হ্যারি ব্রুক-
বেশীদিন হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন ব্রুক (Harry Brook), কিন্তু এরই মধ্যে রীতিমত রানের পাহাড়ে চড়ে বসেছেন তিনি। দেশের হয়ে চারটি টেস্টে ৩ শতরান করেছেন তিনি। মোট রান ৪৮০। অবিশ্বাস্য ৮০ গড়ে ব্যাট করছেন তিনি। দেশের হয়ে ২০ টি টি-২০ ম্যাচে ব্রুকের সংগ্রহ ৩৭২ রান। স্ট্রাইক রেট ১৩৮ এর কাছাকাছি।
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলিতেও সাফল্যে কড়া নেড়েছে ব্রুকের দরজায়। পাকিস্তান সুপার লীগে লাহোর কালান্দার্স দলের হয়ে খেলেন ২৩ বছরের হ্যারি। তিনি ৭ ইনিংসে ২৬২ রান করেছেন। এর মধ্যে রয়েছে একটি শতরান। ব্যাটিং গড় ৬৫.৫০। তাঁকে দলে পেতে ১৩.২৫ কোটি টাকা খরচ করেছে সানরাইজার্স দল।