ভুবনেশ্বর কুমার-
সানরাইজার্সের কমলা-কালো জার্সির সাথে যেন সমার্থক হয়ে উঠেছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। দীর্ঘদিন হায়দ্রাবাদের সঙ্গে রয়েছেন তিনি। ২০১৪ সাল থেকে সানরাইজার্সের হয়ে ১১৫ টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১৬ সালের ট্রফিজয়ী দলের সদস্য ছিলেন তিনি। অভিজ্ঞতায় ভরপুর ভুবি ইতিমধ্যে ১৪৬ টি আইপিএল ম্যাচে নিয়েছেন ১৫৪ টি উইকেট। তাঁর ইকোনমি রেট মাত্র ৭.৩। ২০১৬ এবং ২০১৭ টানা দুই মরসুম সর্বোচ্চ উইকেটোশিকারীর বেগুনি টুপি জিতেছিলেন তিনি। সেরা ফর্মের ভুবনেশ্বরকে চাইবেন সানরাইজার্স (SRH) সমর্থকেরা। তাঁর হাতেও অধিনায়কত্বের দায়িত্ব দিতে পারে হায়দ্রাবাদ দল।