ipl-2024-kkr-probable-xi-vs-rr

IPL 2024: মঙ্গলবার আইপিএলে (IPL) সম্মুখসমরে পয়েন্ট তালিকার এক বনাম দুই। শীর্ষে থাকা রাজস্থান রয়্যালস (RR) এই মরসুমে জিতেছে ৫টি ম্যাচ। ১০ পয়েন্ট রয়েছে তাদের সংগ্রহে। দ্বিতীয় স্থানে থাকা নাইটদের (KKR) পয়েন্টসংখ্যা ৮। পাঁচটি ম্যাচ খেলে চারটিতে জিতেছে তারা। মঙ্গলবার খেলা কলকাতার ঘরের মাঠ ইডেনে। ক্রিকেটের নন্দনকাননে চলতি মরসুমে এখনও অপরাজিত বেগুনি-সোনালী শিবির। সঞ্জু স্যামসনদের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিতে মরিয়া শ্রেয়স আইয়ারের দল। নেট রান রেটে রাজস্থানের থেকে এগিয়ে রয়েছে কলকাতা। মঙ্গলবার জিতলে দুই দলের পয়েন্ট সমান হলেও নেট রান রেটের হিসেবে লীগের মগডালে জায়গা (KKR) করে নেবে নাইট রাইডার্সই।

গত রবিবারেই ইডেনে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে জিতেছে কলকাতা (KKR)। উইনিং কম্বিনেশন ভাঙার পথে সম্ভবত হাঁটবেন না নাইট টিম ম্যানেজমেন্ট। ওপেনিং-এ ফর্মে থাকা সল্টের সঙ্গী হবে সুনীল নারাইন (Sunil Narine)। তিনে খেলার সম্ভাবনা তরুণ অঙ্গকৃষ রঘুবংশী। এরপর মিডল অর্ডারে দেখা যাবে ভেঙ্কটেশ আইয়ার, অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shryeas Iyer) ও রমনদীপ সিং-কে। ফিনিশার হিসেবে নাইটদের একাদশে থাকছেন রিঙ্কু সিং (Rinku Singh) ও আন্দ্রে রাসেল। গত ম্যাচে ছন্দ খুঁজে পেয়েছেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। রাজস্থানের বিরুদ্ধেও তাঁর থেকে ভালো পারফর্ম্যান্সের আশায় দল। বৈভব আরোরা ও হর্ষিত রানা’ও ধার বাড়াতে পারেন পেস আক্রমণে। স্পিন বিভাগে নারাইনের সঙ্গী হচ্ছেন বরুণ চক্রবর্তী।

Read More: IPL 2024, MI vs CSK, Match Highlights: দাম পেলো না রোহিতের শতরান, পথিরানার বোলিং বিক্রমে ২০ রানে জিতলো চেন্নাই !!

IPL ম্যাচের সময়সূচি-

কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম রাজস্থান রয়্যালস (RR)

ম্যাচ নং- ৩১

তারিখ- ১৬/০৪/২০২৪

ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা

সময়- সন্ধ্যে ৭:৩০ (ভারতীয় সময়)

Kolkata Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

Eden Gardens. Kolkata | IPL 2024 | Image: Twitter
Eden Gardens. Kolkata | Image: Twitter

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে রাজস্থানের মহড়া নিতে চলেছে নাইট রাইডার্স। ইডেনের বাইশ গজ আগে স্পিনবান্ধব থাকলেও গত কয়েক বছরে বদল এসেছে পিচের চরিত্রে। বর্তমানে ইনিংসের শুরুতে কার্যকরী হতে দেখা যায় পেসারদের। একই সাথে টি-২০ ক্রিকেটে নিয়মিত রানও উঠতে দেখা গিয়েছে ইডেনে। নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচেও রানের উৎসব দেখা যেতে পারে। ইডেনে এখনও অবধি ৮৮টি আইপিএল ম্যাচ আয়োজিত হয়েছে। এর মধ্যে ৩৬টিতে জয় এসেছে প্রথমে ব্যাটিং করে। বাকি ৫২ ম্যাচে রান তাড়া করে মিলেছে সাফল্য। টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং বেছে নিতে পারেন।

কলকাতা শহরে মঙ্গলবার মুখোমুখি নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৯ ডিগ্রী সেলসিয়াসের কাছে। ১৬ তারিখ ‘সিটি অফ জয়’-এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৯ শতাংশ থাকার সম্ভাবনা। যা নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলবে ক্রিকেটারদের। খেলা চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ থাকতে পারে ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা। মঙ্গলবারের ম্যাচ নিয়ে আশঙ্কার খবর শুনিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১০ শতাংশ। আবহাওয়ার চোখরাঙানি উপেক্ষা করে মাঠে নামতে পারবে দুই দল,আশায় ক্রিকেটজনতা।

Live Streaming Details-

টেলিভিশন ও ডিজিটাল স্ট্রিমিং মাধ্যমে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস দ্বৈরথ উপভোগ করতে পারবেন দর্শকেরা। ২৩৫৭৫ কোটি টাকার বিনিময়ে টেলিভিশন সম্প্রচার স্বত্ব পাঁচ বছরের জন্য পেয়েছে ডিজনি-স্টার সংস্থা। স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে আইপিএল। অন্যদিকে ২৩৭৫৮ কোটি টাকার বিনিময়ে ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাঁচ বছরের জন্য পেয়েছে ভায়াকম-টিভি-১৮। তাদের জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে বিনামূল্যে দেখা যাবে খেলা।

নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ-

Kolkata Knight Riders | IPL 2024 | Image: Getty Images
Kolkata Knight Riders | IPL 2024 | Image: Getty Images

ওপেনার- ফিল সল্ট ✈, সুনীল নারাইন ✈

মিডল অর্ডার- অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রমনদীপ সিং

ফিনিশার- রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল ✈

বোলার- মিচেল স্টার্ক ✈, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী

উইকেটরক্ষক- ফিল সল্ট

RR-এর বিপক্ষে KKR-এর সম্ভব্য একাদশ-

ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারাইন, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রমনদীপ সিং, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী।

বিকল্প- হর্ষিত রানা, সুযশ শর্মা, রহমানুল্লাহ গুরবাজ, শাকিব হুসেন, অনুকূল রয়।

*✈- বিদেশী ক্রিকেটার

Also Read: IPL 2024: “সাহস যুগিয়েছেন ধোনি ভাই…” মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়ে স্বীকারোক্তি পাথিরানা’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *