IPL 2024, GT vs DC, Match-32: ঘরের মাঠে জয়ই ‘পাখির চোখ’ শুভমান’দের, দিল্লীর বিরুদ্ধে বাজিমাত করতে স্ট্র্যাটেজি তৈরি গুজরাতের !! 1

IPL 2024: ২০২২ সালে চ্যাম্পিয়ন, ২০২৩-এর রানার্স আপ। স্বভাবতই ২০২৪-এর আইপিএলে (IPL) গুজরাত টাইটান্সকে নিয়ে প্রত্যাশা ছিলো তুঙ্গে। নতুন অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) অধীনে এখনও অবধি বেশ চড়াই উৎরাইয়ের মোকাবিলা করতে হয়েছে তাদের। এখনও পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে গুজরাত। তার মধ্যে জয়ের সংখ্যা তিন। হারতেও হয়েছে তিনটি ম্যাচে।

বুধবার দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামার আগে অবশ্য শুভমান, রশিদ খানদের (Rashid Khan) আত্মবিশ্বাস যোগাচ্ছে স্নায়ুর চাপ সামলে লীগ তালিকার উপরের দিকে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়পুরের মাঠে দুর্দান্ত জয়। সেই ধারাবাহিকতাই আহমেদাবাদের বাইশ গজে ঋষভ পন্থদের (Rishabh Pant) বিরুদ্ধেও বজায় রাখতে চাইবে তারা।

গুরুত্বপূর্ণ খেলায় গুজরাতের হয়ে ওপেন করতে দেখা যাবে শুভমান গিল (Shubman Gill) ও সাই সুদর্শনকে (Sai Sudharshan)। ঋদ্ধিমান সাহা না থাকায় ম্যাথু ওয়েডই সামলাতে পারেন উইকেটরক্ষকের দায়িত্ব। তিনি খেলতে পারেন তিন নম্বরে। এরপর চারে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকছে বিজয় শঙ্করের (Vijay Shankar)। পাঁচ নম্বরে খেলবেন ডেভিড মিলার (David Miller)। প্রোটিয়া ব্যাটারের সাথে ইনিংসকে ফিনিশ করার ভার থাকবে রাহুল তেওয়াটিয়ার উপর।

দিল্লীর বিরুদ্ধেও রশিদ খান (Rashid Khan) ও নূর আহমেদের স্পিন জুটি অপরিবর্তিত রাখতে পারেন কোচ আশিষ নেহরা। এরপর পেস বিভাগে গুজরাতের ভরসা হতে পারেন উমেশ যাদব (Umesh Yadav), দর্শন নলকাণ্ডে। যুক্ত করা হতে পারে মোহিত শর্মাকেও।

Read More: হার্দিককে বাদ দিয়েই টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়া, কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন রোহিত-আগরকার !!

IPL ম্যাচের সময়সূচি-

গুজরাত টাইটান্স (GT) বনাম দিল্লী ক্যাপিটালস (DC)

ম্যাচ নং- ৩২

তারিখ- ১৭/০৪/২০২৪

ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ

সময়- সন্ধ্যে ৭ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Ahmedabad Pitch and Weather Report (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

Narendra Modi Stadium, Ahmedabad | IPL 2024 | Image: Getty Images
Narendra Modi Stadium, Ahmedabad | Image: Getty Images

আহমেদাবাদের ১ লক্ষ ৩২ হাজার আসনবিশিষ্ট নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিল্লীর বিরুদ্ধে খেলবে গুজরাত টাইটান্স। এখানে সাধারণত ব্যাটিং-এ সহায়ক উইকেটই চোখে পড়ে। তবে মাঝের ওভারগুলিতে কার্যকরী ভূমিকা নিতে পারেন স্পিনাররা। আইপিএলের ইতিহাসে আহমেদাবাদে ৩০টি ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে ১৪টিতে প্রথমে ব্যাটিং করে জয় এসেছে। আর রান তাড়া করে জয়ের সংখ্যা ১৬টি। আহমেদাবাদে প্রথম ইনিংসের গড় স্কোর থাকে ১৭২-এর আশেপাশে। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে গড় স্কোর ১৫৬। টসজয়ী অধিনায়ক মাঠের পরিসংখ্যান ও শিশিরের কথা ভেবে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।

আহমেদাবাদে বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪২ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। আকাশ আংশিক মেঘলা থাকলেও স্বস্তির খবর মিলেছে আবহাওয়া দপ্তর সূত্রে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আহমেদাবাদে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ২৭ শতাংশ। ম্যাচের দিন বায়ুপ্রবাহের গতিবেগ হতে পারে ১০ কিলোমিটার প্রতি ঘন্টা।

Live Streaming Details-

গুজরাত টাইটান্স বনাম দিল্লী ক্যাপিটালস ম্যাচটি টেলিভিশন ও ডিজিটাল স্ট্রিমিং-উভয় মাধ্যমেই উপভোগ করার সুযোগ থাকছে ক্রিকেটজনতার। টেলিভিশন সম্প্রচারের স্বত্ব রয়েছে ডিজনি-স্টার সংস্থার হাতে। তাদের স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে খেলা। অন্যদিকে ভায়াকম-১৮ সংস্থা পেয়েছে ডিজিটাল স্ট্রিমিং-এর স্বত্ব। তাদের জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে বিনামূল্যে দেখা যাবে আইপিএল (IPL)।

গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ-

Gujarat Titans | IPL 2024 | Image: Getty Images
Gujarat Titans | Image: Getty Images

ওপেনার- শুভমান গিল, সাই সুদর্শন

মিডল অর্ডার– ম্যাথু ওয়েড ✈, বিজয় শঙ্কর, ডেভিড মিলার ✈

ফিনিশার- রাহুল তেওয়াটিয়া

বোলার- রশিদ খান ✈,নূর আহমেদ ✈, উমেশ যাদব , দর্শন নলকাণ্ডে

উইকেটরক্ষক- ম্যাথু ওয়েড ✈

DC-র বিরুদ্ধে GT-র সম্ভাব্য একাদশ-

শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, ম্যাথু ওয়েড ✈, বিজয় শঙ্কর, ডেভিড মিলার ✈, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান ✈,নূর আহমেদ ✈, উমেশ যাদব , দর্শন নলকাণ্ডে।

বিকল্প- মোহিত শর্মা, বি আর শরথ, অভিনব মনোহর, শাহরুখ খান, স্পেন্সার জনসন ✈।

*✈-বিদেশী ক্রিকেটার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *