IPL 2023: ঘরের মাঠে সুবিধা করতে পারলো না কলকাতার ব্যাটিং, রাজস্থানের বিরুদ্ধে মাত্র ১৪৯ নাইট রাইডার্সের ঝুলিতে !! 1

IPL 2023: ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। কলকাতা ও রাজস্থান, দুই দলের আইপিএল যাত্রাপথটা বেশ আলাদা। কলকাতা প্রথম ম্যাচে হেরেছিলো। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ালেও তারপর টানা কয়েকটি ম্যাচ হেরে যেতে হয়েছিলো ব্যাকফুটে। পরে আবার জয়ের সরণিতে ফিরেছে কিং খানের দল। এভাবেই ওঠানামা করেছে কেকেআরের গ্রাফ। রাজস্থানের শুরুটা হয়েছিলো রকেটের গতিতে। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছিলো তারা। তারপর মুখ থুবড়ে পড়েছেন সঞ্জু স্যামসনরা। শেষ ছয় ম্যাচের মধ্যে হেরেছেন পাঁচটিতে। আজ যে দল জিতবে তাদের সামনে সুযোগ থাকছে প্রথম চারে প্রবেশ করার। সেই কথা মাথায় রেখেই মরিয়া হয়ে ঝাঁপিয়েছে দুই পক্ষই।

টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ইডেনে চলতি মরসুমে রানের পাহাড় গড়তে দেখা গিয়েছে দলগুলিকে। কিন্তু আজ রাজস্থান বোলিং-এর সামনে গুটিয়ে রইলো নাইট রাইডার্সের ব্যাটিং। জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজের জুটি আজকেও স্কোরবোর্ডে বড় রান যোগ করতে ব্যর্থ। রয় ১০ এবং গুরবাজ ১৮ রান করে ফিরলেন সাজঘরে। অধিনায়ক নীতিশ রানা কলকাতাকে খানিক এগিয়ে নিয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ারকে সঙ্গী করে। রানা ২২ রানের মাথায় শিকার হন চাহালের। আজ রান পান নি আন্দ্রে রাসেলও। ১০ বলে ১০ রান করেই ইনিংসে যবনিকা পড়ে তাঁর।

নাইট শিবিরকে ভদ্রস্থ জায়গায় আজ যিনি পৌঁছে দিলেন তিনি ভেঙ্কটেশ আইয়ার। এর আগে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে শতরান করার পর থেকে বেশ কিছু ম্যাচে রান পাচ্ছিলেন না তিনি। আজ রানের বৃত্তে ফিরলেন মধ্যপ্রদেশের বাঁ-হাতি ব্যাটার। প্রতিকূল পরিস্থিতিতে চমৎকার অর্ধশতরান করে গেলেন তিনি। ৪২ বলে ৫৭ রান করেন তিনি। আগের দিন পাঞ্জাবের বিরুদ্ধে চার মেরে ম্যাচ জেতালেও আজ ব্যর্থ রিঙ্কু সিং। ইডেন জনতার প্রত্যাশার পরীক্ষায় আজ পাস করলেন না কলকাতার ‘ফিনিশার।’ আউট হলেন ১৬ রান করে। রাজস্থানের পক্ষে সফলতম বোলার যুজবেন্দ্র চাহাল। ৪ উইকেট নিলেন তিনি। ২ উইকেট পান ট্রেন্ট বোল্ট, ১ টি করে পান কে এম আসিফ এবং সন্দীপ শর্মা। শেষ অবধি নাইটদের ইনিংস থামে ১৪৯ রানে।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *