IPL 2024, KKR vs RCB MATCH 36: ১ রানে RCB'কে পরাস্ত করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসলো KKR !! 1

পরিসমাপ্তি ঘটলো কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (KKR vs RCB) ৩৬তম আইপিএল ম্যাচ। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন RCB’র ক্যাপ্টেন ফফ ডু প্লেসিস (Faf Du Plesis)।ওপেনিং করতে আসা সুনীল নারায়ণ (Sunil Narine) আজকের ম্যাচে হয়েছেন ব্যার্থ। তবে বিধ্বংসী ব্যাটিং চালিয়ে গিয়েছেন দলের ওপেনার ব্যাটসম্যান সল্ট। ১৪ বলে ৭টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৪৮ বানান সল্ট। তরুণ রঘুবংশী মাত্র ৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

এমনকি ভেঙ্কটেশ আইয়ার ৮ বলে কেবলমাত্র ১৬ রান বানাতে সক্ষম হয়েছিলেন। দ্রুত ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে পরে যায় KKR। দলের হয়ে ব্যাটিং ইনিংসের সামাল দেন শ্রেয়স আইয়ার ও রিঙ্কু সিংহ। যদিও রিঙ্কু ১৬ বলে ২৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। পাশাপশি, দলের হয়ে ৩৬ বলে ৫০ বানান শ্রেয়স আইয়ার। শেষপর্যন্ত ২০ বলে ২৭ বানান রাসেল ও ৯ বলে ২৪ বানান রমনদীপ এবং ২২২ রানে শেষ হলো কেকেআর (KKR)।

RCB’কে ১ রানে পরাস্ত করলো KKR

Ipl 2024,
KKR VS RCB | Image: Getty Images

রান তাড়া করতে এসে, ৭ বলে ১৮ বানান বিরাট কোহলি, ৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন ডু প্লেসিস। দলের হয়ে সর্বাধিক ৫৫ রান বানান উইল জ্যাকস (Will Jacks), পাশাপাশি ২৩ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রজত পতিদার। তবে চটজলদি উইকেট হারিয়ে সমস্যায় পড়ে RCB। প্রভুদেশাই ও কার্তিকের মধ্যে একটি পার্টনারশিপ গড়ে উঠলেও ৫০ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ফেলে RCB।

শেষমেষ দুই ওভারে যখন প্রয়োজন ৩১ তখন বোলিংয়ে আসেন রাসেল এবং কার্তিককে আউট করে তিনি দলের জয় প্রায় সুনিশ্চিত করে ফেলেন। তবে শেষ ওভারে ২১ রান রক্ষা করতে এসে, কর্ণ শর্মা স্টার্কের বলে ৩টি ছক্কা ওড়ান তবে শেষ দুই বলে ৩ রানের প্রয়োজন থাকতে কামব্যাক করেন স্টার্ক ও কর্ণকে আউট করার সাথে সাথে ১ উইকেটে জয় সুনিশ্চিত করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসলো KKR।

আরও পড়ুন | IPL 2024, LSG vs CSK: ফর্মে ফিরলেন KL রাহুল, রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইকে ৮ উইকেটে পরাস্ত করলো LSG !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *