অভিষেক শর্মা-
সানরাইজার্স হায়দ্রাবাদ জার্সিতে ৩৬ ম্যাচে ৬৬৭ রান করেছেন অভিষেক শর্মা (Abhishekh Sharma)। তাঁর প্রতিভা’কে চিনতে ভুল করেনি কমলা-কালো ব্রিগেড। যেখানে মিনি অকশনের আগে কেন উইলিয়ামসন, নিকোলাস পুরানের মত মহাতারকাদের বাতিল করে দিয়েছে তারা, সেখানে পাঞ্জাবের অভিষেক’কে ‘রিটেন’ করেছে সানরাইজার্স। মায়াঙ্কের সাথে ওপেন করতে দেখা যেতে পারে তাঁকে।