উমরান মালিক-
গতির জাদুতে ক্রিকেটবিশ্বকে মাতিয়ে রেখেছেন উমরান মালিক (Umran Malik)। জম্মু-কাশ্মীরের পেসার নিয়মিত ১৫০ কিলোমিটার বা তার বেশী গতিতে বল করে নজর কেড়ে নিয়েছিলেন। গত বছর আইপিএলে সানরাইজার্স জার্সিতে ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর রূপকথাসম উত্থান হয়েছে উমরানের। জাতীয় দলের হয়ে নিয়মিত সুযোগ পাচ্ছেন তিনি। সেরা ফর্মের উমরানকে (Umran Malik) প্রথম এগারোয় অবশ্যই চাইবে সানরাইজার্স।