RR vs LSG

IPL 2024: নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে ২০২২ সালে আইপিএলের (IPL) আঙিনায় পথচলা শুরু করেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। গত দুই মরসুমেই তারা জায়গা করে নিতে পেরেছে প্লে-অফে। কিন্তু প্রথম এলিমিনেটরের বাধা এখনও পেরোতে পারে নি লক্ষ্ণৌ (LSG) শিবির। ২০২২-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে হারতে হয়েছিলো। আর দ্বিতীয় মরসুমে তাদের পথ রোধ করে দাঁড়িয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ট্রফি জয়ের বাকি ধাপগুলো পেরোনোই এবার লক্ষ্য সঞ্জীব গোয়েঙ্কার দলের। গত ২৬ নভেম্বর যে রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশ করেছিলো লক্ষ্ণৌ (LSG), সেখানে তাদের দেখা গিয়েছিলো দলের অধিকাংশ ক্রিকেটারকেই ধরে রাখতে। রাজস্থান থেকে ট্রেডিং পদ্ধতিতে তারা নিয়েছিলো দেবদত্ত পাডিক্কালকে (Devdutt Padikkal)।

আইপিএলের মিনি নিলামের জন্য লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) হাতে ছিলো ১৩ কোটি ১৫ লাখ টাকা। ২টি বিদেশী সহ, মোট ছয় শূন্যস্থান পূরণ করতে হত তাদের। দ্বিতীয় সর্বনিম্ন অর্থ হাতে নিয়েও নিজেদের লক্ষ্যপূরণ করে ফেললো লক্ষ্ণৌ। মূলত ভারতীয় তরুণদের উপরেই বিনিয়োগ করতে দেখা গেলো তাদের। ২০২৪ মরসুমের আগে দল ছেড়েছেন আবেশ খান (Avesh Khan)। তাঁর বদলি হিসেবে তরুণ পেসার শিভম মাভিকে (Shivam Mavi) স্কোয়াডে সামিল করতে দেখা গেলো লক্ষ্ণৌকে। তাঁর জন্য জাস্টিন ল্যাঙ্গাররা খরচ করলেন ৬ কোটি ৪০ লাখ টাকা। এছাড়াও তামিলনাড়ুর বাম হাতি স্পিনার এম সিদ্ধার্থের জন্য লক্ষ্ণৌ ২ কোটি ৪০ লাখ টাকা দিলো। আর্শিন কুলকার্ণি, মহম্মদ আর্শাদ খান’রা এলেন ২০ লাখের বিনিময়ে। দুই বিদেশী স্লটে লক্ষ্ণৌ নিলো ডেভিড উইলি (David Willey) ও অ্যাস্টন টার্নারকে।

Read More: IPL 2024: আইপিএল নিলামের রেকর্ড গড়ার দিনেও হতাশ করলেন নামি-দামি খেলোয়াড়রা, ফিরতে হত খালি হাতে !!

নিলাম থেকে যাঁরা যোগ দিলেন LSG দলে-

Shivam Mavi | IPL 2024 | Image: Twitter
LSG had to spend 6.40 Cr for young fast bolwer Shivam Mavi | Image: Twitter
  • শিভম মাভি (৬.৪০ কোটি)
  • এম সিদ্ধার্থ (২.৪০ কোটি)
  • আর্শিন কুলকার্ণি (২০ লাখ)
  • অ্যাস্টন টার্নার (১ কোটি)
  • ডেভিড উইলি (২ কোটি)
  • মহম্মদ আর্শাদ খান (২০ লাখ)

নিলামের পূর্বে হাতে থাকা অর্থের পরিমাণ- ১৩ কোটি ১৫ লাখ

মোট খরচ- ১২ কোটি ২০ লাখ

উদ্বৃত্ত অর্থের পরিমাণ- ৯৫ লাখ

IPL 2024-এ LSG-র সম্পূর্ণ স্কোয়াড-

কে এল রাহুল (অধিনায়ক), ক্যুইন্টন ডি কক (উইকেটরক্ষক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), আয়ুষ বাদোনি, কাইল মায়ার্স, দেবদত্ত পাডিক্কাল, মার্কাস স্টয়নিস, দীপক হুডা, রবি বিষ্ণোই, নবীন উল হক, যুধবীর সিং, ক্রুণাল পান্ডিয়া, প্রেরক মাঁকড়, যশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মহসীন খান, শিভম মাভি, এম সিদ্ধার্থ, আর্শিন কুলকার্ণি, অ্যাস্টন টার্নার, ডেভিড উইলি, মহম্মদ আর্শাদ খান।

Also Read: IPL 2024: আইপিএল নিলামে আলো কাড়লেন স্টার্ক-কামিন্স, কোটির ঘরে একঝাঁক ভারতীয় তরুণ’ও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *