IPL 2024: ফুটবলের দলবদল নিয়ে বহু রোমাঞ্চকর ঘটনার উদাহরণ পাওয়া যাবে ইতিহাস ঘাঁটলে। কলকাতা ময়দান হোক বা ইউরোপীয় ফুটবল, ডেডলাইন ডে’তে কার জালে কোন খেলোয়াড় ধরা পড়লেন তা নিয়ে আলাসদা আগ্রহ বরাবরই থাকে সমর্থকদের মধ্যে। ফুটবলের দলবদলের সেই রোমাঞ্চ এবার ফিরলো ক্রিকেটের মাঠেও। সৌজন্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL) এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ভারতের তারকা অলরাউন্ডারের আগামী গন্তব্য কি হবে তা নিয়ে গত দিনকয়েক ধরেই চলছিলো বিস্তর জল্পনা। শোনা গিয়েছিলো যে গুজরাত টাইটান্স (GT) কর্তৃপক্ষের সাথে তাঁর সম্পর্কে দেখা গিয়েছে জটিলতা। দল ছাড়তে চলেছেন তিনি। দুই বছর টাইটান্স শিবিরে কাটিয়ে ফিরতে চলেছেন মুম্বই ইন্ডিয়ান্সেই (MI)।
সকলের নজর ছিলো রিলিজ-রিটেনশন তালিকার দিকে। মুম্বই না গুজরাত (GT) কারা প্রথম হার্দিক (Hardik Pandya)সম্পর্কে কোনো তথ্য সামনে আনে, সেদিকেই তাকিয়ে ছিলেন সকলে। গতকাল সন্ধ্যেয় রিলিজ-রিটেনশন তালিকা সামনে আসার পরে অবাকই হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। দেখা গিয়েছিলো গুজরাত ‘রিটেন’ করেছে হার্দিককে (Hardik Pandya)। এক রোমাঞ্চকর অধ্যায়ের নিস্ফল পরিণতিই মেনে নিয়েছিলেন সকলে, কিন্তু ঘন্টাকয়েকের মধ্যেই বদলে যায় চিত্রটা। শোনা যায় শেষ মুহূর্তে চুক্তি স্বাক্ষরিত হয়ে গিয়েছে। মুম্বইতেই ফিরছেন হার্দিক। সরকারী ঘোষণার অপেক্ষা ছিলো। তাও এলো আজ দুপুরে। গুজরাত ছেড়ে মুম্বইতে (MI) ফিরে আবেগাপ্লুত স্বয়ং হার্দিক। মনের কথা লিখছেন ট্যুইটারের দেওয়ালে।
Read More: IPL 2024: হার্দিকের বিদায়ে পড়লো সিলমোহর, নতুন অধিনায়কের কাঁধে দায়িত্ব তুলে দিলো গুজরাত টাইটান্স !!
ট্যুইটারে মনের ভাব প্রকাশ করলেন হার্দিক-

২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্স (MI) জার্সিতেই আইপিএল (IPL) কেরিয়ারের সূচনাটা করেছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চারবার মুম্বইয়ের হয়ে জিতেছেন খেতাব। আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রেও জায়গা করে নিয়েছিলেন মুম্বইতে খেলেই। হয়ে উঠেছিলেন ‘ঘরের ছেলে।’ সেই কারণেই যখন ২০২২ সালে তিনি দল ছেড়ে যোগ দেন গুজরাত টাইটান্সে (GT), তখন চমকেছিলেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। এরপর অধিনায়কত্ব, ট্রফি জয়-সাফল্য হাতছাড়া হয় নি হার্দিকের। কিন্তু পছন্দের ফ্র্যাঞ্চাইজির বাইরে বেশী সময় কাটাত পারলেন না তিনি। দুই বছর গুজরাতের হয়ে মাঠে নামার পরেই হয়েছে মোহভঙ্গ। তিনি ফিরে এলেন মুম্বই ইন্ডিয়ান্সেই।
ঘরের ছেলে’কে ফেরাতে উদ্যোগ নিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ট্রেডিং পদ্ধতিতে গুজরাত টাইটান্স থেকে ভারতের তারকা অলরাউন্ডারকে দলে নিলেন নীতা আম্বানিরা। শোনা যাচ্ছে দলবদলের জন্য অন্তত ১৫ কোটি টাকা খরচ করতে হয়েছে পাঁচ বারের আইপিএল জয়ী দলকে। অতিরিক্ত অর্থের সংস্থান করতে ক্যামেরন গ্রিনের মত সম্ভাবনাময় বিদেশী তারকাকেও হাতছাড়া করতে দুইবার ভাবে নি তারা। গতকাল সন্ধ্যেবেলা ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছিলো যে মুম্বইতে ফিরছেন হার্দিক (Hardik Pandya)। আজ দুপুরে সরকারী ভাবে তা ঘোষণা করা হয়। প্রত্যাবর্তনের খবর প্রকাশিত হওয়ার পর উচ্ছ্বাস চেপে রাখতে পারেন নি হার্দিক স্বয়ং। তিনি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে লেখেন, “হোম, এম আই হোম।” এখানে এম আই বলতে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের আদ্যক্ষর বুঝিয়েছেন, পাশাপাশি বিভিন্ন ইউরোপীয় ভাষায় ‘মি’ অর্থ ‘আমার।’ অর্থাৎ মুম্বই-ই যে তাঁর ঘর, তা পরিষ্কার ক্রে দিয়েছেন তিনি।
দেখুন হার্দিকের পোস্ট’টি-
𝗛𝗢𝗠𝗘. 𝕄𝕀 𝗛𝗢𝗠𝗘 💙 pic.twitter.com/zNeCJN4Oqt
— hardik pandya (@hardikpandya7) November 27, 2023