্রিগেড। তাই এবার টুর্নামেন্ট শুরুর আগেই নয়া কোচের দিকে ঝুঁকতে পারে টিম ম্যানেজমেন্ট।

বিরাটের দলের কোচ হচ্ছেন শাস্ত্রী !

IPL 2024: ট্রফি খরা কাটাতে এবার দুর্দান্ত চমক দিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বিরাটের সঙ্গে জুটি বাঁধছেন শাস্ত্রী !! 2

যে কোন সফল দলের পিছনে একজন কোচের ভূমিকা অনস্বীকার্য। তাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সাফল্যের মুখ দেখতে হলে অবশ্য ভালো কোচ আনতে হবে যিনি বিরাটদের ট্রফি জয়ের মন্ত্রটা শেখাবেন। আর এই ক্ষেত্রে রবি শাস্ত্রীর থেকে ভালো কাউকে পাবে না ব্যাঙ্গালোর শিবির। বিরাটের সঙ্গে শাস্ত্রীর জুটির কথা সবারই জানা। এই দু’জন মিলে টিম ইন্ডিয়াকে ক্রিকেটের সব ফর্ম্যাটে সাফল্য এনে দিয়েছে। তাই আরসিবিতে এই দু’জন একসঙ্গে কাজ করতে অবশ্যই সাফল্যের মুখ দেখবে তারা। সেই সঙ্গে এটা বলতেও দ্বিধা নেই যে রবি শাস্ত্রীর মতো ব্যক্তিত্ব দলের ড্রেসিংরুমে আলাদা করে সমীহ আদায় করে নিতে পারবে যা টিমকে অবশ্যই ভালো পারফর্ম করতে সাহায্য করবে।

শক্তিশালী দল গড়ছে ব্যাঙ্গালোর

IPL 2024: ট্রফি খরা কাটাতে এবার দুর্দান্ত চমক দিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বিরাটের সঙ্গে জুটি বাঁধছেন শাস্ত্রী !! 3

২০২৪ সালে আইপিএলে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হতে শক্তিশালী দল গড়ার দিকে মন দিয়েছে আরসিবি। নিলামের আগেই তারা দলে একজন বিপজ্জনক অলরাউন্ডারকে অন্তর্ভুক্ত করেছে যাকে মুম্বাইয়ের সাথে ট্রেড করেছে। সেই খেলোয়াড় আর কেউ নন, অস্ট্রেলিয়ান দলের উঠতি তারকা ক্যামেরন গ্রিন। আরসিবি ফ্যানরা গ্রিনের ব্যাঙ্গালোর দলে যোগ দেওয়ায় খুব খুশি এবং তারা আশাবাদী যে তাদের দল অবশ্যই এবার ট্রফি জিতবে। গ্রিন ছাড়াও বাঁহাতি স্পিনার ময়াঙ্ক ডাগারকে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে তুলে নিয়েছে তারা। সব মিলিয়ে আসন্ন আইপিএলে একটা দুর্দান্ত দল গড়েই ট্রফি জয়ের সন্ধানে মাঠে নামতে চাইছে বিরাটের ব্যাঙ্গালোর দল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *