IPL 2023: আজ থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ষোড়শ মরসুম। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। গত মরসুমে চেন্নাই বনাম গুজরাত ম্যাচে দুইবারই জয় ছিনিয়ে নিয়েছিলো টাইটান্সরা। এবার ২০২২ এর চ্যাম্পিয়ন বনাম চার বারের খেতাবজয়ীদের দ্বৈরথে কে জেতে তা নিয়ে আগ্রহ ছিলো ক্রিকেটমহলে। ম্যাচে টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট খুইয়ে চাপে পড়েছিলো চেন্নাই সুপার কিংস। মহম্মদ শামির বলে ফিরে যান কিউই তারকা ডেভন কনওয়ে। তারপর সিএসকে ইনিংসকে টেনে নিয়ে যান ঋতুরাজ গায়কোয়াড়। ৫০ বলে ৯২ রান করেন তিনি। মারেন চারটি চার এবং ৯টি বিশাল ছক্কা। আলঝারি জোশেফের বলে ঋতুরাজ ফিরতে খানিক ঝিমিয়ে পড়েছিলো চেন্নাইয়ের ইনিংস। সুপার কিংসদের আবার চাঙ্গা করতে আজ দেখা গেলো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)।
আজ আহমেদাবাদে পুরনো ধোনির ঝলক দেখতে পেলেন মাঠে উপস্থিত ১ লাখের বেশী দর্শক। ইনিংসের শেষলগ্নে তাঁর ব্যাটে দেখা গেলো চার-ছক্কার রোশনাই। প্রিয় তারকাকে ব্যাট হাতে সাফল্য পেতে দেখে স্মৃতির সাগরে ডুব দিয়েছেন নেটিজেনরা। অনেকেই প্রিয় ‘মাহি’কে ভরিয়েছেন প্রশংসায়।
বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন ধোনি-

বয়স ছুঁয়েছে ৪১। এখনও ব্যাট হাতে তিনি যে ঝড় তূলতে সক্ষম আজ আহমেদাবাদের মাঠে বুঝিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এবারই তাঁর আইপিএলে শেষবার কিনা তা নিয়ে জোর আলোচনা চলছে ক্রিকেটমহলে। ঘনিষ্ঠদের কাছে নাকি সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। কিন্তু ব্যাটিং-এ স্পষ্ট যে এখনও ক্রিকেট বেঁচে রয়েছে তাঁর মধ্যে। আজকেও অনবদ্য রানের ক্ষিদে দেখালেন চেন্নাই অধিনায়ক।
৫০ বলে ৯২ রান করে ঋতুরাজ (Ruturaj Gaikwad) আউট হওয়ার পর চেন্নাই ব্যাটাররা বিশেষ সুবিধা করতে পারেন নি আজ। শিবম দুবে বা রবীন্দ্র জাদেজা ফিরেছেন অল্প রানে। ক্রিজে কাউকেই বিশেষ স্বচ্ছন্দ লাগে নি। সেখানেই ব্যতিক্রম ধোনি। মাত্র ৭ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ২০০ স্ট্রাইক রেট-সহ তাঁর এই ক্যামিও ইনিংসে রয়েছে একটি চার এবং একটি ছক্কা। দুরন্ত পুল শটে ৮৫ মিটারের ছক্কা হাঁকিয়ে নেটিজেনদের মন জিতে নিয়েছেন ‘মাহি।’ ‘বয়স একটা সংখ্যামাত্র’ বলেছেন জনৈক নেটনাগরিক। ‘ফর্ম সাময়িক, ক্লাস চিরকালের।” মনে করিয়ে দিয়েছেন আরেকজন।
দেখে নিন ট্যুইটার চিত্র-
Same energy #MSDhoni𓃵 pic.twitter.com/eZ7wZSaguJ
— RADHE ࿗🚬🇮🇳 (@Iamradhe_p00) March 31, 2023
Me After watching MS Dhoni hitting a six! 🔥#CSKvsGT #ChennaiSuperKings #MSDhoni𓃵 pic.twitter.com/N0vJTixPEE
— 𝙔𝙊𝙂𝙀𝙎𝙃 𝙍𝘿𝙓 (@yogeshrdxreal) March 31, 2023
Thala 💥💥💥💥🛐 pic.twitter.com/41dQ7wkM2O
— DhoniFanRoshan 🦁 (@ItsRoshan124) March 31, 2023
e sala dhoni kabhi budha nhi hoga
— Ankit 🇮🇳 (@Ankitrox0) March 31, 2023
— Cricket With Laresh (@Lareshhere) March 31, 2023
— Robonomous (@realpolity101) March 31, 2023