IPL 2024

IPL 2024: ভারত তথা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট, অর্থাৎ আইপিএল ২০২৪ খেলা হবে মার্চ মাসে। এই টুর্নামেন্ট শুরু হতে আর বেশি সময় বাকি নেই। এর জন্য প্রস্তুতি শুরু করেছে আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজি। এই পর্বে সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারানও প্রস্তুতি শুরু করেছেন।  যার অধীনে তিনি আইপিএল ২০২৪-এর জন্য অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে ২০.৫০ কোটি টাকায় কিনেছেন। মঙ্গলবারের এই নিলামে রেকর্ড অঙ্ক ছুঁয়ে ফেলেন প্যাট কামিন্স। আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কুড়ি কোটির গণ্ডি ছুঁয়ে ফেললেন তিনি। তবে এত কোটি টাকা খরচ করে কি ঠিক কাজ করলো হায়দ্রাবাদ? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।

২০.৫০ কোটিতে হায়দ্রাবাদে গেলেন প্যাট কামিন্স

IPL 2024: প্যাট কামিন্সকে ২০.৫০ কোটিতে কিনে নিজের পায়ে কুড়ুুল মারলেন কাব্য মারান, খতম হল ট্রফি জয়ের স্বপ্ন !! 1
Pat Cummins | Image: Getty Images

আইপিএল ২০২৪ মার্চ মাসে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এর কারণে ১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকাকোলা এরিনায় এর নিলামের আয়োজন করা হয়েছে। নিলামের সেই আঙিনায় অস্ট্রেলিয়ান অধিনায়ককে দলে নেওয়ার জন্য লড়াইয়ে নামে হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোর। তবে শেষ পর্যন্ত আরসিবিকে টেক্কা দিয়ে রেকর্ড অঙ্কে কামিন্সকে তুলে নেয় কাব্য মারানের হায়দ্রাবাদ। আসলে বল হাতে উইকেট নেওয়ার বিষয়ে পারদর্শী হলেও, ব্যাট হাতেও চটজলদি রান তুলতে পারেন কামিন্স। সেটাকে মাথায় রেখেই এত খরচ করে তাকে নেয় হায়দ্রাবাদ।

শেষ হল ট্রফি জয়ের স্বপ্ন

IPL 2024: প্যাট কামিন্সকে ২০.৫০ কোটিতে কিনে নিজের পায়ে কুড়ুুল মারলেন কাব্য মারান, খতম হল ট্রফি জয়ের স্বপ্ন !! 2

প্যাট কামিন্সকে দলে নিতে পার্সের সিংহভাগ টাকা খোয়াতে হয় সানরাইজার্স হায়দ্রাবাদকে। তাই এখন প্রশ্ন হচ্ছে একজন খেলোয়াড়ের পিছনে এত টাকা খরচ করা কি ঠিক কাজ হয়েছে? আসলে যা পরিস্থিতি তাতে এরপর আর নামজাদা কোন খেলোয়াড়কে দলে নিতে পারবে না তারা। সেক্ষেত্রে আগামী মরশুমে দলের ব্যালেন্স হারিয়ে যেতে পারে। অন্যদিকে, প্যাট কামিন্স একজন অস্ট্রেলিয়ান খেলোয়াড় যিনি সবসময় দেশকে আইপিএলের থেকে আগে রাখেন। তাই টুর্নামেন্টের মাঝে তিনি জাতীয় ডিউটিতে চলে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তারওপর এত টাকা খরচ করে যখন তাকে নেওয়া হয়েছে, মনে করা হচ্ছে অধিনায়ক ভেবেই তাকে নেওয়া হয়েছে। তাই মার্করামের সঙ্গে ইগোর লড়াইয়েরও একটা সম্ভাবনা রয়ে গিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *