ipl-2024-kkr-vs-rr-match-31-highlights

IPL 2024: আইপিএলের (IPL) আঙিনায় আজ মুখোমুখি হয়েছিলো পয়েন্ট তালিকার এক ও দুই নম্বর দল। শীর্ষে থাকা রাজস্থানের লক্ষ্য ছিলো মরসুমের ষষ্ঠ জয় ছিনিয়ে নিয়ে প্লে-অফের দৌড়ে বাকিদের অনেকখানি পিছনে ফেলে এগিয়ে যাওয়া। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা কলকাতার সামনে ছিলো রাজস্থানকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়ার চ্যালেঞ্জ। আজ জয় পেলে সঞ্জু স্যামসনদের সাথে পয়েন্টের নিরিখে একই বিন্দুতে পৌঁছতে পারতেন শ্রেয়স আইয়াররা। নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে আদায় করে নিতেন ‘টপ স্পট।’ কিন্তু তেমনটা সম্ভবত চান নি ক্রিকেটদেবতা। রুদ্ধশ্বাস ম্যাচে হেরেই মাঠ ছাড়লো নাইটরা।

প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো টসজয়ী রাজস্থান শিবির। শুরুতেই উইকেট হারালেও সুনীল নাইরানের দাপুটে শতরানের সৌজন্যে লড়াইতে ফেরে কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২২৩ রান করে তারা। পর্বতসম লক্ষ্য তাড়া করতে নেমে একটা সময় চাপে ছিলো রাজস্থানও। রিয়ান পরাগ খানিক প্রতিরোধ গড়ে ফেরেন সাজঘরে। রোভম্যান পাওয়েলের ইনিংসও দীর্ঘস্থায়ী হয় নি। যাবতীয় ঝড়-ঝাপ্টা সামলে শেষমেশ টিকে রইলেন জস বাটলার। নাইট বোলিং-এর সাথে তাঁকে লড়তে হলো অসুস্থতার বিরুদ্ধেও। দুই যুদ্ধেই জয়ী হলেন তিনি। দুরন্ত শতরানে ম্যাচের শেষে বলে অভাবনীয় জয় এনে দিলেন রাজস্থান রয়্যালসকে।

Read More: IPL 2024: ‘গম্ভীর’ মুখে হাসি ফোটালো নারাইনের শতরান, প্রাক্তন সতীর্থকে বুকে জড়ালেন কেকেআর মেন্টর !!

১) দ্রুত উইকেট হারান ফিল সল্ট-

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে আগের দিন কলকাতার জয়ে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফিল সল্ট। আজ রাজস্থানের বিরুদ্ধে অবশ্য ইনিংস দীর্ঘায়িত করতে পারেন নি। সুনীল নারাইনের সাথে ওপেন করতে নেমেছিলেন। কিন্তু চতুর্থ ওভারের তৃতীয় বলে আবেশ খানের শিকার হন তিনি। নিজের বলে নিজেই ক্যাচ ধরেন আবেশ। ১৩ বলে ১০ রানের ইনিংস খেলেন ইংল্যান্ডের তারকাকে ফিরতে হয় সাজঘরে।

২) নজর কাড়লেন অঙ্গকৃষ-

Angkrish Raghuvanshi | IPL 2024 | Image: Getty Images
Angkrish Raghuvanshi | IPL 2024 | Image: Getty Images

টুর্নামেন্ট যত এগোচ্ছে, ততই নজর কাড়ছেন অঙ্গকৃষ রঘুবংশী। আজ তরুণ তুর্কির ব্যাট জ্বলে উঠলো রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সুনীল নারাইনের সাথে জুটি গড়ে কেকেআর ইনিংসের ভিত গড়ে দেন তিনিই। মাত্র ১৮ বলে তিনি করেছেন ৩০ রান। স্ট্রাইক রেট ১৬৬.৬৬। মেরেছেন ৫টি চার। কুলদীপ সেনের বলে উইকেট হারান তিনি।

৩) শ্রেয়স-রাসেলদের ব্যাটে রান নেই-

কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডার নিয়ে আজ প্রশ্নের অবকাশ থাকলো। চার নম্বরে নেমেছিলেন খোদ অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাটিং বান্ধব পিচে কার্যকরী ইনিংস দেখা গেলো না তাঁর থেকে। ৭ বলে ১১ রান করেই ফেরেন তিনি। শ্রেয়সকে আউট করে আইপিএল কেরিয়ারের ১৯৯তম উইকেটটি নিলেন যুজবেন্দ্র চাহাল। বাড়তি রানের আশায় পাঁচে আন্দ্রে রাসেলকে নামিয়েছিলো কলকাতা। চেনা ছন্দে দেখা গেলো না তাঁকেও। ১০ বলে ১৩ করেই ফিরলেন আবেশ খানের বলে।

৪) নারাইনের শতরানে মাতোয়ারা নন্দনকানন-

Sunil Narine | IPL 2024 | Image: Getty Images
Sunil Narine | IPL 2024 | Image: Getty Images

মেন্টর হয়ে কলকাতা নাইট রাইডার্স ডাগ-আউটে ফেরার পর সুনীল নারাইনকে ওপেনার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন গৌতম গম্ভীর। ১০০তে ১০০ পাবেন তিনি। এর আগে বেঙ্গালুরু ও দিল্লীর বিরুদ্ধে পাওয়ার প্লে’তে ঝড় তুলেছিলেন ক্যারিবিয়ান তারকা। আজ রাজস্থানের বিরুদ্ধেও ব্যাট হাতে অনবদ্য ইনিংস খেললেন তিনি। ব্রেন্ডন ম্যাকালাম ও ভেঙ্কটেশ আইয়ারের পর তৃতীয় ব্যাটার হিসেবে কলকাতার হয়ে করলেন শতরান। মাত্র ৫৬ বল খেলে প্রায় ১৯৫ স্টাইক রেটে নারাইনের আজ সংগ্রহ ১০৯ রান। মেরেছেন ১৩টি চার ও ৬টি ছক্কা।

৫) রিঙ্কুর সৌজন্যে রানের পাহাড়ে কলকাতা-

শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল’রা আজ সুবিধা করতে পারেন নি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ফিনিশিং-এর দায়িত্ব এসে পড়েছিলো রিঙ্কু সিং-এর উপর। ইডেনে সেই পরীক্ষায় স্টার মার্কস নিয়ে উত্তীর্ণ হলেন উত্তরপ্রদেশের ক্রিকেটার। ভেঙ্কটেশ আইয়ার ৬ বলে ৮ করে উইকেট হারালেও মাত্র ৯ বলে অপরাজিত ২০ রান করে নাইটদের স্কোর ২২৩ অবধি পৌঁছে দেন রিঙ্কুই। অপরপ্রান্তে ১ রান করে অপরাজিত থাকেন রমনদীপ সিং।

৬) পাওয়ার-প্লে’তে জোড়া উইকেট হারায় রাজস্থান-

Kolkata Knight Riders | IPL 2024 | Image: Getty Images
Kolkata Knight Riders | IPL 2024 | Image: Getty Images

২২৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বেকায়দায় পড়েছিলো রাজস্থান রয়্যালস। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের চলতি আইপিএলে ফর্ম ঠেকেছে তলানিতে। আজ শুরুটা দ্রুত গতিতে করলেও ৯ বলে ১৯ করে স্লিপে ক্যাচ দিয়ে বসেন। এরপর বেশীক্ষণ ক্রিজে টেকেন নি রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন’ও। মাত্র ১২ রান করেন তিনি। হর্ষিত রানার বলে ধরা পড়েন সুনীল নারাইনের হাতে। ৪৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসেছিলো রয়্যালসরা।

৭) প্রত্যাঘাতের শুরুটা করেন রিয়ান-

জস বাটলারের সাথে জুটি বেঁধে রাজস্থানের হয়ে প্রত্যাঘাতের প্রচেষ্টায় ছিলেন রিয়ান পরাগ। অসমের তরুণকে আজ ইডেনের বাইশ গজে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিলো। নাইটদের বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলছিলেন সাবলীল ভঙ্গিতে। একটা সময় মনে হচ্ছিলো ২২৩ করেও হয়ত জয় অধরাই থাকবে কলকাতার। কিন্তু অতি আগ্রাসী হতে গিয়েই উইকেট হারিয়ে এলেন রিয়ান। হর্ষিত রানাকে ছক্কা হাঁকাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান শটে। কঠিন ক্যাচ তালুবন্দী করেন আন্দ্রে রাসেল। ১৪ বলে ৩৪ করে আউট হন রিয়ান।

৮) বল হাতেও কার্যকরী নারাইন-

ব্যাটিং-এর পর বল হাতেও দুরন্ত সুনীল নারাইন। প্রথম ওভারে মারমুখী বাটলার ও রিয়ান পরাগের বিরুদ্ধে তিনি খরচ করেন কেবল আট রান। এরপর ফিরিয়ে দেন ধ্রুব জুড়েলকে। আম্পায়ার নট-আউট দিলেও রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলে নেন তিনি। পরে রোভম্যান পাওয়েল যখন চার-ছক্কা হাঁকিয়ে ম্যাচের পাল্লা আবার রাজস্থানের দিকে ঝুঁকিয়ে দেওয়ার পথে, তখন তাঁকেও ঘূর্ণির জাদুতে সাজঘরে পাঠান নারাইন’ই। আজ চার ওভার হাত ঘুরিয়ে ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট নেন তিনি।

৯) দুরন্ত বাটলারে জয়ী রাজস্থান-

Jos Buttler | IPL 2024 | Image: Getty Images
Jos Buttler | IPL 2024 | Image: Getty Images

আগের ম্যাচে অসুস্থতার জন্য খেলতে পারেন নি জস বাটলার। আজ কলকাতার বিরুদ্ধে তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করলো রাজস্থান রয়্যালস। ইংল্যান্ড তারকার ইমপ্যাক্টেই শেষমেশ ম্যাচ হাতছাড়া হলো নাইট রাইডার্সের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরান করেছিলেন তিনি। আজ ইডেন গার্ডেন্সেও তিন অঙ্কের শৃঙ্গ আরোহণে সক্ষম হলেন তিনি। অভাবনীয় ব্যাটিং করলেন ডেথ ওভারে। স্টার্ক-হর্ষিত রাণাদের উড়িয়ে দিয়ে বাটলার বুঝিয়ে দিলেন ইডেনের বস আজ জস’ই। অপরাজিত রইলেন ৬০ বলে ১০৭ করে।

Also Read: পন্থ-ইশানের হল ছুটি, বিশ্বকাপের দলে এন্ট্রি নিলেন দীনেশ কার্তিক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *