IPL 2024: ক্রিকেটদুনিয়ার নজর এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নিলামের দিকে। ভারতীয় বোর্ড জানিয়ে দিয়েছে আগামী ১৯ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের দুবাইতে নিলামযুদ্ধে মুখোমুখি হবে দশ ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যেই নিজেদের রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশ করে দিয়েছে তারা। ট্রেডিং পদ্ধতিতে খেলোয়াড় অদলবদলের প্রক্রিয়াও প্রায় শেষ। এখন সপ্তদশ মরসুমের আগে স্কোয়াডের ফাঁকফোকর মেরামত করতে দলগুলির কাছে অন্তিম সুযোগ হিসেবে থাকছে দুবাইয়ের ‘মিনি’ নিলামই। তা বিলক্ষণ জানে ফ্র্যাঞ্চাইজিগুলি। এখন চলছে শেষ মুহূর্তের স্ট্র্যাটেজি নির্মাণ।
ষোলো বছর আইপিএলে (IPL) অংশ নিলেও এখনও অবধি ট্রফির মুখ দেখে নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। জনপ্রিয়তার দিক থেকে বাকি দলগুলিকে পিছনে ফেলেছে তারা। স্টার পাওয়ারেও পিছিয়ে নেই কারও থেকে। তবুও ট্রফি জয়ের নিরিখে চেন্নাই, কলকাতা, মুম্বই এমনকি গুজরাতের থেকেও পিছিয়ে তারা। ব্যর্থতার ছবিটায় বদল আনতে বদ্ধপরিকর বেঙ্গালুরু শিবির। আইপিএলের সপ্তদশ মরসুমের জন্য ভেবেচিন্তে দল গঠন করতে চাইছে তারা। রিলিজ-রিটেনশনের যে তালিকা প্রকাশ করেছে তারা, তা অনুযায়ী রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB) ধরে রেখেছে ১৭ জনকে। ছেড়েছে ১১ জন’কে। আসন্ন নিলাম থেকে মোট ৬ জনকে দলে সামিল করতে পারবে তারা। এর মধ্যে চারজন হতে পারেন বিদেশী। যদি রচিন রবীন্দ্র (Rachin Ravindra) ও ট্র্যাভিস হেড’কে (Travis Head) দলে নেওয়ার সুযোগ পায় বেঙ্গালুরু, তাহলে তাদের ট্রফি জয়ের সম্ভাবনা বেড়ে যাবে অনেকখানি।
Read More: IPL 2024: লক্ষ্ণৌর ‘রিটেনশন’ তালিকার গোড়ায় গলদ, এই তিন তারকাকে ধরে রেখে ভুল করেছে সুপারজায়ান্টস শিবির !!
RCB-র বাজি হতে পারেন ট্র্যাভিস হেড-

২০২৩-এর অন্যতম সেরা ক্রিকেটার বলা হচ্ছে ট্র্যাভিস হেড’কে (Travis Head)। জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিরুদ্ধে তাঁর দুর্দান্ত শতরান অস্ট্রেলিয়াকে খতাব জিততে সাহায্য করেছিলো। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন চোটের কবলে পড়েন তিনি। হাত ভেঙে গিয়েছিলো অস্ট্রেলীয় ওপেনারের। প্রথম বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেন নি ওডিআই বিশ্বকাপের। এরপর মাঠে ফিরলেও কোনোরকম জড়তা দেখা যায় নি হেডের (Travis Head) মধ্যে। বরং প্রত্যাবর্তন ম্যাচেই তাঁর ব্যাট থেকে আসে ঝোড়ো শতরান। এমনকি ফাইনালেও ভারতের বিরুদ্ধে এক অসাধারণ ইনিংস খেলতে দেখা গেলো তাঁকে। হেডের ১৩৭ রানের ইনিংস চাপে পড়তে দেয় নি অজি ব্রিগেড’কে। তাদের হাতে তুলে দিয়েছে ষষ্ঠ বিশ্বকাপ খেতাব।
টেস্ট ও ওডিআই-তে ভারতের বিশ্বজয়ের ‘পথের কাঁটা’ হয়ে উঠেছিলেন ট্র্যাভিস হেড (Travis Head)। টি-২০তেও তাঁর পরিসংখ্যান বেশ ঝলমলে। দেশের হয়ে প্রায় ৩০ গড়ে ৫৫৪ রান করেছেন ২৩ ম্যাচে। স্ট্রাইক রেট’ও ১৪৭-এর আশেপাশে। সমগ্র টি-২০ কেরিয়ারে ১০৭ ম্যাচে তাঁর সংগ্রহ ২৭৯৪ রান। প্রয়োজনে অফস্পিন’ও করতে পারেন হেড (Travis Head)। ফর্মে থাকা হেড’কে দলে সামিল করতে আসন্ন নিলামে দড়ি টানাটানিতে অংশ নেবে একাধিক ফ্র্যাঞ্চাইজি। এর আগে ২০১৬, ২০১৭ সালে আরসিবি’র হয়ে খেলেছেন হেড। তাঁকে ফেরাতে মরিয়া হবে বেঙ্গালুরু’ও (RCB)। প্রতি ম্যাচেই ধুন্ধুমার ভঙ্গিতে সূচনা করার তাঁর যে সিগনেচার স্টাইল, তা ফায়দা এনে দিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ফাফ দু প্লেসি’র সাথে সেক্ষেত্রে ওপেন করতে পারবেন হেড। কোহলি খেলতে পারবেন পছন্দের ৩ নম্বরে। পরে ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিকরা থাকায় ব্যাটিং গভীরতা বাড়বে বেঙ্গালুরুর।
বেঙ্গালুরু’র তুরুপের তাস রচিন রবীন্দ্র-

২০২৩-এর ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) অন্যতম আবিষ্কার হলেন রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। নিউজিল্যান্ডের তরুণ ২০২১ সালে টেস্ট ক্রিকেট খেলতে যখন ভারতে এসেছিলেন, তখন তাঁকে লোয়ার অর্ডারে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সুযোগ দেওয়া হয়েছিলো। কিন্তু ব্যাট হাতে তাঁর দক্ষতা বিশ্বকাপের আঙিনায় প্রমাণ করে দিলেন রচিন। কখনও ওপেনিং আবার কখনও তিন নম্বরে ব্যাটিং করেছেন তিনি। রাহুল দ্রাবিড় ও শচীন তেন্ডুলকরের নাম যোগ করে নাকি তাঁর নাম রাখা হয়েছিলো, বিশ্বকাপের আগে এমনটা জানিয়েছিলেন রচিন (Rachin Ravindra) স্বয়ং। আর বিশ্বকাপে তিনি ভেঙে দিলেন সেই শচীনেরই রেকর্ড। ২৫ বছর বয়সের আগে কোনো ব্যাটারের বিশ্বকাপের এক সংস্করণে সর্বোচ্চ রান ছিলো ৫২৩। মাস্টার ব্লাস্টারের সেই নজিরকে ছাপিয়ে রচিন করেছেন ৫৬৫। তিনটি শতরান করেছেন। এছাড়া বল হাতে ৭টি উইকেট’ও নিয়েছেন তিনি।
রচিনকে (Ravindra Jadeja) দলে নিতেও রীতিমত যুদ্ধ চলতে পারে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। নিজের বেস প্রাইস ৫০ লাখ টাকা স্থির করেছেন কিউই তরুণ। কিন্তু সদ্যসমাপ্ত বিশ্বকাপে তাঁর যা পারফর্ম্যান্স, তাতে বেস প্রাইসের বহু গুণ বেশী দামে তিনি যে কোনো না কোনো দলে নাম লেখাবেন, তা বলাই যায়। ২০২৩ মিনি নিলামে ১৮.৫ কোটি টাকায় পাঞ্জাব কিংসে নাম লিখিয়ে নয়া রেকর্ড গড়েছিলেন স্যাম কারান (Sam Curran)। রচিনের জন্য ভাঙতে পারে সেই নজিরও। ২০২৪-এর আইপিএলে রচিনের সম্ভাব্য গন্তব্য হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ব্যাটিং গভীরতার অভাব গত মরসুমে ভুগিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্সকে। সেই খামতি পূরণ করার জন্য আদর্শ বিকল্প হতে পারেন রচিন। নিউজিল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা রচিনের, কিন্তু তাঁর পূর্বপুরুষ বেঙ্গালুরুরই বাসিন্দা। সেক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্সে সুযোগ পেলে তা ‘হোমকামিং’ হবে রচিনের জন্য।