IPL 2024: আইপিএলের (IPL) লীগ পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও চেন্নাই সুপার কিংস (CSK)। শেষ চারের লড়াইতে রয়েছে দুই শিবিরই। যা বাড়তি উত্তেজনা যোগ করেছে এই ম্যাচের আবহে। জিতলে প্লে-অফ নিশ্চিত সুপার কিংসের। ম্যাচ অমীমাংসিত থাকলে বা পরাজিত হলেও আশা বেঁচে থাকবে তাদের। অন্যদিকে জটিল অঙ্কের হিসেব অপেক্ষা করে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) জন্য। তাদের কেবল জিতলে হবে না। পরবর্তী পর্বে যাওয়ার জন্য জয় প্রয়োজন অন্তত ১৮ রানের ব্যবধানে। তবে চেন্নাইয়ের নেট রান রেট টপকে যেতে পারবেন বিরাট কোহলিরা।
Read More: IPL 2024: বৃষ্টিভেজা চিন্নাস্বামীতে ব্যাটিং বিক্রম ডু প্লেসিস-বিরাটদের, চেন্নাইয়ের বিরুদ্ধে ২১৮ রান তুলে ফেললো বেঙ্গালুরু !!
জমজমাট ম্যাচে আজ নিজেদের সর্বস্ব দিতে মরিয়া দুই দলই। তবে জেতার লক্ষ্যে ক্রিকেটের নিয়ম ভাঙার অভিযোগ উঠতে শুরু করেছে চেন্নাই সুপার কিংসের স্পিনার মহেশ তীক্ষণার (Maheesh Theekshana) বিরুদ্ধে। সন্দেহ জাগিয়েছে তাঁর বোলিং অ্যাকশন। নিয়ামক সংস্থা আইসিসি’র নিয়ম অন্সারে ডেলিভারি করার সময় বোলারের কনুই ভাঁজ হলে তা বেআইনি। কিন্তু আজ বেঙ্গালুরু ইনিংস চলাকালীন তীক্ষণা নাকি ডেলিভারির সময় কনুই ভেঙেছিলেন, উঠছে এমন অভিযোগ। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরবগ হতে দেখা গিয়েছে আরসিবি সমর্থকদের। যদিও মাঠে উপস্থিতি আম্পায়ার তীক্ষণার বোলিং অ্যাকশনে বেআইনি কিছু পান নি। সম্পূর্ণ ৪ ওভার বোলিং করেন তিনি। ২৫ রান খরচ করেন। পান নি উইকেট।
আজ টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলো চেন্নাই। মেঘলা পরিবেশে বেঙ্গালুরুর শুরুটা হয়েছিলো ভালোই। কিন্তু ৩ ওভারে স্কোরবোর্ডে যখন ৩১, তখন ঝমঝমিয়ে নামে বৃষ্টি। বন্ধ হয়ে যায় ম্যাচ। প্রায় আধঘন্টার কিছু বেশী সময় স্থগিত ছিলো খেলা। এরপর ফের ব্যাট হাতে নামেন কোহলি (Virat Kohli) ও দু প্লেসি (Faf du Plessis)। দুজনে ৯৪ রানের জুটি গড়লেন আজ। ২৯ বলে ৪৭ করে ফেরেন বিরাট কোহলি। এরপর দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হন দু প্লেসি। অর্ধশতক করেন আরসিবি অধিনায়ক। কার্যকরী ৪১ রানের ইনিংস খেলেন রজত পতিদার। চার নম্বরে ক্যামেরন গ্রিনকে নামানোর পরিকল্পনার কাজে এসেছে বেঙ্গালুরু’র। ৩৮* করেন তিনি। দীনেশ কার্তিক (৬ বলে ১৪) ও গ্লেন ম্যাক্সওয়েল (৫ বলে ১৬) ঝোড়ো ইনিংস খেলেন। ২০ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স থামে ২১৮ রানে।
দেখে নিন তীক্ষণার ডেলিভারিটি-
Proper chucking man
Fixer super kings at it again 👏👏pic.twitter.com/7btnYiosUF— M. (@RCB_Hiv3) May 18, 2024
Also Read: IPL 2024: “বড় পরীক্ষা বোলারদের…” বেঙ্গালুরু স্কোরবোর্ডে ২১৮, নেটদুনিয়ার ফোকাসে এখন সিরাজ-যশ দয়ালরা !!