এইডেন মার্করাম-
ওপেনার হোক বা মিডল অর্ডার, যে কোনো ব্যাটিং পজিশনে সাবলীল দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম (Aiden Markram)। আইপিএলেও মার্করামের রেকর্ড বেশ ভালো। তিনি পাঞ্জাব কিংস (PBKS) এবং সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) হয়ে খেলেছেন ২০ টি ম্যাচ। ১৮ টি ইনিংসে রান করেছেন ৫২৭। ব্যাটিং গড় ৪০.৫৪। গত মরসুমে সানরাইজার্স (SRH) জার্সিতে ৪৭.৬৩ গড়ে ৩৮১ রান করেন তিনি। নয়া অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছে তিনিও।