সানরাইজার্স
সানরাইজার্স

IPL 2023: অপেক্ষার আর কয়েকটা দিন। মার্চের শেষ বা এপ্রিলের শুরুতেই বেজে উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দামামা। পনেরো পেরিয়ে এই বছর ষোলোতে পা দিচ্ছে এই প্রতিযোগিতা। ২০০৮ সালে যখন প্রথম পথচলা শুরু করেছিলো এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট তখন দলের সংখ্যা ছিলো ৮টি। সময়ের সাথে সাথে যেমন বেড়েছে আইপিএলের জনপ্রিয়তা তেমনই বেড়েছে দল সংখ্যাও।

বর্তমানে এই প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি দল। ২০২৩ মরসুমের জন্য প্রস্তুত ১০ দলই। গত ২৩ ডিসেম্বর কেরালার কোচির বিলাসবহুল হোটেলে বসেছিলো ‘মিনি’ নিলামের আসর। নিলামযুদ্ধে নয়া ক্রিকেটারদের দল ভিড়িয়েছে সব দলই। মাঠে নামার আগে বুজিয়ে নিয়েছে স্কোয়াডের ফাঁকফোকর। এই মিনি নিলামে সবচেয়ে বেশী আগ্রাসী দেখিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ’কে। ২০১৬ সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স গত মরসুমে বিশেষ সাফল্য পায় নি। নক-আঊট পর্বের যোগ্যতা নির্ণয়ের আগেই থেমে গিয়েছিলো তাদের লড়াই। নিলামে নামার আগে নিজেদের দলের পুরনো সদস্যদের অনেককেই বিদায় জানিয়েছিলো হায়দ্রাবাদের ‘অরেঞ্জ আর্মি।’ ছেড়ে দিয়েছিলো কেন উইলিয়ামসন (Kane Williamson)।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

নিকোলাস পুরানদের (Nicholas Pooran) মত তারকাদের। এই বছর নিলামে অর্থের বৃষ্টি করতে পিছপা হন নি সানরাইজার্স কর্তৃপক্ষ। পায় ৪৩ কোটি টাকা হাতে নিয়ে নিলামের টেবিলে বসে বিপুল অর্থে তারা দলে নিয়েছে হ্যারি ব্রুক (Harry Brook), মায়াঙ্ক আগরওয়ালদের (Mayank Agarwal)। ২০২৩-এ ট্রফি জিততে তারুণ্য আর অভিজ্ঞতার আদর্শ ভারসাম্য’ই শক্তি যোগাবে সানরাইজার্স’কে।

IPL 2023-র জন্য সানরাইজার্সের সম্ভাব্য একাদশ-

মায়াঙ্ক আগরওয়াল-

Mayank Agarwal | image: twitter

গত বছর পাঞ্জাব কিংস দলের অধিনায়ক ছিলেন মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। তবে ব্যাট হাতে বিশেষ সাফল্য পান নি তিনি। পাঞ্জাব ছেড়ে দেওয়ায় উঠতে হয়েছিলো নিলামের টেবিলে। তাঁকে নিতে লড়াই চালাতে দেখা গেলো সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস’কে। অবশেষে ৮.২৫ কোটি টাকায় মায়াঙ্ককে সই করিয়েছে সানরাইজার্স। ২০২২-এ সাফল্য না এলেও ২০২০ এবং ২০২১-এ মায়াঙ্ক যথাক্রমে ৪২৪ এবং ৪৪১ রান করেছিলেন। সেই সাফল্যের পুনরাবৃত্তি কমলা-কালো জার্সিতে চাইবেন সমর্থকেরা। উইলিয়ামসন না থাকায় নয়া অধিনায়ক বেছে নিতে হবে সানরাইজার্সকে। দৌড়ে রয়েছেন মায়াঙ্ক (Mayank Agarwal)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *