IPL 2024, LSG vs CSK, Match 34 PREVIEW: ঘরের মাঠে জয়ের মুখ দেখতে বদ্ধপরিকর LSG, মরণ কামড় দিতে প্রস্তুত ধোনি বাহিনী !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024), আজকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস (LSG vs CSK)। চলতি মরশুমে দুই দল বেশ দারুন ছন্দে রয়েছে, পয়েন্ট তালিকার বিচারে মুম্বই ইন্ডিয়ান্সকে পরাস্ত করে আপাতত তৃতীয় স্থানে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে শেষ দুই ম্যাচে দিল্লি ও কলকাতার কাছে পরাজিত হয়ে পঞ্চম স্থানে নেমে এসেছে কেএল রাহুলের লখনৌ। লখনৌএর বিখ্যাত ভারতরত্ন শ্রী অটল বিহারী একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। দুই দলের কাছেই প্রভাবশালী প্লেয়াররা রয়েছেন, তবে আজকের ম্যাচে লখনৌ দলের জন্য একটি অতিরিক্ত সুবিধা থাকবে কারণ শেষ তিন ম্যাচে দলের বাইরে থাকা মায়ঙ্ক যাদব (Mayank Yadav) আজকে দলে ফিরতে পারেন।

গত দুই ম্যাচে লখনৌ দলের ব্যাটিং অর্ডারে বেশ সমস্যা দেখা দিয়েছে যে কারণে আজকের ম্যাচে ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। অন্যদিকে চেন্নাই দলের কথা বলতে গেলে, মিডিল অর্ডারে ব্যাটিং করতে থাকা শিবম দুবে (Shibham Dube) তার পাওয়ার হিটিং বজায় রেখেছেন। আজকের একানা স্টেডিয়ামের স্লো উইকেটে তার ব্যাটিং পরিপক্কতার পরিচয় পাওয়া যাবে। পাশাপশি, গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মতিশা পথিরানার ম্যাচ উইনিং স্পেল দলে আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়েছে।

আরও পড়ুন | IPL 2024, LSG vs CSK, Match- 34: জয়ের হ্যাট্রিকের আশায় সুপার কিংস’রা, লক্ষ্ণৌর বিরুদ্ধে চেন্নাই দলের নিয়ন্ত্রণ MS ধোনি’র হাতে !!

LSG vs CSK, IPL 2024, Match 34, PITCH REPORT

Ekana stadium, ipl 2024
Ekana Stadium | Image: Twitter

আজকের মেগা ম্যাচের কথা বলতে গেলে, ভারতরত্ন শ্রী অটল বিহারী একানা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে লখনৌ ও চেন্নাই দুই দল। এখানকার পিচ মূলত ধীরগতির হতে চলেছে, প্রথম ম্যাচে এখানে ২০০’র কাছাকাছি রান দেখা গেলেও স্পিনারদের কাছে এই উইকেট রিতিমতন সুবিধা যোগাবে এবং এই উইকেটে পেসারদের ধীরগতির বল ব্যাটসম্যানদের বেশ সমস্যায় ফেলতে পারে। চলতি সিজিনে এই মাঠে প্রথম ইনিংসে গড় রানসংখ্যা ১৬০ এবং তাড়া করতে এসে তা এসে দাঁড়িয়েছে ১৩২’এ। এই পরিস্থিতিতে এটা বোধগম্য যে সময়ের সাথে সাথে উইকেটে পরিবর্তন দেখা যায় এবং ধীরগতির উইকেটে পরিণত হয়।

LSG vs CSK, IPL 2024, Match 34, WEATHER REPORT

আজকে একানা স্টেডিয়ামে সর্বাধিক ৪০ ডিগ্রি তাপমাত্রা থাকবে তা কমে ২৫ ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে চলেছে। ঘন্টায় ৩১ কিমি বেগে বাতাস বইতে চলেছে, তাছাড়া বাতাসে ১৭% আপেক্ষিক আদ্রতা থাকবে। যদিও বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

LSG vs CSK, IPL 2024, Match 34, HEAD TO HEAD

IPL 2024, LSG vs CSK, Match 34 PREVIEW: ঘরের মাঠে জয়ের মুখ দেখতে বদ্ধপরিকর LSG, মরণ কামড় দিতে প্রস্তুত ধোনি বাহিনী !! 2

লখনৌ ও চেন্নাই (LSG vs CSK) গত দুই সিজিনে ৩ বার মুখোমুখি হয়েছে যেখানে দুই দল ১টি করে ম্যাচ জয়লাভ করেছে। তবে দুই দলের একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল।

LSG vs CSK, IPL 2024, Match 34, দুই দলের সম্ভাব্যরূপ একাদশ

লখনৌ সুপার জায়ান্টস – কুইন্টন ডি কক, কেএল রাহুল (C/WK), দীপক হুডা, আয়ুশ বাদোনি, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান, ক্রুনাল পান্ড্য, রবি বিষ্ণোই, মহসিন খান, শমার জোসেফ, যশ ঠাকুর। ইমপ্যাক্ট: মায়াঙ্ক যাদব।

চেন্নাই সুপার কিংস – রচিন রবীন্দ্র, ঋতুরাজ গাইকোয়ার্ড (C), অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, এমএস ধোনি (WK), শার্দুল ঠাকুর, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান। ইমপ্যাক্ট: মাথিশা পাথিরানা।

আরও পড়ুন | IPL 2024, PBKS vs MI MATCH 33 HIGHLIGHTS: জয়ের মুখ দেখলো মুম্বই, পাঞ্জাবের বিরুদ্ধে ৯ রানে জয় ছিনিয়ে নিলো MI পল্টন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *