IPL 2024, DC vs SRH, Match 35, Toss Report: টসে বাজিমাত দিল্লী'র, কামিন্সদের বিপক্ষে ক্যাপিটালস শিবিরের বাজি এই পেসার !! !! 1

IPL 2024: আইপিএলের (IPL) ছয়টি ম্যাচ খেলে ফেললেও এখনও অবধি নিজেদের ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে খেলার সুযোগ পায় নি দিল্লী ক্যাপিটালস।সেই অপেক্ষা অবশেষে মিটছে আজ। মরসুমের প্রথম দুটি হোম ম্যাচ তারা খেলেছিলো বিশাখাপত্তনমের মাঠে। আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সপ্তদশ আইপিএলে প্রথমবার দিল্লীর মাটিতে খেলতে চলেছে দিল্লী। গত দুটি ম্যাচে লক্ষ্ণৌ ও গুজরাতের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছেন ঋষভ পন্থরা। উঠে এসেছেন লীগ তালিকার ষষ্ঠ স্থানে। আজ সেই ধারাবাহিকতাই বজায় রাখা লক্ষ্য তাদের। অপরপক্ষে চলতি মরসুমে ধ্বংসাত্মক ক্রিকেট খেলছে সানরাইজার্স। দিনকয়েক আগেই নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড নিজেরাই ভেঙেছে তারা। আজও দিল্লী দখলের লক্ষ্য নিয়েই মাঠে নামছেন কামিন্স, ক্লাসেনরা।

Read More: IPL-এর আকাশে গড়াপেটার কালো ছায়া, আবারও নাম জড়ালো রাজস্থান রয়্যালসের !!

IPL ম্যাচে সময়সূচি-

দিল্লী ক্যাপিটালস (DC) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)

ম্যাচ নং- ৩৫

তারিখ- ২০/০৪/২০২৪

ভেন্যু- অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লী

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট

দুই দলের প্রথম একাদশ-

DC vs SRH | IPL | Image: Twitter

দিল্লী ক্যাপিটালস (DC)-

জেক ফ্রেজার ম্যাকগার্ক, ডেভিড ওয়ার্নার, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস, ঋষভ পন্থ (অধিনায়ক/উইকেটরক্ষক), ললিত যাদব, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, খলিল আহমেদ, মুকেশ কুমার, অনরিখ নর্খিয়া।

বিকল্প- পৃথ্বী শ, শে হোপ, রসিক দার সালাম, সুমিত কুমার।

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)-

অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, আব্দুল সামাদ, নীতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন, মায়াঙ্ক মারকণ্ডে।

বিকল্প- উমরান মালিক, আনমোলপ্রীত সিং, আকাশ মহারাজ সিং, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর।

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

ঋষভ পন্থ-

আমরা প্রথমে বোলিং করবো। আমরা রান তাড়া করার চেষ্টা করবো, কারণ আমাদের ব্যাটিং শক্তিশালী। হয়ত পরে শিশিরও দেখা যাবে। আমরা কেবল লড়াইতে টিকে থাকার কথা আলোচনা করেছি। হ্যাঁ ওরা (সানরাইজার্স) ভালো ক্রিকেট খেলছে, কিন্তু আমরা তাতে ওদের মাথায় চেপে বসতে দিতে পারি না। কোন মাঠে খেলা হচ্ছে, তা বিশেষ গুরুত্বপূর্ণ নয়। ভালো ক্রিকেট খেলাটাই আসল। আমরা প্রতি ম্যাচে উন্নতি করতে চাই। আমাদের দলে দুটো বদল রয়েছে। সুমিত (কুমার)-এর জায়গায় ললিত (যাদব) খেলছে। আর ঈশান্ত সদ্য চোট পেয়েছে। ওর জায়গায় নর্খিয়া খেলছে।

প্যাট কামিন্স-

আমরাও প্রথমে বোলিং-ই করতাম। যেভাবে ছেলেরা ব্যাটিং করছে, জানি আমাদের বিরুদ্ধে সবাই মরিয়া হয়েই নামবে। ব্যাটিং লাইন আপ একই থাকছে। বোলিং নিয়ে পরে ভাববো।

DC vs SRH, টস রিপোর্ট-

অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলো দিল্লী ক্যাপিটালস।

Also Read: IPL 2024, LSG vs CSK: ফর্মে ফিরলেন KL রাহুল, রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইকে ৮ উইকেটে পরাস্ত করলো LSG !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *