IPL 2023: আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। দুইমাসব্যপী ক্রিকেট পার্বণে মেতে উঠবে আসমুদ্র হিমাচল। ক্রিকেট আর বিনোদনের প্যাকেজের আনন্দে সামিল হবেন গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমী জনতা। ২০০৮ সালে পথচলা শুরু করেছিলো ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ। এরপর কেটে গিয়েছে পনেরোটা বছর। জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়ে নি আইপিএলের। বরং বেড়েছে উত্তরোত্তর।
দিন কয়েক আগে টুর্নামেন্টের নির্ঘন্ট সামনে এনেছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। আগামী ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (GT) এবং চার বারের ট্রফি জয়ী চেন্নাই সুপার কিংস (CSK)।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
গত বছর ভালো পারফর্ম করে নি সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। দশ দলীয় প্রতিযোগিতায় অষ্টম স্থানে শেষ করেছিলো তারা। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দলের খোলনলচেই বদলে ফেলেছে তাঁরা। মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal), ভুবনেশ্বর কুমারদের (Bhuvneshwar Kumar) মত অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে যুক্ত হয়েছেন হ্যারি ব্রুক (Harry Brook), উমরান মালিকদের (Umran Malik) মত তরুণ প্রতিভা। নয়া অধিনায়ক এইডেন মার্করামের অধিনায়কত্বে এবার অন্যতম আকর্ষক দল হতে চলেছে সানরাইজার্স।
এবার ফের গ্যালারিভর্তি দর্শকের সামনে ফিরতে চলেছে আইপিএল। আকর্ষনের কোশেন্ট বাড়াতে ফিরতে চলেছেন ওয়াইভস অ্যান্ড গার্লফ্রেন্ডস। অর্থাৎ খেলার দুনিয়ার ভাষায় ওয়্যাগসরা। সানরাইজার্স (SRH) দলের ওয়্যাগসদের নামের হদিশ রইলো এই প্রতিবেদনে।
দেখে নিন সানরাইজার্স হায়দ্রবাদের দলের ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনের ছবি-
এইডেন মার্করাম-

গত মরসুমের অধিনায়ক কেন উইলিয়ামসন’কে (Kane Williamson) নিলাম শুরুর আগেই ছেঁটে ফেলেছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ দল। নয়া অধিনায়ক নির্বাচিত করা হয়েছে এইডেন মার্করাম’কে। মার্করামের নেতৃত্বে সম্প্রতি SA20 টুর্নামেন্ট জিতেছে SRH কর্তৃপক্ষের দল সানরাইজার্স ইস্টার্ণ কেপ। ব্যক্তিগত জীবনে নিকোল ড্যানিয়েল ও কনরের (Nicole Danielle O’ Connor) সঙ্গে সম্পর্কে রয়েছেন মার্করাম।
তাঁদের অন্তত নয় বছরের সম্পর্ক বলে জানা যায়। ইংল্যান্ডে স্কুলজীবন শুরু হলেও পরে দক্ষিণ আফ্রিকায় চলে আসেন নিকোল। সেখানেই শেষ করেন হাইস্কুল। দক্ষিণ আফ্রিকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন তিনি। দুই পোষা কুকুরের সাথে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে বসবাস করেন এইডেন মার্করাম ও তাঁর বান্ধবী নিকোল।