জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) মঞ্চ, আজকের মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস (KKR vs PBKS)। আপাতত দুই দলের কথা বলতে গেলে, ৭ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এবং প্রতি বছরের মতন ফ্লপ প্রদর্শন বজায় রেখেছে পাঞ্জাব কিংস (PBKS) তারা আপাতত তালিকায় নবম স্থানে রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে একদম শেষ বলে জয় সুসিনিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারের খেলায় কলকাতাকে জিততে গেলে ২১ রান ডিফেন্ড করার প্রয়জন ছিল, যেখানে মার্কি বোলার মিচেল স্টার্ক’এর হাতে (Mitchell Starc) বল তুলে দেন ক্যাপ্টেন আইয়ার।
দল থেকে বাদ পড়ছেন মিচেল স্টার্ক

শেষ ওভারে বোলিং করতে এসে স্টার্ক প্রথম বলে ছক্কা খান, দ্বিতীয় বল ডট দিতে না দিতেই তিন ও চার নম্বর বলে আবার ছক্কা খেয়ে বসেন স্টার্ক। যদিও তিনি তার অভিজ্ঞতা দিয়ে এই কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়ে আনেন। তবুও গম্ভীর (Gautam Gambhir) আজ পাঞ্জাবের বিরুদ্ধে স্টার্ককে না খেলানোর সিদ্ধান্ত নেবেন। চলতি সিজিনে মিচেল স্টার্ক বল হাতে রান মেশিন হয়ে উঠেছেন।
আরও পড়ুন | চূড়ান্ত হওয়ার মুখে টি-২০ বিশ্বকাপের দল, কিছু প্রশ্নের জবাবের সন্ধানে রোহিত-দ্রাবিড়-আগরকার ত্রয়ী !!
তিনি মোট ৬ উইকেট নিয়েছেন এবং ওভার পিছু ১১.৪৮ করে রান দিয়েছেন। পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতা দলে এন্ট্রি নিতে পারেন শ্রীলঙ্কান পেসার দুষ্মন্ত চমিরা (Dusmanta Chameera)। আইপিএলে চলতি সিজিনে এখনও পর্যন্ত তাকে খেলতে দেখা যায়নি তবে আজকের ম্যাচে তিনি নেবেন এন্ট্রি।
শুধু তাই নয়, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দলে ফিরতে চলেছেন নীতিশ রানা (Nitish Rana)। হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর থেকে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি। প্রথম ম্যাচে ৯ রান বানাতে সক্ষম হয়েছিলেন রানা, তবে চোট সারাতে ব্যার্থ হওয়াতে তাকে দলের বাইরেই বসতে হয়েছিল। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দলে কামব্যাক করতে চলেছেন নীতিশ রানা। পাঞ্জাবের বিরুদ্ধে জয় দিয়ে কলকাতা বাহিনী শীর্ষ দুই স্থানে বজায় থাকতে চাইবে।
পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতার সম্ভব্য একাদশ
ফিল ফল্ট (উইকেটরক্ষক), সুনীল নারায়ণ, অঙ্গক্রিশ রঘুবংশী, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হার্ষিত রানা, বৈভব আরোরা। ইমপ্যাক্ট প্লেয়ার – দুষ্মন্ত চামিরা।