IPL 2024: আফগানিস্তানের এই ক্রিকেটারকে দলে সামিল করতে মরিয়া প্রীতি জিন্টা, ট্রফি খরা কাটতে পারে পাঞ্জাব কিংসের !! 1

IPL 2024: দেখতে দেখতে ষোলো মরসুম সম্পূর্ণ করে ফেললো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। ২০০৮ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে শুরু হয়েছিলো এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতা, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে তা পা দেবে সতেরোতে। গত ষোলো বছরে সাতটি আলাদা দল ট্রফি জিতেছে। এর মধ্যে একের বেশী ট্রফি জয়ের কৃতিত্ব রয়েছে মুম্বই, চেন্নাই এবং কলকাতার। রাজস্থান রয়্যালস, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাত টাইটান্স জিতেছে একটি করে খেতাব। আইপিএলের গোড়া থেকে টুর্নামেন্টে অংশ নিলেও এখনও খেতাব স্পর্শ করতে পারে নি যে গুটিকয় দল, তাদের মধ্যে রয়েছে পাঞ্জাব কিংস (PBKS)। ২০০৮ সালে তারা আত্মপ্রকাশ করে কিংস ইলেভেন পাঞ্জাব নামে। পরে নাম বদলে পাঞ্জাব কিংস হলেও তা সাফল্য এনে দিতে পারে নি তাদের। শূন্যই থেকে গিয়েছে ট্রফি ক্যাবিনেট।

২০১৪ সালে শেষবার প্লে-অফের যোগ্যতা অর্জন করেছিলো পাঞ্জাব (PBKS)। এরপর কেটে গিয়েছে প্রায় দশ বছর। প্রতিবারই তীরে এসে তরী ডুবেছে তাদের। গত মরসুমেও দেখা গিয়েছে একই চিত্র। ক্রমাগত ব্যর্থতার কাহিনীতে এবার বদল আনতে মরিয়া তারা। দুবাইয়ের মাটিতে আগামী ১৯ ডিসেম্বর বসতে চলেছে আইপিএলের (IPL) সপ্তদশ মরসুমের মিনি নিলাম। সেখান থেকে নতুন ক্রিকেটারদের দলে সামিল করে স্কোয়াড ঢেলে সাজানোর ভাবনা রয়েছে পাঞ্জাব (PBKS) দলের। গত ২৬ নভেম্বর রিলিজ-রিটেনশন তালিকা রিলিজ করেছে তারা। প্রীতি জিন্টার দল ধরে রেখেছে ১৭ জন’কে। তারা রিলিজ করেছে ৫ জনকে। ১৯ তারিখের নিলামে পাঞ্জাবের হাতে থাকছে ২৯.১০ কোটি টাকা। এই অর্থের অনেকটাই আফগান অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাইয়ের (Azmatullah Omarzai) জন্য খরচ করতে পারে তারা।

Read More: WPL 2024: নজর পরবর্তী প্রজন্মের দিকে, নিলামে ২ কোটি টাকা দর পেলেন পাঞ্জাবের বছর কুড়ি’র তরুণী !!

 পাঞ্জাবের নিশানায় থাকছেন আজমাতুল্লাহ ওমরজাই-

Azmatullah Omarzai | IPL 2024 | Image: Getty Images
Azmatullah Omarzai | Image: Getty Images

সদ্যসমাপ্ত ওডিআই বিশ্বকাপের আসরে জাত চিনিয়েছেন ওমরজাই (Azmatullah Omarzai) । ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অনবদ্য পারফর্ম করে আদায় করে নিয়েছেন বিশেষজ্ঞদের কুর্নিশ। বিশ্বকাপে ৮ ইনিংস খেলে ৭০.৬০ গড়ে তিনি করেছেন ৩৫৭ রান। এর মধ্যে রয়েছে তিনটি অর্ধশতক’ও। বল হাতে তিনি নিয়েছেন ৭ টি উইকেট। বিশ্বকাপে (ICC World Cup 2023) আজমাতুল্লাহ ওমরজাইয়ের পারফর্ম্যান্স নজর কেড়ে নিয়েছে স্বয়ং শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar)। ক্রিকেট ঈশ্বর তাঁর খেলা দেখে বলেছেন, প্রবীন কুমার ও ভুবনেশ্বর কুমারের মত বোলিং অ্যাকশন তাঁর। দুই দিকে বল স্যুইং করানোর দক্ষতা স্বতন্ত্র করে তুলেছে তাঁকে।

২৩ বছর বয়সী ক্রিকেটার এবারই প্রথম আইপিএল (IPL) নিলামে অংশ নেবেন। আফগান কোচ জোনাথন ট্রট’ও (Jonathon Trott) জানিয়েছেন যে তিনি ওমরজাইয়ের (Azmatullah Omarzai) আইপিএল ভবিষ্যতের কথা ভেবে খুবই উত্তেজিত। গত মরসুমে ইংল্যান্ডের স্যাম কারান’কে  (Sam Curran) ১৮ কোটি ৫০ লাখের বিনিময়ে দলে সামিল করেছিলো পাঞ্জাব কিংস (PBKS)। কিন্তু আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেন নি তিনি। অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বিশ্বকাপেও কারানের (Sam Curran) পারফর্ম্যান্স আহামরি নয়। নিলাম থেকে ওমরজাই’কে দলে নিলে একজন ছন্দে থাকা পেস বোলিং অলরাউন্ডার পাবে পাঞ্জাব (PBKS)। আইপিএলের আঙিনায় ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন তিনি।

Also Read: IPL 2024: নাইট রাইডার্সের ‘রিলিজ’ তালিকায় রয়েছে তিনটি বড় ভুল, আইপিএলের আঙিনায় পড়তে হবে বেকায়দায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *