Pat cummins, cricket
Pat Cummins | Image: Getty Images

IPL 2024: দুবাইয়ের মাটিতে আজ বসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নিলাম। শুরু থেকেই আন্তর্জাতিক তারকাদের নিয়ে চলছে দড়ি টানাটানি। ক্যারিবিয়ান তারকা রোভম্যান পাওয়েল’কে নিয়ে সম্মুখসমরে দেখা গেলো রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স’কে। ৭ কোটিতে রাজস্থানেই নাম লেখান তিনি। এরপর দিল্লীতে নাম লেখালেন তরুণ ইংল্যান্ড ব্যাটার হ্যারি ব্রুক। নজরে ছিলেন ট্র্যাভিস হেড। বিশ্বকাপ ফাইনালের নায়ক ৬ কোটি ৮০ লাখে জায়গা করে নিলেন চেন্নাই সুপার কিংসে। কিউই অলরাউন্ডার রচিন রবীন্দ্রের বেস প্রাইস ছিলো ৫০ লাখ। মনে করা হয়েছিলো ১০ কোটির গণ্ডি পেরোতে পারেন তিনি। কিন্তু প্রতিভাবান তরুণকে চেন্নাই তুলে নিলো মাত্র ১ কোটি ৮০ লাখে।

Read More: IPL 2024: শুরুতেই জমজমাট আইপিএলের নিলাম পর্ব, বিপুল অর্থের বিনিময়ে নতুন দল খুঁজে নিলেন ট্র্যাভিস হেড, রচিন রবীন্দ্রেরা !!

স্টিভ স্মিথ, রাইলি রুশো’রা আনসোল্ড রইলেন। অলরাউন্ডারদের সেটে চমকে দিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক’কে নিতে একাধিক ফ্র্যাঞ্চাইজি যে মরিয়া প্রয়াস করবে, তা আন্দাজ করেছিলেন বিশেষজ্ঞরা। বাস্তবেও সেই একই চিত্র দেখা গেলো আজ দুবাইয়ের মাটিতে। শুরুতে থেকেই কামিন্সকে নিতে আসরে নামে মুম্বই ইন্ডিয়ান্স। লড়াইতে যোগ দেয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস’ও। ৪ কোটি ৬০ লাখের বেশী এগোয় নি মুম্বই। চেন্নাইয়ের প্রতিপক্ষ হিসেবে উঠে আসে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৭ কোটি ৬০ লাখের পর আসর ছাড়ে চেন্নাই। বেঙ্গালুরুর সাথে লড়াই জমে ওঠে সানরাইজার্স হায়দ্রাবাদের।

গতবারের আইপিএল মিনি নিলামে ১৮ কোটি ৫০ লাখ টাকায় পাঞ্জাব কিংসে নাম লিখিয়েছিলেন স্যাম কারান। ইংল্যান্ডের অলরাউন্ডারই এখনও অবধি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন। কিছুক্ষণের মধ্যেই সেই রেকর্ডকে পিছনে ফেললেন কামিন্স। নিলাম কক্ষ জুড়ে তুমুল হাততালির মাঝে প্রথম ক্রিকেটার হিসেবে ২০ কোটি টাকার গণ্ডীও ছাড়িয়ে গেলেন তিনি। ২০ কোটি ২৫ লাখ অবধি কামিন্সের জন্য খরচ করতে রাজী ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু সানরাইজার্সের তরফে কাব্য মারান ২০ কোটি ৫০ লাখের জন্য প্যাডেল তোলার পর পিছু হটতেই হয় তাদের। আইপিএলের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে কামিন্স নাম লেখালেন হায়দ্রাবাদ দলে।

Also Read: IPL Auction 2024: আইপিএলের মঞ্চে চড়ছে উত্তেজনার পারদ, ২০ কোটি ছুঁয়ে ইতিহাস গড়লেন প্যাট কামিন্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *