hardik-can-be-axed-from-t20-wc-squad

চলছে আইপিএল (IPL)। মে মাসের ২৬ তারিখ অবধি চলবে বিসিসিআই আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট। এরপরই শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। জুন মাসের গোড়াতেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টুর্নামেন্টের আসর। এগারো বছর আইসিসি ট্রফির স্বাদ পায় নি ভারত। দীর্ঘ খরা কাটাতে কুড়ি-বিশের বিশ্বকাপকেই পাখির চোখ করছে ‘মেন ইন ব্লু।’ ইতিমধ্যেই গ্রুপ বিন্যাস ও নির্ঘন্ট প্রকাশ করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা। ৫ জুন ভারত অভিযান শুরু করবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৯ তারিখ তাদের মোকাবিলা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ১২ ও ১৫ তারিখ ম্যাচ রয়েছে যথাক্রমে আমেরিকা ও কানাডার বিরুদ্ধে।

কারা টি-২০ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবেন টিম ইন্ডিয়ার (Team India)? ক্রিকেটদুনিয়ায় লাখ টাকার প্রশ্ন এখন এটাই। সচিব জয় শাহ ইতিমধ্যেই স্পষ্ট করেছেন যে অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানে উঠছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বাকিদের নাম এখনও নিশ্চিত নয়। গত দেড় বছরে একঝাঁক তরুণকে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে সুযোগ দিয়েছে ভারত। অভিজ্ঞ তারকাদের সাথে সেই তরুণদের মধ্যেও অনেনকে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) জায়গা দেওয়া হবে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। চলতি আইপিএলের ফর্ম গুরুত্বপূর্ণ হতে পারে দলবাছাইয়ের ক্ষেত্রে। সেই কারণেই অফ ফর্মে থাকা হার্দিকের (Hardik Pandya) টি-২০ বিশ্বকাপ খেলা মুশকিল বলে ধারণা অনেকের।

Read More: IPL-এ প্রত্যাবর্তন চেতেশ্বর পূজারা’র, চমকপ্রদ পদক্ষেপ নিচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি !!

আইপিএলে হতাশ করেছেন হার্দিক-

Hardik Pandya | T20 World Cup | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

মরসুম শুরুর আগে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (GT) থেকে মুম্বই ইন্ডিয়ান্সে (MI) ফেরা নিয়ে বিস্তর শোরগোল হয়েছিলো। পুরনো দলে প্রত্যাবর্তনের পর অধিনায়কত্বের দায়িত্বও পেয়েছিলেন তিনি। তারকা অলরাউন্ডারের হাতে নেতৃত্বভার তুলে দেওয়ার পর তোপের মুখেও পড়তে হয়েছিলো মুম্বই ফ্র্যাঞ্চাইজিকে। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা’র ভক্তরা ক্ষোভ দেখিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ইন্সটাগ্রাম, ট্যুইটারের মত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছড়ে পড়েছে বিক্ষোভের ঢেউ। এমনকি মাঠেও হার্দিককে উদ্দেশ্য করে ভেসে এসেছে কটূক্তি, বিদ্রুপধ্বনি।

সমর্থকদের রোষানল নিভতে পারত বাইশ গজের লড়াইতে হার্দিকের (Hardik Pandya) ভালো পারফর্ম্যান্সের সৌজন্যে। কিন্তু সেখানেও হতাশ করেছেন তিনি। হার্দিকের অধীনে ছয়টি ম্যাচ খেলে চারটিতে হেরেছে মুম্বই। প্লে-অফের আশাও আস্তে আস্তে নিভছে পাঁচ বারের চ্যাম্পিয়নদের। ব্যাটিং হোক বা  বোলিং-দুই বিভাগেই পারফর্ম্যান্স ভালো নয় হার্দিকের। ৬ ইনিংস খেলে ২৬.২০ গড়ে তাঁর সংগ্রহ কেবল ১৩১ রান। এখনও অবধি ৪টি ম্যাচে বোলিং করেছেন তিনি। ১১ ইকোনমি রেটে নিয়েছেন ৩ উইকেট। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হার্দিকের (Hardik Pandya) ওভারে ধোনির ব্যাটিং বিস্ফোরণই ম্যাচ হারিয়েছে মুম্বইকে।

টি-২০ বিশ্বকাপে বাদ পড়তে পারেন হার্দিক-

Hardik Pandya | T20 World Cup | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

আইপিএলে হতাশাজনক পারফর্ম্যান্সের পর আগামী জুন মাসের টি-২০ বিশ্বকাপেও ((T20 World Cup) আপাতত অনিশ্চিত হার্দিক পান্ডিয়া। দিনকয়েক আগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বইয়ের পরাজয়ের পর সরাসরি তাঁকে তোপ দেগে প্রাক্তনী ইরফান পাঠান (Irfan Pathan) জানান, “শেষ ওভারে হার্দিকের বোলিং করা আকাশ মাধওয়ালের দক্ষতার উপর ওর কতটা কম ভরসা তা প্রমাণ করে। একই সাথে ডেথ বোলার হিসেবে ওর নিজের অদক্ষতা ফুটিয়ে তোলে।”

মহম্মদ শামির (Mohammed Shami) অনুপস্থিতিতে টি-২০ বিশ্বকাপে বুমরাহ’র (Jasprit Bumrah) সাথে সিনিয়র ফাস্ট বোলার হিসেবে খেলার কথা হার্দিকেরই Hardik Pandya)। কিন্তু তাঁর বর্তমান ফর্ম অন্তরায় হয়ে উঠতে পারে হার্দিকের জন্য। আরেক প্রাক্তনী মনোজ তিওয়ারিও হার্দিকের বদলে শিবম দুবেকে খেলানোর পক্ষপাতী। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে এপ্রিলের শেষ সপ্তাহে বা মে মাসের গোড়াতে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য দল ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। হার্দিকের ভাগ্যে শিকে ছিঁড়বে কিনা তা জানা যাবে তখনই।

একটা সময় সাদা বলের ক্রিকেটে ভারতের পরবর্তী অধিনায়ক বলা হচ্ছিলো হার্দিককে Hardik Pandya)। তবে এখন তারকা অলরাউন্ডারের ভবিষ্যৎ যে প্রশ্নের মুখে তা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। সংবাদমাধ্যম এক্সপ্রেস স্পোর্টসে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে যে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) নিয়ে মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে একটি বৈঠকে এর মধ্যে মিলিত হয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড় ও মুখ্য নির্বাচক অজিত আগরকার। সেখানে টি-২০ বিশ্বকাপের জন্য হার্দিককে আদৌ ফেরানো হবে কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। বিকল্প ফাস্ট বোলিং অলরাউন্ডারদের সুযোগ দেওয়া যেতে পারে কিনা কথা হয়েছে তা নিয়েও।

Also Read: রোহিত শর্মা বা হার্দিক পান্ডিয়া নয়, T20 বিশ্বকাপে এই তরুণ খেলোয়াড় দেবেন টিম ইন্ডিয়ার নেতৃত্ব, ICC করলো ফাঁস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *