IPL 2024: কেবল হার্দিক নয়, আগামী মরসুমে ক্রুণাল পান্ডিয়াকেও ফিরে পাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স !! 1

IPL 2024: ক্রিকেটদুনিয়ার নজরে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) ‘মিনি’ নিলাম। সংবাদমাধ্যম সুত্রে জানা যাচ্ছে যে আগামী মাসের ১৯ তারিখ বসতে চলেছে আসর। গত বছর কেরলের কোচি’র বিলাসবহুল হোটেলে নিলামযুদ্ধে মুখোমুখি হয়েছিলো আইপিএলের (IPL) দশ ফ্র্যাঞ্চাইজি। এবার দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পা দিতে চলেছে নিলাম পর্ব। সম্ভাব্য ডেস্টিনেশন দুবাই। নিলামের কিছু সময় বাকি থাকলেও আজই বিসিসিআই-এর তরফে প্রকাশ করা হবে সব ক’টি দলের রিলিজ ও রিটেনশন তালিকা। কোন ক্রিকেটারকে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিগুলো আর কাকেই বা পাঠায় নিলামের টেবিলে, সেই নিয়ে রয়েছে জোর জল্পনা।

২০২২ সালে আইপিএলের আসরে পা রেখেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। গত দুই বছরে প্লে-অফের যোগ্যতা অর্জন করলেও তারা ফাইনালে পৌঁছতে পারে নি। অধরা মাধুরীর সন্ধানে এবার মরিয়া সঞ্জীব গোয়েঙ্কার দল। স্কোয়াডের খোলনলচে বদলে ফেলতে বড় পদক্ষেপ নিতে পারে তারা। ইতিমধ্যেই ট্রেড উইন্ডো ব্যবহার করে দল গুছিয়ে নেওয়ার রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে তাদের। রাজস্থান রয়্যালস থেকে ৭.৭৫ কোটিতে দেবদত্ত পাডিক্কালকে (Devdutt Padikkal) স্কোয়াডে সামিল করেছে তারা। বদলে ১০ কোটির বিনিময়ে রাজস্থানের হাতে তুলে দিয়েছে আবেশ খান’কে (Avesh Khan)। আগামী নিলামের আগে নিজেদের ‘অকশন’ পার্স ভরতে আজ ফের এক বড় পদক্ষেপ নিতে পারে লক্ষ্ণৌ। বাদ দিতে পারে গতবছরের কার্যনির্বাহী অধিনায়ক ক্রুণাল পান্ডিয়াকে।

Read More: IPL 2024: প্রথমবার আইপিএলের ট্রফি জিততে বদ্ধপরিকর দিল্লি ক্যাপিটালস ব্রিগেড, সাফল্যের সরণীতে আসতে নিচ্ছে কড়া পদক্ষেপ !!

মুম্বইতেই ফিরতে চলেছেন ক্রুনাল পান্ডিয়া-

Krunal Pandya | IPL 2024 | Image: Getty Images
Krunal Pandya | Image: Getty Images

আইপিএলের দলবদলের আসরে লাইমলাইট কেড়ে নিয়েছেন জুনিয়র পান্ডিয়া। অর্থাৎ ক্রুনালের ভাই হার্দিক। গত দুই বছর গুজরাত টাইটান্স (GT) অধিনায়ক ছিলেন তিনি। প্রথম মরসুমে ট্রফি জিতেছিলেন। ২০২৩-এ ফাইনালে পা রাখলেও শেষমেশ আর দ্বিতীয় খেতাব জেতা হয় নি। শোনা যাচ্ছে গুজরাত ফ্র্যাঞ্চাইজির সাথে গত কয়েকমাসে সম্পর্ক তলানিতে ঠেকেছে হার্দিকের (Hardik Pandya)। তাই টাইটান্স শিবির ছাড়ছেন তিনি। ফিরছেন নিজের পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে (MI)। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করা হবে বলেও খবর ভাসছে সোশ্যাল মিডিয়ায়।

যদিও ‘ঘরের ছেলে’কে ঘরে ফেরানোর কাজটা সহজ হবে না মুম্বই-এর পক্ষে। শোনা যাচ্ছে গুজরাতকে ১৫ কোটি টাকা দিতে হতে পারে মুম্বইকে। এছাড়াও সম্ভাবনা রয়েছে হার্দিক ও ক্যামেরন গ্রিনের শিবির অদলবদল করার। অর্থের সংস্থানের জন্য জোফ্রা আর্চার, ক্যামেরন গ্রিন’দের মত তারকাকে ছাড়তে হতে পারে মুম্বই’কে।ভাইয়ের মতই ২০২২-এ মুম্বই ছেড়েছিলেন ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya)। তিনি গিয়েছিলেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) দলে। দুই মরসুম পরেই মুম্বই পল্টনে ফিরতে পারেন তিনিও। সংবাদমাধ্যম সূত্রে খবর লক্ষ্ণৌ শিবির অন্তত ২০ থেকে ২৫ কোটি টাকা হাতে নিয়ে ‘মিনি’ নিলামে অংশ নিতে চায়। সেই কারণে ৮ থেকে ৯ জন তারকাকে ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই তাদের হাতে।

গত বছর কে এল রাহুল মরসুমের মাঝপথে চোট পাওয়ায় কার্যনির্বাহীন নেতার ভূমিকার পালক করেছিলেন ক্রুনাল। এখন রাহুল সম্পূর্ণ সুস্থ। দারুণ ফর্মেও আছেন। সুতরাং নেতৃত্ব ফিরছে তাঁরই কাছে। সাধারণ ক্রিকেটার হিসেবে ক্রুনালকে না রেখে তাঁকে ছাঁটাই করতে চলেছেন নবনিযুক্ত কোচ জাস্টিন ল্যাঙ্গার। লক্ষ্ণৌ শিবির ছেড়েছেন দুই ফাস্ট বোলার আবেশ খান ও ড্যানিয়েল স্যামস। বর্তমানে ক্রুনালের আইপিএল বেতন ৮ কোটি ২৫ লাখ টাকা। যদি মুম্বই-এর সাথে তাঁকে ট্রেড করে লক্ষ্ণৌ, তাহলে প্রায় একই পরিমাণ অর্থের বিনিময়ে তারা পেতে পারে জোফ্রা আর্চারকেও।

Also Read: IPL 2024: “টাকার জন্য আপনি…” মুম্বইতে ফিরতেই হার্দিক পান্ডিয়ার উপর প্রশ্ন তুললেন আকাশ চোপড়া, করলেন বেফাঁস মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *