ipl-2024-csk-probable-xi-vs-lsg
CSK | Image: Getty Images

IPL 2024: আইপিএলের (IPL) সপ্তদশতম মরসুমের লীগ পর্ব এসে পৌঁছেছে প্রায় মাঝামাঝি পর্যায়ে। শুক্রবার মুখোমুখি লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ও চেন্নাই সুপার কিংস (CSK)। গতবার একানা স্টেডিয়ামে দুই দলের ম্যাচ সম্পূর্ণ করা যায় নি বৃষ্টির কারণে। সেই আক্ষেপ সম্ভবত এবার মিটতে চলেছে নবাবের শহরের। ছয় ম্যাচ খেলে ফেলেছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। চারটি ম্যাচে জিতেছে তারা। দুটি হার এসেছে অ্যাওয়ে ম্যাচে। খাতায়কলমে  অধিনায়ক ঋতুরাজ হলেও লক্ষ্ণৌর ঘরের মাঠে সাফল্যের সন্ধানে আরও একবার মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মগজাস্ত্রের উপরেই ভরসা রাখতে পারে তারা। উইকেটের পিছন থেকে চেন্নাইয়ের স্ট্র্যাটেজি ছকে দিতে পারেন ধোনিই।

শুক্রবার হলুদ জার্সিতে ওপেনিং করতে দেখা যাবে ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ও রচিন রবীন্দ্রকে। শুরুটা ভালো করলেও আচমকাই রচিনের ফর্মের গ্রাফ নীচের দিকে। নিজেকে ফিরে পেতে চাইবেন তিনি। এরপর তিনে খেলবেন অজিঙ্কা রাহানে। চার নম্বরে বিগ হিটার শিবম দুবে’কে ব্যাটিং-এর সময় ব্যবহার করতে পারে সুপার কিংস শিবির। এরপর পাঁচে খেলতে পারেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। সম্ভবত নিজেকে ছয় নম্বরে তুলে আনবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ফর্মে আছেন তিনি। এরপর থাকছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। লক্ষ্ণৌর পিচে কার্যকরী হতে পারেন মুস্তাফিজুর রহমান। তাঁর সঙ্গে পেস বিভাগে থাকছেন শার্দূল ঠাকুর ও তুষার দেশপাণ্ডে। গত ম্যাচে পাথিরানা ৪ উইকেট নিলেও পিচের দিকে নজর রেখে খেলানো হতে পারে তীক্ষণাকে।

Read More: IPL 2024: এই মরসুমেই অবসর MS ধোনি’র? সুরেশ রায়নার মন্তব্যে হইচই ক্রিকেটদুনিয়ায় !!

IPL ম্যাচের সময়সূচি-

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) বনাম চেন্নাই সুপার কিংস (CSK)

ম্যাচ নং- ৩৪

তারিখ- ১৯/০৪/২০২৪

ভেন্যু- ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম, লক্ষ্ণৌ

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Lucknow Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

BRSAVB Ekana Stadium | IPL 2024 | Image: Twitter
BRSAVB Ekana Stadium | Image: Twitter

একানা স্টেডিয়ামে সম্মুখসমরে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ও চেন্নাই সুপার কিংস (CSK)। চলতি মরসুমে এখনও অবধি তিনটি ম্যাচ এখানে হয়েছে। এর মধ্যে একটি খেলায় বড় রান উঠলেও বাকি দুটিতে মন্থর বাইশ গজ দেখা গিয়েছে। লক্ষ্ণৌর মাঠে শুক্রবারও তেমনই বাইশ গজ চোখে পড়ার সম্ভাবনা। একানা স্টেডিয়ামে এখনও অবধি নয়টি আইপিএল (IPL) ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে রান তাড়া করে জয়ের সংখ্যা তিন। পাঁচটি ম্যাচে সাফল্য এসেছে প্রথমে ব্যাটিং করে। একটি ম্যাচ থেকেছে অমীমাংসিত। লক্ষ্ণৌতে প্রথম ইনিংসের গড় স্কোর থাকে ১৬০। দ্বিতীয় ইনিংসে তা দাঁড়ায় ১২২। পরিসংখ্যান মাথায় রেখে শুক্রবারের ম্যাচে টসজয়ী অধিনায়ক প্রথমে ব্যাটিং বেছে নিতে পারেন।

শুক্রবার লক্ষ্ণৌ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াস। উষ্ণতার পারদ উর্দ্ধমুখী হওয়ায় অস্বস্তিতে পড়তে পারেন ক্রিকেটাররা। তাঁদের সমস্যা বাড়াতে পারে বাতাসের আর্দ্রতা। হাওয়া অফিসের মতে শুক্রবার লক্ষ্ণৌর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ২০ শতাংশ। এছাড়া খেলা চলাকালীন ২৯ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বওয়ার সম্ভাবনাও থাকছে। ম্যাচ ঘিরে স্বস্তির খবর শুনিয়েছেন আবহাওয়াবিদরা। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই লক্ষ্ণৌতে।

Live Streaming Details-

জমে উঠেছে আইপিএল (IPL)। শুক্রবারের লক্ষ্ণৌ বনাম চেন্নাই দ্বৈরথ উপভোগ করতে ক্রিকেটজনতা চোখ রাখতে পারেন টেলিভিশন ও স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাবলেটের পর্দায়। টেলিভিশন সম্প্রচারের স্বস্ত্ব পাঁচ বছরের জন্য ২৩৫৭৫ কোটি টাকায় নিয়েছে ডিজনি-স্টার সংস্থা। তাদের স্টার স্পোর্টস চ্যানেলে বিভিন্ন ভাষায় উপভোগ করা যাবে ম্যাচ। অন্যদিকে ডিজিটাল স্ট্রিমিং-এর স্বত্ব রয়েছে ভায়াকম-১৮ সংস্থার হাতে। ২৩৭৫৮ কোটি টাকায় পাঁচ বছরের জন্য দায়িত্ব নিয়েছে তারা। তাদের জিও সিনেমা অ্যাপ বা ওয়েবসাইটেও খেলা দেখা যাবে বিনামূল্যে।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ-

Chennai Super Kings | IPL 2024 | Image: Getty Images
Chennai Super Kings | Image: Getty Images

ওপেনার- ঋতুরাজ গায়কোয়াড়, রচিন রবীন্দ্র ✈

মিডল অর্ডার- অজিঙ্কা রাহানে, শিবম দুবে, ড্যারিল মিচেল ✈

ফিনিশার- মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা

বোলার- শার্দুল ঠাকুর, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান ✈, মহেশ তীক্ষণা ✈

উইকেটরক্ষক- মহেন্দ্র সিং ধোনি

LSG-এর বিরুদ্ধে CSK-এর সম্ভাব্য একাদশ-

ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রচিন রবীন্দ্র ✈, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, ড্যারিল মিচেল ✈, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান ✈, মহেশ তীক্ষণা ✈

বিকল্প- মাথিশা পথিরানা ✈, দীপক চাহার, সমীর রিজভি, সাইক রশিদ, নিশান্ত সিন্ধু

*✈-বিদেশী ক্রিকেটার।

Also Read: IPL 2024: মুহূর্তে হারের হতাশা ভুললেন শুভমান, গ্যালারির সুন্দরী মন কাড়লো গুজরাত অধিনায়কের, দেখুন ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *