আর কিছু মাসের অপেক্ষা, কিছু মাস পরেই অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেটের সবথেকে বড় লীগ আইপিএল ২০২৪ (IPL 2024)। তবে, আসন্ন আইপিএলের আগেই শুরু হয়েছে ক্লাইম্যাক্স, মুম্বই ইন্ডিয়ান্স দলে প্রত্যাবর্তন ঘটেছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। কলকাতা ফ্রাঞ্চাইজিতে ফিরে এসেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir), আসন্ন আইপিএল হতে চলেছে বেশ মজাদার।
তবে আইপিএলে এখনো লেগে রয়েছে পাকিস্তানের ছোঁয়া। আসন্ন আইপিএল মিনি নিলামে দেখা যাবে এই পাকিস্তানি বংশদ্ভুতকে। আইপিএলের মিনি নিলাম আগামী ডিসেম্বর মাসে হতে চলেছে কিন্তু তার আগে ২৬ ই নভেম্বর আইপিএলের ১০ দলকে রিটেনশন লিস্ট জমা দিতে হয়েছে, দলগুলি তাদের পছন্দের প্লেয়ারদের ধরে রেখে বাঁকিদের মুক্তি দিয়েছে। তবে পাঞ্জাব কিংস দলের মালিক হলেন একজন পাকিস্তানি বংশদ্ভুত।
Read More: IPL 2024: ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য হ্যারি ব্রুকের, পরে চাইতে হল ক্ষমাও !!
পাঞ্জাব দলের পাকিস্তানি মালিক

আইপিএলে অন্যতম জনপ্রিয় দল হলো পাঞ্জাব কিংস (PBKS), গত সিজিনে দলের অধিনায়ক হয়েছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। দলের নাম পরিবর্তন করলেও ভাগ্য পাল্টায়নি দলের। এখনও পর্যন্ত ট্রফির স্বাদ পায়নি দল। তবে এই দলের সবথেকে বড় বিষয়টি হলো দলের মালিকানা। দলের একজন মালিক হলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর নাতি। সকলে প্রীতি জিনটাকে দলের মালিক হিসাবে চিনে থাকেন, তবে প্রীতি ছাড়াও দলের অন্য মালিক হলেন মোহাম্মদ আলী জিন্নাহর নাতি নেস ওয়াদিয়া। যদিও এবিষয়ে অনেকেই খবর রাখেনা।
নেস ওয়াদিয়া হলেন একজন পাকিস্তানি বংশদ্ভুত

মোহাম্মদ আলী জিন্নাহ’র মেয়ে হলেন দিনা, আর তিনি তার মেয়েকে এক পার্সি সম্প্রদায় ভুক্ত নেভিল ওয়াদিয়া নামক এক ব্যবসায়ীর সাথে বিবাহ ঠিক করেন। তাদের নুসলি ওয়াদিয়া নামক এক পুত্র সন্তান জন্মায়, আর নুসলি ওয়াদিয়া এবং মৌরিন ওয়াদিয়ার ছেলে হলেন নেস ওয়াদিয়া। অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহর প্রপৌত্রী হলেন নেয়া ওয়াদিয়া। অন্যদিকে, নেস নুসলি ওয়াদিয়া পাঞ্জাব কিংসের মালিক ছাড়াও একজন ভারতীয় ব্যবসায়ী। তিনি ওয়াদিয়া পরিবারের সদস্য।
নেস ওয়াদিয়া ও প্রীতি জিন্টার সম্পর্ক বন্ধুত্বের মধ্য দিয়ে শুরু হয় এবং পরবর্তীকালে তা প্রেমে রূপান্তরিত হয়। যদিও পরে, তার কারণেই বলিউড থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে হচ্ছিল প্রীতিকে। অন্যদিকে নেস ওয়াদিয়ার মা প্রীতিকে একদমই পছন্দ করতেন না। যে কারণে দুজনের সম্পর্কের টানাপোড়েন ঘটে ও সম্পর্কের বিচ্ছেদ হয়, পরবর্তী কালে প্রীতি নেসের বিরুদ্ধে থানায় মামলাও করেছিল। তবে দুজনের ক্রিকেটের প্রতি প্রেম থাকার কারণে ২০০৮ সালে যৌথ ভাবে দলটি কেনেন এবং ২০০৯ সালে ইতি হয় তাদের সম্পর্কের।