গ্লেন ফিলিপস-
১.৫০ কোটি টাকায় নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস’কে (Glenn Phillips) দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কিউই ব্যাটার আন্তর্জাতিক টি-২০তে ঝড় তুলেছেন সম্প্রতি। নিউজিল্যান্ডের জার্সিতে দুটি শতরান রয়েছে তাঁর। ৫২ ইনিংসে করেছেন ১৩৭৮ রান। ব্যাটিং গড় ৩১.৪৭। রয়েছে ৮টি অর্ধ-শতকও। চমকপ্রদ তাঁর স্ট্রাইক রেটও। প্রায় ১৪৫। সেরা ফর্মের ফিলিপস বড় অস্ত্র হয়ে উঠতে পারেন গ্লেন ফিলিপস।