ipl-2024-dhoni-doppleganger-viral-on-x

এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নতুন মরসুম। দিনকয়েক আগে এক বিজ্ঞপ্তিতে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই জানিয়ে দিয়েছে যে আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। দেশে সাধারণ নির্বাচনের জন্য এইবার একসাথে সম্পূর্ণ সূচি প্রকাশ করতে পারে নি বোর্ড। নিরাপত্তাজনিত সমস্যা এড়াতে প্রথম ১৭ দিনের নির্ঘন্ট সামনে আনা হয়েছে। নির্বাচনের দিনক্ষণ সামনে আসলে প্রকাশ করা হবে বাকি ক্রীড়াসূচি। আইপিএলের (IPL) প্রথা মেনে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) মাঠে নামছে উদ্বোধনী ম্যাচের দিন। তাদের প্রতিপক্ষ হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ২২ তারিখ চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ঢাকে কাঠি পড়ছে নতুন মরসুমের।

চেন্নাই সুপার কিংস (CSK) দলকে নিয়ে এবার তুঙ্গে রয়েছে আগ্রহ। ১৯ ডিসেম্বরের মিনি নিলাম থেকে তারা দলে নিয়েছে নিউজিল্যান্ডের তারকা ড্যারিল মিচেলকে (Daryl Mitchell)। এছাড়া গত বিশ্বকাপের বিস্ময় প্রতিভা রচিন রবীন্দ্র’ও নাম লিখিয়েছেন চেন্নাই দলে। টি-২০ ক্রিকেটে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করে জাত চিনিয়েছেন তিনি। এছাড়াও অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানকেও দেখা যাবে চেন্নাইয়ের (CSK) হলুদ জার্সিতে। ঘরোয়া ক্রিকেটের উঠতি প্রতিভা সমীর রিজভি কেমন পারফর্ম করেন, নজর থাকছে সেইদিকেও। তবে পাঁচবারের চ্যাম্পিয়নদের চর্চার কেন্দ্রে রেখেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। দেড় দশকের বেশী সময় বিস্তৃত আইপিএল কেরিয়ারে সম্ভবত দাঁড়ি টানতে চলেছেন তিনি। প্রিয় তারকার বিদায়বেলার সাক্ষী থাকতে চায় ক্রিকেটজনতা।

ধোনি, বিরাট থেকে শচীন, ভাইরাল ডুপ্লিকেট’রা-

Dopplegangers of Dhawan, Dhoni and Kohli | IPL | Image: Twitter
Dopplegangers of Dhawan, Dhoni and Kohli | Image: Twitter

গত বছর আহমেদাবাদে ফাইনাল জয়ের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ধোনিকে (MS Dhoni) জিজ্ঞেস করা হয়েছিলো নিজের ক্রিকেট ভবিষ্যতের ব্যাপারে। তিনি জানান, “এটাই হয়ত অবসর ঘোষণার সেরা সময়। যে পরিমাণ ভালোবাসা গোটা দেশ থেকে পেয়েছি, এরপর সরে যাওয়াটাই সহজ কাজ। কিন্তু কঠিন কাজটা হবে নয় মাসের মধ্যে নিজেকে প্রস্তুত করে তুলে আরও একটা আইপিএল খেলা।“ কথা রেখেছেন তিনি। গত বছর হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তারপর রিহ্যাব সেরে আপাতত শুরু করেছেন অনুশীলন। রাঁচীতে তাঁর অনুশীলনের ভিডিও ফাঁস হতেই ভাইরাল হয়েছে ঝড়ের বেগে। ভারতীয় দলের নীল হেলমেট, চেন্নাই সুপার কিংসের (CSK) হলুদ প্যাড ও টিম ইন্ডিয়ার জার্সির আদলে তৈরি একটি টি-শার্ট গায়ে চাপিয়ে নেটে গা ঘামাতে দেখা গিয়েছিলো ধোনি’কে।

ক্রিকেট মহাতারকা যখন ৪২ বছর বয়সেও অনুশীলনে বুঁদ, তখন তাঁর মত দেখতে আরও একজন ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়। একইরকম ঘাড় ছাপানো লম্বা চুল, মুখভঙ্গিও প্রায় এক। গায়ে চেন্নাইয়ের (CSK) হলুদ জার্সি চাপিয়ে মাঠে দেখা গেলো এক যুবক’কে। তিনি একা নন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar), শিখর ধাওয়ান, সুনীল নারাইন, এমনকি হুবহু বিরাট কোহলির (Virat Kohli) মত দেখতে এক যুবককেও দেখা গেলো ক্রিকেটের ময়দানে। একটি ট্রফি হাতে উদযাপনে মাততে দেখা গেলো তাঁদের। একসাথে বিশ্ব ক্রিকেটের এতজন মহাতারকাদের ‘নকল’ সংস্করণ দেখে চমকেছে ক্রিকেটজনতা। এও কি সম্ভব? প্রশ্ন তুলেছেন অনেকে। এক ভিডিওতে ‘নকল’ ধোনিকে দেখা গেলো ‘নকল’ ধাওয়ান’কে পরামর্শ দিতে। বাইশ গজের দুনিয়ায় ধোনির পরামর্শকে বেদবাক্য মনে করেন অনেকে। ‘নকল ধোনির পরামর্শগুলো কিন্তু আসল’ মস্করার সুরে লিখেছেন এক নেটিজেন।

দেখুন সেই ভিডিও-

Also Read: IPL 2024: প্রথম দফায় চেন্নাই সুপার কিংসের লড়াই কাদের সঙ্গে? কবে মাঠে নামছে এমএস ধোনির দল? দেখুন এক নজরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *