ipl-2024-gambhir-lauds-rohit-sharma

IPL 2024: চলতি আইপিএলে (IPL) প্লে-অফের দৌড়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ৯ ম্যাচ খেলে তাদের পয়ন্ট সংখ্যা আপাতত ১২। নেট রান রেট +১.০৯৬। দ্বিতীয় স্থানে রয়েছে তারা। বাকি আর পাঁচ ম্যাচ। তার মধ্যে অন্তত দুটি জিতলেই শেষ চার নিশ্চিত হবে নাইটদের (KKR)। তিন বা তার বেশী জয় পেলে পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ের মধ্যে শেষ করার সম্ভাবনা থাকবে শাহরুখ খানের (Shah Rukh Khan) দলের। সেক্ষেত্রে ফাইনালে পৌঁছনোর জন্য একটা অতিরক্ত সুযোগ পাবে কলকাতা। মাঝে রাজস্থান, পাঞ্জাব কিংসের (PBKS) মত প্রতিপক্ষের বিরুদ্ধে বড় রানের পুঁজি রক্ষা করতে না পারার ব্যর্থতা ঘরের মাঠে ডুবিয়েছিলো নাইটদের। দিল্লীর (DC) বিরুদ্ধে জয়ে ফিরে আপাতত সেই চিন্তা কাটিয়ে উঠেছে তারা।

আগামী ৩ তারিখ নাইটদের (KKR) পরবর্তী প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। মরসুমে বাকি থাকা পাঁচ ম্যাচের মধ্যে দুটি খেলতে হবে বাণিজ্যনগরীর দলের বিরুদ্ধে। নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার হাত ধরে এই মরসুমটা বিশেষ ভালো কাটে নি মুম্বইয়ের। প্লে-অফের স্বপ্ন শেষ তাদের। তবুও ঈশান কিষণ, জসপ্রীত বুমরাহদের হাল্কাভাবে নিতে রাজী নয় কলকাতা (KKR) শিবির। সানরাইজার্স হায়দ্রাবাদ, লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের দল ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আইপিএলের বিজনেস এণ্ডে এসে পদস্থলন এড়ানোই লক্ষ্য নাইটদের। মুম্বই উড়ে যাওয়ার আগে কলকাতা ফ্র্যাঞ্চাইজির মেন্ট্র গৌতম গম্ভীরের (Gautam Gambhir) গলাই তাই প্রতিপক্ষ সম্পর্কে শোনা গেলো সমীহ। একই সাথে তাদের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকেও (Rohit Sharma) গম্ভীর ভরালেন প্রশংসায়।

Read More: IPL 2024: আইপিএলের ট্রফি জেতা অসম্ভব হল KKR-এর জন্য, প্লেঅফের আগেই টিম ছাড়ছেন এই তারকা ম্যাচউইনার !!

রোহিত’কে দরাজ সার্টিফিকেট গম্ভীরের-

Rohit Sharma | IPL 2024 | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

সাত বছর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দলকে এনে দিয়েছেন দুটি ট্রফি। এই মরসুমেই মেন্টর হিসেবে তিনি ফিরেছেন কলকাতায়। আবার তাঁর হাত ধরেই খেতাব জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন ‘সিটি অফ জয়’-এর ক্রিকেট অনুরাগীরা। মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে সাবধানী শুনিয়েছে অভিজ্ঞ গম্ভীরকে (Gautam Gambhir)। দুই দলের দ্বৈরথের হেড টু হেড ফলাফলে একপেশে দাপট রয়েছে বাণিজ্যনগরেরই। ৩২ ম্যাচের মধ্যে তারা ২৩ বার হারিয়েছে কলকাতাকে। সেই পরিসংখ্যান উঠে এসেছে গম্ভীরের কথায়। একই সাথে কেকেআরের বিরুদ্ধে মুম্বইয়ের ধারাবাহিক সাফল্যের পিছনে ‘এক্স-ফ্যাক্টর’ হিসেবে তিনি উল্লেখ করেছেন রোহিত শর্মা’র (Rohit Sharma) নাম।

সাক্ষাৎকারে গম্ভীর (Gautam Gambhir) স্মৃতিচারণা করেছেন নিজের অধিনায়ক থাকার সময়কালেরও। জানান, “যখন অধিনায়ক ছিলাম একমাত্র রোহিত শর্মা আমায় ঘুমহীন রাত উপহার দিয়েছে। ব্যাটিং-এর সময় যাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন সে হলো রোহিত শর্মা। ওর সেই দক্ষতা রয়েছে। কেকেআরের বিরুদ্ধে ওর রেকর্ডই সেই কথা বলছে। যেভাবে ও আমাদের বিরুদ্ধে দাপট দেখিয়েছে।” এই প্রথম নয়, মরসুম শুরুর আগেও ‘ঘুমহীন রাত’-এর কথা অন্য একটি সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন নাইট রাইডার্স (KKR) মেন্টর। একই সাথে তিনি জানিয়েছিলেন কলকাতা অধিনায়ক হিসেবে রোহিত ও যুবরাজ সিং-কে দলে না নিতে পারার আক্ষেপ রয়েছে তাঁর।

Also Read: “আগে রোহিতকে দল থেকে বাদ..”, বিশ্বকাপের দলে রিঙ্কু সিং জায়গা না পাওয়ায় সবর নভজ্যোৎ সিং সিধু, বিঁধলেন ভারত অধিনায়ককে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *