ipl-2024-ramandeep-singh-gets-fined
KKR vs LSG | Image: Getty Images

IPL 2024: ঘরের মাঠে অপ্রতিরোধ্য কলকাতা নাইট রাইডার্স (KKR)। গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে ম্যাচ ছিলো তাদের। কেবল রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা নন, স্বয়ং প্রকৃতিও যেন প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছিলো নাইটদের। বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিলো প্রায় দেড় ঘন্টা। কিন্তু দুই পয়েন্ট ছিনিয়ে নেওয়া থেকে কলকাতাকে রুখতে যথেষ্ট হলো না তাও। ব্যাটে-বলে দাপুটে পারফর্ম্যান্স করে এই মরসুমে আইপিএলের (IPL) পয়েন্ট তালিকায় নীচের দিকে থাকা মুম্বইকে ধরাশায়ী করলো কলকাতা। ১৮ রানের ব্যবধানে জয় হাসিল করে প্রথম দল হিসেবে তারা পৌঁছে গেলো আইপিএলের প্লে-অফে। একই সাথে নিশ্চিত করলো পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ের মধ্যে অবস্থান।

বৃষ্টিভেজা ইডেনে টসে জিতেছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠান তিনি। শুরুতেই ফর্মে থাকা দুই ওপেনার ফিরলেও ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটে ঘুরে দাঁড়ায় নাইট শিবির। ঝোড়ো ৪২ রান করেন তিনি। ভালো খেলেন আন্দ্রে রাসেল, নীতিশ রাণা, রিঙ্কু সিং’ও (Rinku Singh)। নির্ধারিত ১৬ ওভার শেষে প্রতিপক্ষকে ১৫৮ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলো বেগুনি-সোনালী শিবির। রান তাড়া করতে নেমে ঈশান কিষণ (Ishan Kishan) শুরুটা দ্রুত গতিতে করলেও স্পিনারদের আক্রমণে এনে ম্যাচে ফেরে নাইটরা। বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন-সফল দুজনেই। জোড়া উইকেট পান আন্দ্রে রাসেল’ও। গতকালের ম্যাচে অনবদ্য সাফল্যের ফুলের মাঝে কাঁটাও জুটলো কেকেআরের কপালে। শাস্তির মুখে পড়লেন অলরাউন্ডার রমনদীপ সিং (Ramandeep Singh)।

Read More: TOP 3: রাহুল দ্রাবিড় জমানার অবসান, টিম ইন্ডিয়ার কোচ হওয়ার দৌড়ে রয়েছেন এই ৩ বিশ্ববরেণ্য ক্রিকেটার !!

বিধিভঙ্গের দায়ে জরিমানা রমনদীপের-

Ramandeep Singh | IPL 2024 | Image: Getty Images
Ramandeep Singh | IPL 2024 | Image: Getty Images

গতকালের ম্যাচে নাইট রাইডার্সের জয়ে কার্যকরী ভূমিকা রাখেন রমনদীপ সিং (Ramandeep Singh)। সাত নম্বরে ব্যাট করতে নেমে ঝোড়ো ৯ বলে অপরাজিত ১৭ রানের ইনিংস খেলেন তিনি। শেষ বলে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ছক্কা হাঁকিয়ে ‘ফিনিশ’ করেন তিনি। তাঁর ইনিংস-ই নাইটদের পৌঁছে দেয় ১৫৭ রানে। দলের জয়ে অবদান রাখলেও ম্যাচ শেষে শাস্তি এড়াতে পারলেন না তিনি। রমনদীপের (Ramandeep Singh) আচরণ আইপিএলের ‘কোড অফ কন্ডাক্ট’ বা আচরণবিধি ভঙ্গ করেছে বলে জানিয়েছে টুর্নামেন্টের শৃঙ্খলারক্ষা কমিটি। আচরণবিধির ২.২০ ধারা অনুযায়ী লেভেল-ওয়ান অপরাধে অভিযুক্ত হয়েছেন রমনদীপ। অখেলোয়াড়োচিত আচরণের কারণে তাঁর ম্যাচ ফি থেকে কেটে নেওয়া হয়েছে ২০ শতাংশ টাকা।

বোর্ডের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, “রমনদীপ ২.২০ ধারার অধীনে লেভেল-ওয়ান অপরাধ সংঘটিত করেছে। ম্যাচ রেফারির কাছে তিনি এই অপরাধ স্বীকার করেছেন ও শাস্তি মেনে নিয়েছেন। লেভেল ওয়ান আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।” শাস্তি পেলেও আপাতত পরবর্তী দুই অ্যাওয়ে ম্যাচ খেলা বা প্লে-অফে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই রমনদীপের (Ramandeep Singh)। যা আশ্বস্ত করছে নাইট ভক্তদের। ম্যাচ শেষে তৃপ্ত শুনিয়েছে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। তিনি জানান, “স্নায়ুর চাপ ছিলো। কিন্তু দলের ছেলেরা নিজেদের অন্য স্তরে উন্নীত করেছে। নিজেদের ম্যাচ উইনার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।” খেলা শেষে ইডেনে ভিক্ট্রি ল্যাপে সামিল হতেও দেখা গিয়েছে ক্রিকেটারদের।

Also Read: IPL থেকে ব্যান হলেন ঋষভ পন্থ, RCB’র বিরুদ্ধে মাঠে নামার আগেই অন্ধকারে ডুবলো দিল্লী ক্যাপিটালস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *