ipl-2024-kohli-to-lead-rcb-once-again

IPL 2024: শত প্রতিকূলতার মধ্যেও উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) ট্রফি জিতেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র (RCB) নারী দল। রিচা ঘোষ, স্মৃতি মন্ধানা, এলিস পেরীদের সাফল্য কোহলি, দু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলদের কাছে প্রত্যাশা অনেকগুণ বাড়িয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স সমর্থকদের। মেয়েদের দেখানো পথে হেঁটে ছেলেরাও সাফল্য এনে দেবেন দল’কে, জিতবেন প্রথম ট্রফি-আশায় ছিলেন অনুরাগীরা। কিন্তু আইপিএলের (IPL) তিন সপ্তাহ কাটতে না কাটতেই সেই প্রত্যাশা এখন মাটিতে মিশে যাওয়ার পথে। পাঁচ ম্যাচ ইতিমধ্যে টুর্নামেন্টে খেলে ফেলেছে বেঙ্গালুরু (RCB)। একটি মাত্র জয় ও চার হার নিয়ে লীগ তালিকার নবম স্থানে আপাতত তারা।

গত বছরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। পরাজয় দিয়ে শুরু হয়েছিলো মরসুম। এরপর দ্বিতীয় ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে জয় পেলেও পরবর্তী তিনটি ম্যাচে মুখ থুবড়ে পড়তে হয়েছে তাদের। ঘরের মাঠে ধরাশায়ী হতে হয়েছে যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স (KKR) ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে। অ্যাওয়ে ম্যাচেও রাজস্থান রয়্যালস (RR) সহজেই হারিয়েছে বেঙ্গালুরুকে। বাকি আর নয়টি ম্যাচ। ঘুরে দাঁড়াতে একঝাঁক বড় সিদ্ধান্ত নিতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স টিম ম্যানেজমেন্ট। জোর গুঞ্জন নেতৃত্বে ফিরছেন বিরাট কোহলিই (Virat Kohli)।

Read More: IPL 2024: লখনউ ম্যাচের আগে শক্তি বাড়লো KKR-এর, টিমে এন্ট্রি নিলেন এই তুখোড় ম্যাচ উইনার !!

নেতৃত্বে কোহলিকেই ফেরাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স-

Faf du Plessis and Virat Kohli | IPL 2024 | Image: Getty Images
Faf du Plessis and Virat Kohli | IPL 2024 | Image: Getty Images

চলতি মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ব্যর্থতার কারণ কি? ময়নাতদন্তে উঠে আসছে বেশ কিছু তথ্য। অনেকেই আঙুল তুলছেন বোলিং-এর দিকে। যশ দয়াল কিছু ম্যাচে নজর কেড়েছেন। এছাড়া বেঙ্গালুরু বোলিং-এর বেহাল দশাই ফুটে উঠেছে বারবার। এছাড়া মহম্মদ সিরাজ (Mohammed Siraj), আলঝারি জোসেফের মত তারকারাও এই মরসুমে একেবারেই মেলে ধরতে পারেন নি নিজেদের। সাফল্য পান নি রিস টপলি’ও (Reece Topley)। পাওয়ার প্লে’তে তিনি কার্যকরী হলেও চাপ বজায় রাখতে পারছেন না ডেথ ওভারে। পাশাপাশি ব্যাটিং নিয়েও উঠছে প্রশ্ন। ছন্দে রয়েছেন কোহলি। পাঁচ ম্যাচে ১০৫ গড়ে ৩১৬ করে কমলা টুপির মালিক আপাতত তিনি। কিন্তু একটি ম্যাচেও কোনো সতীর্থের থেকে তেমন সাহায্য পেতে দেখা যায় নি তাঁকে।

দু প্লেসি (Faf du Plessis), ম্যাক্সওয়েলদের (Glenn Maxwell) ফর্ম নিয়ে উঠেছে প্রশ্ন। আতসকাঁচের তলায় প্রোটিয়া তারকা ফাফ দু প্লেসির অধিনায়কত্ব’ও। ব্যাট হাতে ফর্মে নেই তিনি। তার প্রতিফলন যেন দেখা যাচ্ছে তাঁর নেতৃত্বে। উধাও আগ্রাসন। মাঠে নামার পর থেকেই যেন গুটিয়ে থাকছে আরসিবি। পরিস্থিতিতে বদল আনতে পরের ম্যাচ থেকেই তাঁকে সরিয়ে উইল জ্যাকস’কে (Will Jacks) সুযোগ দেওয়ার পথে হাঁটতে পারে বেঙ্গালুরু। সেক্ষেত্রে অধিনায়ক পদে প্রয়োজন নতুন কাউকে। দলে দীনেশ কার্তিক (Dinesh Karthik), গ্লেন ম্যাক্সওয়েলের মত অভিজ্ঞ টি-২০ তারকা রয়েছেন ঠিকই, কিন্তু দৌড়ে এগিয়ে রয়েছেন বিরাট কোহলিই।

গত বছর চোটের কারণে দু প্লেসি (Faf du Plessis) কিছু ম্যাচ খেলেন নি। তখন নেতৃত্ব ফেরানো হয়েছিলো বিরাট কোহলিকে (Virat Kohli)। অধিনায়ক হিসেবে দলকে জয়ও এনে দিয়েছিলেন তিনি। এবারও মরসুমের বাকি ম্যাচগুলিতে নেতার ভূমিকায় দেখা যেতে পারে তাঁকেই। নেতার আসনে বিরাট ফিরলে দলের খেলায় আগ্রাসন’ও ফিরতে পারে বলে আশায় সমর্থকেরা। ইতিমধ্যেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) নামের একটি ট্যুইটার হ্যান্ডেল থেকে কোহলিকে (Virat Kohli) নেতা ঘোষণা করে ট্যুইট করা হয়েছে। যদিও সেটি অফিসিয়াল হ্যান্ডেল নয়, জানালচ্ছেন নেটিজেনরা। সরকারী ঘোষণাও আগামীকালের মুম্বই ম্যাচের আগেই আসতে পারে বলে ধারণা ক্রিকেটজনতার।

দেখে নিন সেই ট্যুইটবার্তা’টি-

Also Read: IPL 2024: “এইজন্যই ওরা কখনও ট্রফি জেতে না…” RCB-কে তুলোধোনা অম্বাতি রায়ুডু’র, সায় দিলেন সিধু’ও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *